![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
০১ লা নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৬
_________________________
একদিন স্বর্গীয় লোকেরা ইচ্ছা পোষণ করল তারা নরকের মানুষদের সাথে পৃথিবীতে নৌকায় সাগর ভ্রমণে যেতে চায়,।যেহেতু তারা স্বর্গবাসী তাই তাদের ইচ্ছা পূরণ করতে হবে,।কিন্তু স্বর্গীয় মানুষদের উপর একটা শর্ত আরোপ করা হল,,তা হচ্ছে তাদের ভ্রমণ হবে পৃথিবীর সাধারন মানুষদের মত সমুদ্র যাত্রা। স্বর্গবাসী ও রোমাঞ্চকর যাত্রার জন্য শক্তিশালী বিশাল এক জাহাজ তৈরি করল,,।অবশেষে তাদের সমুদ্রে পাঠানো হল,২তলা জাহাজে নিচতলা ছিল নরকবাসীদের এবং বিলাসবহুল উপরতলা ছিল স্বর্গবাসীদের,,।জাহাজ যখন চলতে লাগল ।নরকবাসীদের নরকের অবস্থা পর্যাবেক্ষন করার জন্যই স্বর্গবাসী দের এরকম পরিকল্পনা।এ ভাবেইসময় ভালোই কাটছিল,,কিন্তু নরকে ক্ষুদা আর তৃষ্ণার জন্য মানুষ ছটফট করত আর বিনিময়ে তাদের খুব অল্প পচা খাবার সরবরাহ করা হত,,।স্বর্গবাসীরা তাদর খাবার গুলি অপচয় করত কিন্তু নরকবাসীদের দিত না,,।নরকের হাহাকার আর চিৎকার গুলি স্বর্গবাসীদের মনে দাগ কাটত না,,।স্বর্গবাসী ধরেই নিয়েছিল নরকবাসীদের নিয়তি এমন সে ক্ষেত্রে তাদের কিছু করার নাই,,।হঠাং একদিন উপরের সব খাবার দেখে নরকে বিদ্রোহ সৃষ্টি হল,ক্ষুদা আর তৃষ্ণার শব্দ পৌছাল কিন্তুু এতে কারো মায়া হল না।নরকের মানুষ গুলি জাহাজে গোলমাল শুরু করে দিল এবং অসহ্য যন্ত্রণা সহ্য না করতে পেরে ইচ্ছে করেই মরে যাবার জন্য এক সাথে জাহাজের তলা কাটা শুরু করল,।এক সময় জাহাজ ভরে পানি উঠা শুরু হল নিচতলায়,,।এতে স্বর্গবাসী ভয় পেলনা,ভাবল নরকের মানুষ মরলেই কি যখন পানি উপরে উঠা শুরু করল তখন স্বর্গীয় সাহায্য চাইল,,কিন্তুু কোন সাহায্য আসল না কারন তারা মানুষ হিসেবে যাত্রা শুরু করেছে, যাত্রা শেষ না হওয়া পর্যন্ত তারা কোন অলৌকিক শক্তির সাহায্য পাবে না,,।জাহাজ ডুবে গেল এবং তারা দ্বিতীয়বার মরে গেল,,।আর মৃত্যুর পর তাদের এসব অমানবিক কাজের জন্য নরকে ছুড়ে ফেলা হল,,,।
©somewhere in net ltd.