![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাঙ্গিয়াছ মন আপনার লাগি,
নিরবে একা একা,,,,,।
ছোট ছোট কথা কোন নির্জন রাতে,
ভেসে রবে পাবে দেখা ,,,।
দাড়াবে না কাল হেটে চলে যাবে,
স্মৃতি গুলি শুধু পরে রবে,,।
তোমারই রাতের হতাশা গুলি,
টিক টিক শব্দে হবে নির্ঘুম ।
অনুভূতি গুলি জাগ্রত হবে,
চেতনায় ভালবাসার মিছিলের ধুম,,।
সে দিন হয়তো বিরক্তি পথিক,
চলে যাবে হাজারো শহর দূরে,,।
প্রিয় গান কবিতার লাইন উল্টে,
হয়ে যাবে মিল বিরহের সুরে,,,,।
২| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫০
Tas DE Sun বলেছেন: ধন্যবাদ দাদা ভাই
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাষার আধুনিকতা নিয়ে আসতে হবে