![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমন অনেক দিন অতিবাহিত হয়েছে ,যেদিন মুসলমানদের জয় ধ্বনিতে কম্পনিত হত সমস্ত আকাশ জমিন।দিক-বি-দিকে ছুটত তারা একই স্লোগানে।কোমরে বাধা থাকত চক চকে ধারালো তলোয়ার আর হাতে থাকত বিজয়ের পতাকা।সমগ্র ধরনী যেন স্বর্গে পরিনত হয়েছিল।সমাজ থেকে দূর হয়েছিল সমস্ত দুঃখ দুর্দশা অসামাজিক যত কার্যকলাপ।আমরাকি ইতিহাস পড়িনা তোমরা কি ইতিহাস পড়না,তবে কিভাবে হারালে সেই স্বর্গময়ী ধরনী তবে কেন আজসমাজে নেমে এল সব দুর্দশা -অশান্তি।আজ কিসের অভাব আমাদের?কি পাবার আশার সবাই এত ব্যকুল,কিসের তরে ছুটছি সবাই।কেন আমরা মুসলমান বিশ্বের কর্তৃত্ব হারালাম।তবে কি ইতিহাস ভুল,তবে কে ছিল তারা,কে ছিল আমাদের পূর্বপূরুষেরা।কখনোকি তোমরা অনুভব করনা সেই স্বর্গময় ধরনীর সুখ।চাওনা একটি শুসৃঙ্খল জাতি তবে কেন আজ এত অধঃপতন।কেন আজ নির্যাতিত নিপীরিত আমরা।আমাদের কি চেতনা বোধ নেই, নেইকি বুক ফুলিয়ে চলার আকাঙ্খা।
জাগো,জাগো মুসলমান !!!
©somewhere in net ltd.