![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জবাব চাই?
রাষ্ট্রধর্ম ইসলাম !!!
কার উপকার হয়েছে?
রাষ্ট্রের?
ধর্মের?
সরকারের?
নাকি
জনগনের?
কি কি উপকার হয়েছে ? কার হয়েছে? তালিকা করতে যেয়ে এক কলম ও লিখতে পারি না!
যারা রাষ্ট্রধর্ম ইসলাম না বুঝে চান তারা জবাব দেন?
৮ম সংশোধনীর সমুলে বিনাশ চাই।
সুবিধা বাদীদের আংগুল হেলানীতে আদালত চলবে আর কতদিন?
#কাঠমোল্লা এবং #বকধার্মিক
।।ভারতীয় উপমহাদেশের ক্যান্সার।।
।।পলিটিক্যালাইজেশন অব রিলিজিয়ন।।
মানব পরিচয়ের আগে ধর্মীয় পরিচয়ই হল সাম্প্রদায়িকতার প্রাথমিক শিহ্মালয়।
সাম্প্রদায়িকতার বিষ বাস্প ছড়ানো জনসংখ্যা মানুষ নই বরং ঊন-মানুষ।
ধর্ম গর্দভ, ধর্ম গাধা, ধর্ম মূর্খ, ধর্ম মহামূর্খ, ধর্ম ভাঁড়, ধর্ম খবিশ, কাঠ মোল্লা। এই সকল উপদলের ভিতর আছে সমাজের উচু থেকে নিচু তলার সকল শ্রেণী পেশার ঊণমানুষেরা। এই উপমানবের দল আসলে ভিতরে ভিতরে এক একেকটি দানব নিয়ে বসবাস করে।
পরিশেষে এই বলদেশিয়ার মানবিক মুল্যবোধহীন মানবকুল মানুষ না হয়ে ধার্মিক হতে যেয়ে #বকধার্মিক এ পরিণত হল।
২| ০২ রা মার্চ, ২০১৬ রাত ২:২৩
মোঃ তালেব বলেছেন: আল্লাহ মানুষ জাতিকে সৃষ্টি করেছে তার ইবাদাতের জন্ন।।। ধর্ম না থাকলে তো ইবাদত কবুল হয়না। যেহেতু নর নারীর আগমন ধর্ম পালন করার জন্ন।।। ধর্মের উর্ধে কিছু নাই
।।।।
৩| ০২ রা মার্চ, ২০১৬ রাত ৩:০৭
এ্যড জাকির হোসেন বলেছেন: জনাব তালেব,
ধর্ম না থাকার কথা কে বলেছে? কোথায় বলা হয়েছে? দয়া করে আগে ভাল করে পড়ুন, বঝুন, তার পরে আলোচনায় আসুন।
৪| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৮:৩৩
বিজন রয় বলেছেন: ধর্ম।
৫| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:১৫
মোঃ তালেব বলেছেন: ১৯৪৭-এ দেশ ভাগ হয়েছে ধর্মের উপর
ভিত্তি করে। পূর্ব বাংলা বা পূর্ব
পাকিস্তানের সৃষ্টি হয়েছিলো শুধুই
মুসলমানদের জন্য, হিন্দুদের জন্য নয়। ১৯৭১
সালে বাংলাদেশ পাকিস্তান
থেকে পৃথক হয়েছিলো অধিকার
প্রতিষ্ঠান জন্য, জালেমদের থেকে
বাচার জন্য, হিন্দুদের পৃথক ভূমি অধিকার
দেওয়ার জন্য নয়। তাই সত্যি বলতে-
বাংলাদেশে হিন্দুদের থাকারও কোন
ভূমিগত বৈধতা নেই।।
যেহেতু ভারতবর্ষ ভাগ হইছে ধর্মের উপর ভিত্তি করে সেহেতু ৯৫% মুসলিম সংখাগরিষ্ট দেশে রাষ্ট্রধর্ম ইসলাম হওয়া স্বাভাবিক।। ভারতও যদি রাষ্ট্রধর্ম হিন্দু করে নো রং।।
আপনার এতো মাথা বথার কারন বুঝলাম না
৬| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:২০
মোঃ তালেব বলেছেন: ১৯৪৭-এ দেশ ভাগ হয়েছে ধর্মের উপর
ভিত্তি করে। পূর্ব বাংলা বা পূর্ব
পাকিস্তানের সৃষ্টি হয়েছিলো শুধুই
মুসলমানদের জন্য, হিন্দুদের জন্য নয়। ১৯৭১
সালে বাংলাদেশ পাকিস্তান
থেকে পৃথক হয়েছিলো অধিকার
প্রতিষ্ঠান জন্য, জালেমদের থেকে
বাচার জন্য, হিন্দুদের পৃথক ভূমি অধিকার
দেওয়ার জন্য নয়। তাই সত্যি বলতে-
বাংলাদেশে হিন্দুদের থাকারও কোন
ভূমিগত বৈধতা নেই।।
যেহেতু ভারতবর্ষ ভাগ হইছে ধর্মের উপর ভিত্তি করে সেহেতু ৯৫% মুসলিম সংখাগরিষ্ট দেশে রাষ্ট্রধর্ম ইসলাম হওয়া স্বাভাবিক।। ভারতও যদি রাষ্ট্রধর্ম হিন্দু করে নো রং।।
আপনার এতো মাথা বথার কারন বুঝলাম না
৭| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:২৫
মোঃ তালেব বলেছেন: গরু জবাই বন্ধের দাবিতে একটা পোষ্ট দিয়েন লেখক ভাই
৮| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:২১
এ্যড জাকির হোসেন বলেছেন: জনাব তালেব, আপনার সাথে ভারতীয় বিজেপি/শিবসেনার কোনই ব্যবধান নেই, আপনার কথা মতে ভারতেও কোন মুসলমান থকতে পারে না। আপনাদের মত উপ মানবেরাই মানব সভ্যতার জন্য বড় হুমকি।
৯| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:২৪
এ্যড জাকির হোসেন বলেছেন: জনাব তালেব রাষ্ট্রধর্ম যদি ইসলাম হয় তাহলে তামাম দুনিয়ার সকল মুসলমানই কি সেই দেশের নাগরিক হবে?
১০| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪১
এ্যড জাকির হোসেন বলেছেন: রাষ্ট্র একটি ভু-রাজনৈতিক সার্বভৌম ইহলৌকিক ধারণা। রাষ্ট্রের একটিই ধর্ম থাকবে তা হল জাতি বর্ন নির্বিশেষে সকল নাগরিকে সমান ভাবে দেখা। কোনও রাষ্ট্র যদি কোন একক পারলৌকিক বিশ্বাসকে আপন করে নেয় তাহলে সেখানে বৈষম্যরোধ করা সম্ভব নয়।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৬ রাত ১:৫৬
এ্যড জাকির হোসেন বলেছেন:
কার উপকার হয়েছে? সংবিধানের? রাষ্ট্রের? ধর্মের? সরকারের? নাকি জনগনের?
ঘৃণ্য, জঘণ্য ধর্ম কারবারীদের দল:-
ভারতে শিব সেনা-বিজেপি, বাংলাদেশে জামাত-শিবির, পাকিস্তানে সামরিক বাহীনি।