নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উদীয়মান সূর্য়

সময়, স্রোত আর সূর্য কারো জন্য অপেক্ষা করে না

উদীয়মান সূর্য় › বিস্তারিত পোস্টঃ

অনুভূতি

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩২

ভালোবাসি বললেই যেমন ভালোবাসা হয়না। ঠিক
তেমনি "ভালোবাসি" কথাটা প্রকাশ না করলেও
ভালোবাসা হয়না, সেই কথাটারও ভিত্তি নেই।
ভালোবাসা হলো পবিত্র।আর বর্তমানে ভালোবাসা
প্রেমিক প্রেমিকা নির্ভর হয়ে গেছে। ছেলে
যখন মাস শেষে মায়ের হাতে বেতন দেয়।এরপর
মা স্নেহমাখা দৃষ্টি দিয়ে বলে "আমি
টাকা কি দিয়ে করবো বাবা? টাকাটা তুই রাখ।"
এটা কি ভালোবাসা নয়?!
.
বাবা যখন ছেলেকে বলে, "বাবা, বকাঝকা করি
তোর ভালোর জন্য।তাই বলে রাগ করে থাকিস না
বাবা? খেয়ে নে ভাত।তোর জন্য সবাই না খেয়ে
আছে!
এটা কি ভালোবাসা নয়?
.
ভাইয়ের কঙ্কালসার দেহে হাত বুলিয়ে যখন বাবার
বাড়িতে বেড়াতে আসা বড় বোন বলে "না
খেয়ে খেয়ে শরীরের এই কি হাল করেছিস?!
বেশি বেশি করে খাবি।"
এটা কি ভালোবাসা নয়।
.
বড় ভাই যখন তার দিকে তাকিয়ে থাকার অর্থ বুঝতে
পেরে বলে "কি রে, হাতখরচ নেই বুঝি?! ৫০০
দিলে চলবে??"
এটা কি ভালোবাসা নয়?
.
ছোট ভাই যখন বলে "ভাইয়া, তুই কেমন যেন
হয়ে যাচ্ছিস! সারাক্ষণ মুখ গোমরা করে থাকিস।ঠিক
আছে ভাইয়া, তোর মোবাইলে আর গেইম
খেলবোনারে ভাইয়া। তবুও তুই একটু হাসিখুশি থাক।
আমার যে তোর হাসিমুখটা অনেক বেশি ভালো
লাগে।
এটা কি ভালোবাসা নয়?
.
ছোট বোনটা যখন বলে "ভাইয়া, তোর কি
হয়েছে?সারাদিন চুপচাপ থাকিস?আমি তোর সাথে
ঝগড়া করি তাই? অকে, ঝগড়া করবোনা।তবুও তুই
ভালো থাক।
এটা কি ভালোবাসা না?
.
সারাদিন অফিস থেকে ক্লান্ত দেহে আসার পর যখন
শান্ত, নম্র, বিনয়ী বৌ বলে, "এই, শরবতটুকু খেয়ে
নাও।অনেক কষ্ট করে বানিয়েছি। খেয়ে নাও।"
এটা কি ভালোবাসা না???
.
.
.
ভালোবাসার ডেফিনেশান এরকমই হওয়া চাই।আমি
প্রেমিক প্রেমিকার মধ্যকার ভালোবাসার বিরুদ্ধে
বলছিনা।বলছি ভালোবাসার পবিত্রতা রক্ষা করতে।
ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলার নাম কি ভালোবাসা?
ইনবক্স জুড়ে রগবগে চ্যাটিংয়ের নামই ভালোবাসা?
ডেটিংয়ের নামে অশ্লীল উৎসবে মেতে উঠার
নাম কি ভালোবাসা?
উত্তরটা হবে বড় একটা "না।"
.
ভালোবাসা হবে কেয়ারনেসের একটা সিম্বল।
অনেকদিন কথা না হলেও যে সম্পর্কটা ভেঙ্গে
যাবেনা।আবার ভালোবাসার মানে বিয়ে করাও না।
হতে পারে মানুষটার বিয়ে আপনার সাথে হয়নি বা
হবেনা! তাই বলে কি তাকে ভুলে যাবেন??! অবশ্যই
না।তবে পবিত্র ভালোবাসার পূর্ণতা পায় বিয়ের
মাধ্যমে।
দেটস এনাফ।
এইরকম পবিত্র ভালেবাসায় সিক্ত হোক সবার
জীবন।
.... সমাপ্ত..

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৮

বিজন রয় বলেছেন: এই অনুভূতি কোথায় রাখি।

অসাম।
++++

২| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১:০৩

ইশতিয়াক ফাহাদ বলেছেন: অসাধারণ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.