![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালো লাগে সারা বাংলাদেশ ঘুরে বেড়াতে, কোডিং করতে, ছবি আকতে, গিটার বাজাতে, মুভি দেখতে আর সময় পেলেই ব্যাট বল নিয়ে একটু আধটু ক্রিকেট খেলি ............... এই আর কি।
১৯৯৪ সাল সবে মাত্র বার্ষিক পরীক্ষাটা শেষ হয়েছে, তার কিছু দিন পরে আব্বু আর আম্মুর সাথে শপিং করতে গেলাম। যাবার সময়ে গুলিস্থান হলের সামনে দেখলাম ইয়া বড় একটা সিনেমার বিলবোর্ড যাতে আর্নল্ড শোয়ার্জনেগার আলো আধারির মধ্যে একটা মোটর সাইকেলের উপর বসে আছে আর হাতে ধরে আছে একটা শর্ট গান। বিলবোর্ড দেইখা তো আমি দিওয়ানা। এই ছবি দেখা লাগবেই। সাহস করে তখন কিছু বলি নাই। বাসায় ফিরে আসার পর সাহস করে বায়না ধরলাম যে ঐ সিনেমাটা দেখাতে নিয়ে যেতে। মডারেট মুসলিম ফ্যামিলির সন্তান আমি, শুনে তারা কেমন জানি একটু নাক কুচকালো। যাই হোক পরে রাজি হয়ে গেলো। কিন্তু কে নিয়ে যাবে সিনেমা হলে ? এমন লোক তো কেউ নাই। ধরলাম ছোট কাকা কে পরে ছোট কাকা রাজি হয়ে যায়।
অবশেষে কাঙ্ক্ষিত সেই দিন এলো। পুরা দুই ঘণ্টা রুদ্ধ শ্বাসে দেখলাম টারমিনেটর-২।
আমার ছোট কাকা গ্রামের মানুষ। মাত্র ইন্টার শেষ করে তখন ঢাকায় আসছে পড়াশুনা করতে। তার কাছে টারমিনেটর-২ তেমন একটা ভালো লাগে নি। তাই ছবি শেষে হল থেকে বের হয়ে চলে এলাম অভিসার সিনেমা হলে আবার টিকেট কাটলাম। এবার দেখলাম রুবেল আর ইলিয়াস কাঞ্চনের "কমান্ডো" সিনেমাটি। সেইরাম কমেডি সিনেমা। হাসতে হাসাতে আমরা দুইজন তো শেষ।
আহা কি দিন গুলাই না ছিল। ছোটা কাকার কাছে গান আর হারমোনিয়াম শিখতাম আর সে যখন গান গাইতো তখন আমি তবলা নিয়ে তাল দেবার চেষ্টা করতাম। ।এখন আফসোস করি, কিন্তু আর কি হবে তার চেয়ে বরং গুন গুনিয়ে গান গাই ........................... মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে............
©somewhere in net ltd.