![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টেলিভিশনের রমণীটা খুব সেজেগুজে রান্নার অনুষ্ঠান করছে
কিছু মুরগির টুকরোতে অনেক পদের মশলা মাখিয়ে রেখেছে,
বিদেশি সবজি ক্যাপ্সিকাম কুচি কুচি কেটে
টমাটোগুলো ব্লান্ডারে বেটে
ফ্রাই প্যানে তেল ঢেলেছে,
পাশেই দাড়িয়ে আছে হাল আমলের জনপ্রিয় সেলেব্রেটি!
এখন সুখি সুখি চোখে দুজনের আলাপ হচ্ছে,
- আপনার কি খেতে ভালো লাগে ?
- আসলে যা পাই তাই খেয়ে নেই আগে !
দুজনেই কৃত্রিম হাসি হেসে ওঠে
প্রশ্নকর্তা রমণীর গোলাপী গাল খুশিতে লাল হয়
সেলেব্রেটির হাসি লেগেই থাকে ঠোঁটে !
ভাজা মুরগীগুলো এখন সিরামিকের প্লেটে সাজানো হয়েছে
রমণীটি দর্শকদের উদ্দেশ্যে হাতে তুলে নিয়েছে প্লেট
সেলেব্রেটি তীব্র ক্ষুধার ভান করে দুহাতে ধরে রেখেছে নিজের পেট ,
আবার কৃত্রিম হাসি দুজনের মুখে!
খাওয়ার জন্যে সৈন্যের মত প্রস্তুত দুজনে !
হঠাৎ মুখের উপর টেলিভিশন বন্ধ করে দিলেন মুদি দোকানদার
এতক্ষন দাঁড়িয়ে রান্নার অনুষ্ঠান দেখছিল এক ক্লান্ত বেকার !
দুপুর হয়েছে , প্রচন্ড আগুনের মত জ্বলজ্বলে ক্ষিদে লেগেছে তার,
মানিব্যাগে হাতড়ে পেয়েছে পাঁচ টাকার নোট সেই কবেকার...
©somewhere in net ltd.