নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমাকে ছুয়ে দেবে বিষাক্ত রোদ্দুর,ছায়াহীন মেঘ,বারুদে ঝাঝালো বাতাস,ন্যাপথলিনের উগ্রতা।
তুমি ছবি হইতে পারো। ঠিক এই ফ্রেমে। এই..হুম.. ঘাড়টা একটু নামাও। ঠিকাসে। ওকে। আমি এখন এই ছবির ছবি তুলব। সেই ছবির আরেকটা ছবি তুলব। এবং প্রত্যেক ছবির। হুম প্রত্যেকটা ছবির একেকটা ছবি তুলব।
কিন্তু দ্যাখো। ছবিতে তোমারে ইন্ট্রোভার্ট লাগতেসে না একদম। ইটস লাইক ইয়্যু আর.. উম্ম লাইক.. হুম। তুমি শীতের কোন কাকভোরে শান্ত ঝিলের পানিতে শাপলার মত সবগুলো পাপড়ি ছড়ায়ে দিয়ে ফুইটা আছো। আমি সেইটা ঘুমভাঙা চোখ নিয়া দেখতেসি। হাউ কুল! হাউ চার্মিং!! হাউ এমেজিং!
তুমিতো এইরকমই ছিলা। রাইট?? আমি তোমারে ধরার লাইগা সেই শান্ত পানি, তোমার পৃথিবীতে নাইমা গেলাম। তোমার পৃথিবী উল্টায়ে পাল্টায়ে যাইতে লাগল। আমার এপোজিবল গ্রিপ দিয়া তোমারে ধরলাম। কি সুক্ষ! নরম, দারুন সত্যের মত তুমি!!!
এনিওয়ে, দ্যাখো কি দারুন চাঁদ। চাঁদের পাশে বৃহস্পতি ছড়ি ঘুরাইতেসে। রাত যতই বাড়তেসে দে আর গেটিং ক্লোজার। নট লাইক আস হাহা। আমরা কত দূরে সইরা যাইতেসি??
চলো দূরে সইরা যাওনের আগে পৃথিবীর মত শুনশান হয়ে উঠোনে শুয়ে থাকি!
২| ১৮ ই জুন, ২০১৯ সকাল ১০:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আরে বাহ্ .... তেলাপোকারে অনেক দিন পর দেখতাছি ... কী খবর আছেন কেমন?
আর কবিতা গল্প যাই হোক না কেনো ..... বেশী বেশী ভাল্লাগছে হাহাহা কারণ আমারে নিয়াই যেনো লিখছেন হাহাহাহাহ
প্রথমেই আমার নাম
৩| ১৮ ই জুন, ২০১৯ দুপুর ১২:১২
মেঘ প্রিয় বালক বলেছেন: ছবির সাথে কথা,ভাবনা আর খেয়ালীপনা,ভালোই লিখেছেন।
৪| ১৮ ই জুন, ২০১৯ বিকাল ৩:৪৭
রাজীব নুর বলেছেন: কিছু বুঝলাম না।
৫| ১৮ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮
তেলাপোকা রোমেন বলেছেন: বুঝতে না পারলে সে দায় লেখকের নয়। আল্লাহপাক আপনাকে বুঝার তৌফিক দিক। আমিন
৬| ১৮ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫০
তেলাপোকা রোমেন বলেছেন: মুই ভালা আছি আফা। সুদূর অতীতে এক বালিকার নাম নিয়া ক্যাচাল হইসিল। সেই ক্যাচাল থেইকা ভাবসিলাম আর কারো নাম নিমুনা। নিয়ে ফেলসি যখিন, কোক খাওয়ান অথবা মামলা দ্যান
৭| ১৮ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫০
তেলাপোকা রোমেন বলেছেন: জ্বি না। আমি কবি না।
৮| ১৮ ই জুন, ২০১৯ রাত ৯:১৪
আহমেদ জী এস বলেছেন: তেলাপোকা রোমেন,
তেলেপোকাদের মতো রাতের শুনশান রোমান্স !
সুন্দর হয়েছে লেখা।
©somewhere in net ltd.
১| ১৮ ই জুন, ২০১৯ ভোর ৬:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কবিতা?