![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মোঃ ইয়াসির ইরফান । সাহিত্য আমার ভাললাগা, ভালবাসা । সাহিত্য লিখতে, পড়তে ভাললাগে । তাই লিখি, পড়ি । জানি, আমার লেখার মান ভাল না । স্বীকার করতে কুন্ঠাবোধ করি না, ভাল লেখার সে যোগ্যতাও আমার নাই । বস্তাপচা লেখায় কারো মন খারাপ করা আমার উদ্দেশ্য নয়, সাহিত্যের অপমান করতেও চায় না । আমি তো শুধু আমার ভাললাগার, ভালবাসার কাজটাই করি । আমার অপরাগতা, অক্ষমতায় প্রতিমূহুর্তে ক্ষমা চেয়ে যাই, সাহিত্য ও সাহিত্যিক সমীপে । সসংকোচে, সংশয়ের ঘেরাটোপে, নিন্দিত হওয়ার ভয়ে সাহিত্য রচনার শুরুতেই 'তরুন তুর্কী' ছদ্মনামে সাহিত্যের বিশাল ভান্ডারে পা রেখেছি । সাহিত্যের এই বিরাট-অভিজাত জায়গার অতি ক্ষুদ্র কোনে আমার জায়গা হবে কি না, তা আমার জানা নাই । জানতে চাই না । আমি শুধুমাত্র আমার ভাললাগা প্রকাশে যদি কোন স্পর্ধা, কোন ত্রুটি হয়ে থাকে তার জন্য মার্জনা চাই । তারুন্য আমার অলংকার । অঙ্গে তারুন্যের উন্মাদনা বয়ে চলেছি, (জন্ম তারিখ - ০৯/০৪/৯২) সয়ে চলেছি আনন্দের সাথে । উচ্ছলতার সাথে সন্ধি করেছি তারুন্যের সূচনা লগন হতে । স্রষ্টায় ভীষন আস্থা আমার । জীবনের প্রতিটি পদক্ষেপে স্রষ্টার সাহচর্য, তার প্রত্যক্ষ ও পরোক্ষ সাহায্য-সহযোগিতা কামনা করি । বিশ্বাস করি, প্রতিক্ষনে প্রতি নিঃশ্বাসে তিনি আমার সাথেই আছেন । নিজেকে আমি মূল্যায়ন করি অতি সাধারন পর্যায়ের মানুষ রুপে । নিজের সম্পর্কে আমার উক্তি, Lower Clash Ass (LCA) বা নিম্ম স্তরের গাধা । যে স্তরের মানব সন্তানেরা ধরিত্রীর মানুষ, প্রকৃতি, প্রতিটি ধূলিকণা হতে ক্রমাগত উপকার গ্রহন করে কিন্তু প্রতিদান দিতে অক্ষম থাকে । বরং যতদিন বাঁচে ততদিনই গলার কাঁটা হয়ে থাকে, পরিবারের, সমাজের, দেশের, ধরনীর ।
আশা করতে চাইলে,
ভরসার ইচ্ছা হলে,
পাওয়ার কামনা জাগিলে
- তব হৃদয় কোনে ।
রাখিতে হবে বিশ্বাস,
মুছে সকল অবিশ্বাস,
ভুলে গিয়ে অবস্থা চারপাশ
- চাইতে হবে একধ্যানে ।
একমনে জপে যদি,
না মিলে শেষ অবধি,
তবু না রাগি না কাঁদি
- রাখিতে হবে বিশ্বাস ।
যা হয় ভাল হয়,
যা হয় খারাপ নয়,
এই বলি তব হৃদয়
- সমীপে ; ভবিষ্যৎ এর দাও আশ্বাস ।
অবিশ্বাসে জুটে না কিছু
আশাহীনে বাঁচে না কেহ এ ধরায় ।
বিশ্বাসী কভু হটে না পিছু
বারে বারে পরাজয়ে কখনো নাহি ডরায় ।।
অন্তরের অন্তঃস্থলে,
হৃদয়ের সুগভীর তলে,
ধারন কর যা বদ্ধমূলে
- বিশ্বাস রাখ তাতে ।
জয় হবেই হবে,
বিশ্বাসের পুরস্কার পাবে,
অসম্ভব সম্ভব দেখা দিবে
- বিশ্বাসের ভীষন শক্তিতে ।
অবিশ্বাসীর ঠাট্টা বিশ্বাস,
তবে অবিশ্বাসই তার বিশ্বাস,
বিশ্বাসেই কিন্তু আশ্বাস
- ইহা ছাড়া বাঁচা নাহি যায় ।
একমনে একধ্যানে জপে,
আপন হৃদয়খানি সঁপে,
চাও যদি ; বিশ্বাসের তাপে
- সফল হবেই হবে বিশ্বাসের মর্যাদায় ।
যত কঠিনই হোক, যত যাই হোক
শেষের বেলা জিত হবে কিন্তু তোমার ।
যত অবাস্তবই হোক, যত হাস্যকরই হোক
বিশ্বাস নিয়েই বেঁচে থাক ; বিশ্বাসেই মঙ্গল সবার ।।
____________######___________
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৪
মানুষ বলেছেন: ভাল লাগে নাই।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০১
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: "যত অবাস্তবই হোক, যত হাস্যকরই হোক
বিশ্বাস নিয়েই বেঁচে থাক ; বিশ্বাসেই মঙ্গল সবার ।।"
খুব সুন্দর লিখেছেন!!!