নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টারজান০০০০৭

টারজান০০০০৭ › বিস্তারিত পোস্টঃ

কুমির ও শিয়ালের নির্বাচনী সংলাপ !

২৪ শে জুলাই, ২০২৩ বিকাল ৩:৫৬



কুমির ও শিয়াল মিলে মোড়ল বাঘের কাছ থেকে জমি ইজারা লইলো ! চুক্তি হইলো তাহারা এই জমিতে ফসল ফলাইবে এবং আলোচনা সাপেক্ষে ফসলের ভাগ বুঝিয়া লইবে !

দশম জাতীয় সংসদ নির্বাচন, ২০১৪!!

কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল। কিসের চাষ করবে? আলুর চাষ। আলু হয় মাটির নিচে। তার গাছ থাকে মাটির উপরে, তা দিয়ে কোনো কাজ হয় না।

বোকা কুমির এতদিনে চালাক হইয়া গিয়াছে ! তাই সে শিয়ালকে ঠকাবার জন্যে বললে, ‘গাছের গোড়ার দিক আমার, আর আগার দিক তোমার।’
শুনে শিয়াল বললে, না ! ‘গাছের গোড়ার দিক আমার, আর আগার দিক তোমার।’ ! এই লইয়া তুমুল মারামারি হইলো ! মোড়ল বাঘকে ম্যানেজ করিয়া শিয়াল আলু ঘরে তুলিল !

কুমির মনে মনে ভাবিল , ‘ এইবার বড্ড ঠকে গেছি । আচ্ছা আসছে বার দেখাইয়া দিব !’

একাদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০১৮!!

তার পরের বার হল ধানের চাষ। এবারে কুমির মনে মনে ভাবে আর কিছুতেই ঠকা যাবে না। তাই সে আগে থাকতেই শিয়ালকে বলল , ‘‘গাছের গোড়ার দিক আমার , আর আগার দিক তোমার ।’

শুনে শিয়াল হেসে বললে, ‘আচ্ছা, ‘গাছের আগার দিক তোমার , আর গোড়ার দিক আমার ।’ শিয়ালের কথার মারপ্যাঁচ কুমিরের লিলিপুট মগজে ধরিল না !

তারপর যখন ধান হল, শিয়াল সে ধানসুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল।
কুমির তো এবারে ভারী খুশী হয়ে আছে। এইবার শিয়ালরে বাগে পাইছি ! মাগার গিয়া দেখে গাছের আগা শিয়াল কাটিয়া ঘরে তুলিয়াছে ।

কুমির ভীষণ ক্ষেপিয়া গেল ! মনে মনে বলল , ‘দাঁড়াও শিয়ালের বাচ্চা ! তোমাকে দেখাচ্ছি মজা !

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৪!!

এবার হল আখের চাষ.................................................

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০২৩ রাত ৯:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: এসেছিলাম কুমিরের ভাগের আলুর হিসেব নিতে। কিন্তু এসে দেখলাম জাতীয় সংসদ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছেন। তাহলে আপাতত আমি দর্শকাসনে বসলাম।দেখি নির্বাচন শেষ পর্যন্ত মমতাজির অনুপ্রেরণায় নির্বাসনে পরিণত হয় কিনা....
তবে আপনারা বড় হিংসুটে। আমরা যেমন মমতাজি অত্যন্ত সুন্দরভাবে চুরিটাকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার আমরা ওনাকে দিল্লির দরবারে পৌঁছে দিতে অস্বীকার করেছি। আমরা চাই মমতাজীর হাত ধরে চুরি শিল্প ভারতের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাক।আর উনি দস্যু রানীর শিরোপা পেয়ে গিনেস বুকে নাম তুলে নিন।

২| ২৫ শে জুলাই, ২০২৩ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: আমার বুদ্ধি কম থাকায় কিছু বুঝতে পারলাম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.