নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে দারিদ্র্য, তুমি মোরে কর না মহান!!!

ভাতের মজা কিছুতেই পাই না।

আমি ভাল আছি

ব্লগ তো আমি এমনি এমনি পড়ি আর মাঝে মধ্যে লিখিও;) অন্যদের লেখায় মন্তব্য করার মজাটাই আলাদা। Tareq_chtg@ইয়াহু.কম

আমি ভাল আছি › বিস্তারিত পোস্টঃ

মরার আগে সেলফি তোলার সৌভাগ্য অর্জন করে

০৮ ই অক্টোবর, ২০১৪ ভোর ৪:৩৪

বাউল সম্রাট আব্দুল করিমের গানেও আমরা সেটা শুনতে পাই- আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম। ছোটবেলার ঈদ ছিল অনেক মজার। আলাদা একটা আমেজ নিয়ে ঈদ আসত। অন্যরাও সে কথা বলে। এটা কি যায় দিন ভাল নাকি আসে দিন ভাল এর লক্ষন। আর এখন ঈদ আসে ফেসবুকের টাইমলাইনে। স্ট্যাটাস আর কমেন্টস এ । কোরবাণীর গরুগুলোও ভাগ্যবান। মরার আগে সেলফি তোলার সৌভাগ্য অর্জন করে। গরু কেনা থেকে শুরু করে মাংস রান্না করা পর্যন্ত ফেসবুকে চলে আসে। খাওয়া দাওয়া হজম সবই। শুধু পাঁচনটা আসে না। সেই সৌজন্য এখনো রয়ে গেছে। আগামিতে কি হবে আল্লাহ মালুম। এ সব ই হল ডিজিটালের দৌরাত্ন। কোথায় গিয়ে যে ঠেকবে কে জানে। সমাজবিজ্ঞানীরা পাগলপারা সেসব কথা চিন্তা করে। চুলে পাক ধরে গেছে, চশমার পাওয়ার আরো বেড়েছে। কপালের বলিরেখা আরো পুরু হয়েছে। যাদের মারা যাবার কথা তারা মারা যাচ্ছে অনায়াশে। আমরা যারা বেচে আছি তাদের কি হবে। কিচ্ছু হবে না। কিছু হওয়ার মত নাই। সত্যি ই কি নাই??

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.