নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে দারিদ্র্য, তুমি মোরে কর না মহান!!!

ভাতের মজা কিছুতেই পাই না।

আমি ভাল আছি

ব্লগ তো আমি এমনি এমনি পড়ি আর মাঝে মধ্যে লিখিও;) অন্যদের লেখায় মন্তব্য করার মজাটাই আলাদা। Tareq_chtg@ইয়াহু.কম

আমি ভাল আছি › বিস্তারিত পোস্টঃ

কি যমানা আসল রে ভাই!!!

০২ রা জুন, ২০১৪ রাত ২:৪১

আমার ভাইগ্না আদিয়ান, চার বছর বয়সে সবেমাত্র পা দিল। কিছুদিন হল স্কুলে যাওয়া শুরু করেছে। এখন হাফ ডে ক্লাস চলছে। এইতো কয়েক মাস পরেই ফুল হয়ে যাবে। হাফ ডে ক্লাস হলে কি হবে দুপুরে খেয়েদেয়েও তার টিফিন নেয়া চাই ই চাই। নয়ত কিছুতেই স্কুলে যাবে না। তো, টিফিন বক্সে একটা কলা, দুই পিস স্যান্ডউইচ আর একটা অরেঞ্জ জুসের পিচ্চি বোতল অবশ্যই দিতে হয়। নিজে প্রত্যেকটা চেক করে দেখবে তার পর টিফিন ব্যাগের চেইন লাগাবে। তারপর কাধে থাকবে স্কুলব্যাগ আর হাতে নেবে টিফিন ব্যাগ।







দরজা থেকে বেরুবার আগে সবাইকে বাই বাই দিতে কখনো ভুল করে না। হাসিখুশি মুখ নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিবে। স্কুলে যাবে ওনলি আম্মুর(ওর ল্যাংগুয়েজ) সাথে। আর কারো সাথে কিছুতেই যাবে না। ক্লাস টাইম বেলা বারোটা থেকে বিকাল তিনটা। স্কুল থেকে আসবে ওনলি আব্বুর(স্পেশাল ল্যাংগুয়েজ) সাথে, গাড়িতে করে। বাসার দরজার ভেতর ঢুকেই সবাই কে সালাম দিবে। স্কুলব্যাগ ছুড়ে দিবে সোফার উপর আর টিফিনব্যাগ নিয়ে সোজা চলে যাবে কিচেনে। চেয়ার টান দিয়ে টেবিলের উপর টিফিনব্যাগটাকে খুলে অত্যন্ত মনযোগের সাথে কলা, স্যান্ডউইচ আর ড্রিঙ্কস খেতে থাকবে!







যদি জিজ্ঞেস করা হয়ে যে স্কুলে টিফিন খাওনি কেন? বলবে, আই ওয়াজ বিজি!!!



কি যমানা আসল রে ভাই!!!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৪ ভোর ৪:২৯

গোলক ধাঁধা বলেছেন: ভাগিনা মাশাল্লাহ কিউট হইছে

০২ রা জুন, ২০১৪ ভোর ৫:০৭

আমি ভাল আছি বলেছেন: জ্বী ভাই। দোয়া কইরেন। ধন্যবাদ

২| ০২ রা জুন, ২০১৪ ভোর ৪:৩৯

সকাল হাসান বলেছেন: ভাগিনার যমানা ভাই! :P :-B

০২ রা জুন, ২০১৪ ভোর ৫:০৭

আমি ভাল আছি বলেছেন: তাই তো মনে হইতাছে!

৩| ০২ রা জুন, ২০১৪ সকাল ৭:০০

পংবাড়ী বলেছেন: সে কি বিদেশে থাকে?

০৩ রা জুন, ২০১৪ ভোর ৬:৫৯

আমি ভাল আছি বলেছেন: জ্বী ভাই। কেমনে আন্দাজ করলেন?

৪| ০২ রা জুন, ২০১৪ দুপুর ২:১১

আমি ব্লগার হইছি! বলেছেন: এখন তো ওদেরই দিন ভাই। আমরা সবাই পুরানো দিনের লোক।

০৩ রা জুন, ২০১৪ সকাল ৭:০০

আমি ভাল আছি বলেছেন: শুনেছি পুরান চাল নাকি ভাতে বাড়ে :)

৫| ০২ রা জুন, ২০১৪ দুপুর ২:৩৭

নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: হুম..............।

প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ

০৩ রা জুন, ২০১৪ সকাল ৭:০০

আমি ভাল আছি বলেছেন: হুম টু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.