নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে দারিদ্র্য, তুমি মোরে কর না মহান!!!

ভাতের মজা কিছুতেই পাই না।

আমি ভাল আছি

ব্লগ তো আমি এমনি এমনি পড়ি আর মাঝে মধ্যে লিখিও;) অন্যদের লেখায় মন্তব্য করার মজাটাই আলাদা। Tareq_chtg@ইয়াহু.কম

আমি ভাল আছি › বিস্তারিত পোস্টঃ

ডু ইউ কাট হরসেস গ্রাস?

০৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

দুপুরের ব্রেক। বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছি আর চা কফি খাচ্ছি। ব্রেক টাইম শেষ হয় এমন সময় গেলাম জল বিয়োগ করতে টয়লেটে। অনেকগুলো টয়লেট পাশাপাশি। হঠাত শুনি কে যেন মোনাইলে কথা বলছে, পরিস্কার বাংলা ভাষায়! শুনে পরানডা জুরাইয়া গেল! ত উনি ফোনে যা বলছিল তার অংশবিষেশ হল- ইউকেবিএ হোম অফিসে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করে আঠারো মাস হয়ে গেলেও এখন পর্যন্ত কোন রিপ্লাই আসেনি। আর এজন্য উনি প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্স করতে পারছেন না!



মেজাজ স্বভাবতই খারাপ। তাই ইউকেবিএ কাস্টমার হটলাইনে ফোন করে ইচ্ছেমতন দু চার কথা শুনিয়ে দিছেন! ফোনের অপর পাশ থেকে জিজ্ঞেস করল, কি বলেছ শালাদের? এপাশ থেকে উনি বলল, বলছি এতগুলো টাকা দিয়ে এপ্লাই করলাম। আজ অবধি আঠারো মাস হয়ে যায়। কোন উত্তর নাই। তোরা কি ঘোড়ার ঘাস কাটিস বসে বসে? আমার জীবন মরণ টানাটানি আর শালারা মনে হয় মধ্য রাতের তামাশা পাইছে! অপর পাশ থেকে জিজ্ঞেস করল, তোরা কি ঘোড়ার ঘাস কাটিস টা ইংরেজিতে কেমনে বলছ? এ পাশ থেকে আমতা আমতা করে উত্তর দিল...



টয়লেটের ফ্লাসের শব্দে কিচ্ছু শুনতে পাই নি! চিন্তা করতে লাগলাম কি হতে পারে!



Do you cut horse's grass?? :P :P

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৫

শায়মা বলেছেন: ভাত ভাইয়া তুমিও কি হর্সগ্রাস কাটো নাকি???

১৯ শে মে, ২০১৪ ভোর ৬:০৯

আমি ভাল আছি বলেছেন: ঘোড়ার ঘাস, গরুর ঘাস, গাধার ঘাস সব ই কাটি ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.