নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনাম দিয়ে কি হবে ?

আহারে মামুন

ভালো লাগে সারা বাংলাদেশ ঘুরে বেড়াতে, কোডিং করতে, ছবি আকতে, গিটার বাজাতে, মুভি দেখতে আর সময় পেলেই ব্যাট বল নিয়ে একটু আধটু ক্রিকেট খেলি ............... এই আর কি।

আহারে মামুন › বিস্তারিত পোস্টঃ

মাইক এবং ওয়াজ মাহফিল

৩১ শে মে, ২০১৫ সকাল ৯:১২

পদচারণায় মধ্যবর্তিতা অবলম্বন কর এবং***কন্ঠস্বর নীচু কর***। নিঃসন্দেহে গাধার স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর। [সুরা লুকমান: ১৯]
কিন্তু যারা ওয়াজ মাহফিল আয়োজন করে চিৎকার করে ধর্মের বানী শোনায়, শুনে তো মনে হয় ওখানে কোন ঝগড়া হচ্ছে। ধর্মের বানী শোনাতে হবে নর্ম ভদ্র ভাষায়।
একেতো চিৎকার করে কথা বলে, তার উপর আবার মাইক লাগায়। এরা চিন্তা করে না, কে অসুস্থ, কার পরীক্ষা আর কার ভালো লাগে আর কার লাগে না। জোর করে হলেও তারা তাদের কথা আমাদের শুনাবেই।

এ পর্যন্ত আমার এলাকায় যে কয়টা ওয়াজ মাহফিল হয়েছে তার প্রত্যেকটার মধ্যেই আমি ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য শুনেছি। অথচ কোরআন শরিফে স্পস্ট বলা আছে 'লাকুম দ্বীনুকুম অলিয়া দ্বীন'। অর্থাৎ যার যার ধর্ম তার তার কাছে।

সুতরাং কি বুঝলেন ? উপরের এই দুটি আয়াতের কোনটাই তারা মানে না। অতয়েব এই সব গাধাদের পিছনে নামাজ পড়তে আর ইচ্ছা করে না। পারলে এখন থেকে নিজের নামাজ নিজে আদায় করবো। অবশ্য নামাজ নিয়মিত পড়াও হয় না।

আমি যে সব মানি তা কিন্তু বলছি না, কিন্তু আমি কাউকে বিরক্ত করি না। এই পোস্ট যাদের ভালো লাগবে না, তাদের কাছে আমি আন্তরিক ভাবে দুঃখিত।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৫ সকাল ৯:১৭

আদম_ বলেছেন: লাই্কাইলাম।

২| ৩১ শে মে, ২০১৫ সকাল ১১:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: সালাত তো নিজেরটা নিজেরই আদায় করতে হয়! প্রেম যেমন একজনেরটা অন্যে করতে পারেনা হয় না.. সালাত তেমনি ইবাদত!

+++

প্রচলিত দলবেধে যা হচ্ছে তা লোকদেখানো কার্যফলহীন সামাজিক আনুষ্ঠানিকতা মাত্র!

যারা ক্ষেপে উঠেছেন তাদের অনুরোধ করবো- একটু- প্লিজ..
আচ্ছা এই জমায়েত যদি কার্যফল হীন নিষ্ফলাই না হবে- তবে কি কোরআনের আয়াত ভুল?

"ইন্নাস সালাতা তানহা আনিল ফাহসায়ে ওয়াল মুনকার"
সালাত সকল অশ্লীলতা এবং মন্দ কার্য থেকে মুক্ত রাখে!

সমাজে কি সেই চিত্রর প্রতিফল পাচ্ছেন? বাদ দেন সমাজ- সেই ব্যক্তি সমূহের আচরণে কি তার চিত্ররুপ পাচ্ছেন?
উত্তর না।
তাহলে যেহেতু কোরআনের আয়াত ভুল নয়- তাহলে সেই প্রচলিত সামাজিক আনুষ্ঠানিকতার কোথাও ভুল আছে। যা চিহ্ণিত করে শুদ্ধ করা প্রয়োজন। নিজের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, সত্যের প্রয়োজনে।

৩| ১০ ই জুন, ২০১৫ বিকাল ৫:১৫

কাল হিরা বলেছেন: ইহাই স্বাধীনতা !!!!!!!!!

৪| ১০ ই জুন, ২০১৫ বিকাল ৫:২৯

সাাজ্জাাদ বলেছেন: mic e namaj pora amio pocondo kori na.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.