নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনাম দিয়ে কি হবে ?

আহারে মামুন

ভালো লাগে সারা বাংলাদেশ ঘুরে বেড়াতে, কোডিং করতে, ছবি আকতে, গিটার বাজাতে, মুভি দেখতে আর সময় পেলেই ব্যাট বল নিয়ে একটু আধটু ক্রিকেট খেলি ............... এই আর কি।

আহারে মামুন › বিস্তারিত পোস্টঃ

একজন ডিপ্লোমা প্রোগ্রামার এর বৃথা আস্ফালন

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫

মনের কিছু দুখের কথা বলি, কেননা গত কাল ছিল Happy Programmers Day

একদা এক মামা আমাদের বাসায় আসিয়া বলিল, ভগিনি পুত্র বর্তমানে কি করিতেছো।
আমি বলিলাম মামা বর্তমানে প্রোগ্রামিং এর উপর কোর্স করিতেছি।
তিনি বলিলেন, প্রোগ্রামিং কিভাবে করে, তাহা করিয়া দেখাও, আমি তাকে কিছু if আর else কন্ডিশনের কাজ করিয়া দেখাইলাম।
পরিশেষে উনি বলিলেন ও এতক্ষণ তো তুমি টাইপ করে দেখালে ............ তার মানে তুমি টাইপিইং শিখিতেছো। টাইপিস্টদের ভবিষ্যৎ উজ্জ্বল নহে।
আমি সিএসসি করা প্রোগ্রামার নই, তবে এর উপরে তিনটি ডিপ্লোমা কোর্স করা আছে। কি করি তা কেউ জিজ্ঞাস করলে উত্তর দেই, পেশায় একজন প্রোগ্রামার......... শুনে তারা মাথা দুলিয়ে বলে "তুই তো কম্পিউটার সাইন্সের স্টুডেন্ট না, তাইলে কেমনে প্রোগ্রামার হইলি" ?
এর উত্তর আমার জানা নাই ............ এই কথা শুনার পর মাথা নিচু করে চলে আসি। সিএসসি না করে প্রোগ্রামার হইছি, বিরাট অন্যায় করে ফেলছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.