![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ছোট ভাইয়ের রেকটাল ক্যানসার ধরা পড়েছে। ডাক্তারের ভাষ্যমতে সেটা নাকি ৩য় বা ৪র্থ স্তরের। তার ট্রিটমেন্ট বাংলাদেশ বা ভারতের কোন কোন হাসপাতালে ভাল ভাবে করা যাবে এ ব্যাপারে কেউ পরামর্শ দিলে খুবই উপকৃত হব।
২| ০৮ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬
হতাশ নািবক বলেছেন: @জাহাঁপনা:ডেল্টা সর্ম্পকে কি কোন অভিজ্ঞতা আপনার আছে? আমার মনে হয় নাই !!
যে টাকা এখানে খরচ করবেন, সেই টাকা দিয়ে "ভেলর" এ এর চেয়ে ভাল চিকিৎসা পাবেন।অবশ্য সময় একটু বেশি লাগবে।
আর ক্যান্সার এর চিকিৎসার জন্য সবচেয়ে ভাল মুম্বাই এর "টাটা মেমোরিয়াল" খরচ তুলনা মুলক অনেক বেশি।
খুব খারাপ শোনা গেলেও এটা সত্যি যে, আমাদের দেশের ক্যান্সার চিকিৎসা মান সংস্লিষ্ট চিকিৎসক ব্যাবসায়িক মনোভাবের এর জন্য খুবই নিম্নমান। এরা রোগী কে বাচাঁনোর চেয়ে , হাসপাতালের আয় বাড়ানোর জন্য বেশি কাজ করে।
আমার সাথে অনেকের দ্বিমত থাকতে পারে, কিন্তু জোর দিয়ে বলতে পারি তা হল যা বলেছি নিজের অভিজ্ঞতা থেকে বলেছি।
৩| ০৮ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
ভোরের সূর্য বলেছেন: @হতাস নিবাক ভাই একদম ঠিক কথা বলেছেন।
তবে আপনি ব্যাঙ্গালোরের মজুমদার শাহ ক্যান্সার হাসপাতালে যেতে পারেন।
মজুমদার শাহ ক্যান্সার হাসপাতাল( হার্ট স্পেশালিস্ট দেবি শেঠির একটি হাসপাতাল)
Bangladesh Office: (Working Hours: 09:00 am to 05:00pm 7 days a week.)
A dedicated team headed by –
NAHIDA ALAM
Hon. Social Worker
Country Representative & Chief Coordinator of Dr. Devi Shetty
at Narayana Health, India
House # 251/L, (1st Floor),Road #13/A, Dhanmondi R/A Dhaka – 1209, Bangladesh.
Mobile #: Tel: +8802-9133910/+8802-9110619
E-mail: [email protected]
Skype: Nahida.alam56
আপনি সব রিপোর্ট নিয়ে এখানে যানা।কোন খরচ লাগবেনা।ওরাই রিপোর্ট ভারতের হাসপাতালে পাঠিয়ে দিবে এবং ২/১ দিনের মধ্যে আপনাকে জানাবে যে রুগীর কি অবস্থা এবং কত খরচ পড়তে পারে। শুধু তাই নইয়।আপনি ঐ হাসপাতালে ডাক্তারের কাছে অনুরোধ করলে বেশ ভাল ডিসকাউন্ট পাবেন।
তবে যেখানেই ট্রিটমেন্ট করেন না কেন বাংলাদেশে করাবেন না। একই টাকায় ভারতে অনেক অনেক অনেক ভাল চিকিৎসা করাতে পারবেন।
০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২০
মো. সাইফুল হক বলেছেন: আপনার নির্দেশনামূলক পরামর্শের জন্য ধন্যবাদ। আপনার এ মতামত আমার অনেক কাজে লাগবে। আমিও বাংলাদেশে চিকিৎসার পক্ষপাতি নই।
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৩
জাহাঁপনা। বলেছেন: তৃতীয় বা চতুর্থ স্থর অনেক ভয়ঙ্কর। আপনি ডেল্টা হাসপাতালে ( শ্যামলী ) তে যোগাযোগ করতে পারেন , ওইখানে ভালো ভালো অঙ্কলজিস্ট আছেন