নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনাম দিয়ে কি হবে ?

আহারে মামুন

ভালো লাগে সারা বাংলাদেশ ঘুরে বেড়াতে, কোডিং করতে, ছবি আকতে, গিটার বাজাতে, মুভি দেখতে আর সময় পেলেই ব্যাট বল নিয়ে একটু আধটু ক্রিকেট খেলি ............... এই আর কি।

আহারে মামুন › বিস্তারিত পোস্টঃ

খাগড়াছড়ি হতে সাজেক

১৫ ই মে, ২০১৫ রাত ৮:৫৬

অনেক দিন ধরে ভাবছিলাম, কবে যে পাহাড়ে যাবো। সাগর আমাকে তেমন একটা টানে না, হয়তোবা পানির দেশের লোক বলেই। যত টান সব এই পাহাড়ের প্রতি। ছোট বেলায় চাকমাদের সাথে থেকেছি সেই থেকেই পাহাড় আর আদিবাসীদের প্রতি আমার মনের ছোট্ট একটি জায়গা তারা দখল করে আছে। এই পাহাড়ে যাবো বলে কতই না পরিকলনা করলাম কিন্তু শেসে গিয়ে দেখা যেত কোন না কোন কারনে ট্যুর ভেস্তে যেত। তাই এবার আদনান ভাই বলার পর মনে মনে বলে বললাম "দ্যুর ছাই, মানুষ আর পায় নাই, আমারে কইতাছে, আমি একটা কুফা। নির্ঘাত এই ট্যুরো মিস হইবো", না মিস হয় নাই, জীবনের স্মরণীয় কিছু মুহুত ছোট বড় সিঙ্গেল ডাবল সবাই মিলে কাটিয়ে আসলাম। এখন আমি বলতে পারি সারা বাংলাদেশ আমি ঘুরেছি, উপরওয়ালাকে এজন্য ধন্যবাদ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.