![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালো লাগে সারা বাংলাদেশ ঘুরে বেড়াতে, কোডিং করতে, ছবি আকতে, গিটার বাজাতে, মুভি দেখতে আর সময় পেলেই ব্যাট বল নিয়ে একটু আধটু ক্রিকেট খেলি ............... এই আর কি।
অনেক দিন আগের কথা। তখন পড়ি ক্লাস সিক্সে। বাপের কোলের উপর বইসা BTV তে মাদার তেরেসার শেষকৃত্ত দেখতেছিলাম। মাথায় হটাত প্রশ্ন আইলো, "আব্বা আব্বা মাদার তেরেসা কি জান্নাতে যাইবো না" ? আব্বার সাফ জবাব, মুসলমান না হইলে জান্নাত পায়ন যায় না। আমিও কইলাম এইডা ক্যামন কথা কইলা ? এতো এতো ভালো কাম কইরাও যদি জান্নাতে না যাইতে পারে...... তাইলে ক্যামনে কি? আব্বা কইল ক্যা তুই কাইল হুনস নাই জুম্মায় হুজুরে কি কইছে ? কইছে যে মুসলমান হইলে যত বড়ই পাপিস্ট হোক না কেন, এক দিন না এক দিন ঠিকই জান্নাতে যাইব। শুইনা আমি কইলাম তোমার হুজুরের গুষ্টিডারে কিলাই ?
জীবনের প্রথম সেদিন বাপের কাছে শুনলাম, আমি নাকি নাস্তিক !!!
আর একদিনের কথা, বাপে নামাজ পরতাছে আর আমি পাশেই শুইয়া আছি, হটাত বাপে রুকু দেবার পর নামাজ ছাইড়া দিলো। জিগাইলাম কি হইছে আব্বা ? বাপে কইল বাতাস বাহির হইছে, অজুদাও নষ্ট হয়ে গেছে, যাই গিয়া আবার অজু কইরা আসি।
দেখলাম বাপে অজু করতে গেল, ভাবতে ভাবতে এর মইধ্যে বাপে অজু শেষ কইরা আবার নামাজে দাড়ানের জন্য প্রস্তুতি নিতাছে। আমি জিগাইলাম কি অজু হইছে ? বাপে কইল "হ"
আমি কইলাম ক্যামনে ? বাতাস বাইরালো পিছন দিয়া। অজু কইরা তো খালি হাত, পা, মুখ আর মাথা পরিষ্কার কইরা আইছো, কিন্তু যেইখান দিয়া বাতাস বাহির হইছে ওইখানে তো পানি দিয়া পরিষ্কার করো নাই। এমন কি ওই নিয়মও ডাও নাই। তাইলে অজুদা ভাঙ্গল কোন সময়ে আবার ফিরা আইল কোন সময়ে ? জবাব দাও দেহি। আর গ্যাস্ট্রিকের রোগীরা তো সারা দিন ছাড়তেই থাকে, হেরা কি নামাজ পরবো না খালি একটু একটু পরপর নামাজ ভাইজ্ঞা ওজু করবো ?
বাপে কইল তুই সামনে দিয়া সর।
পাদটীকাঃ Yes I Believe in God.......But I Still Looking Him
ব্যাখাঃ ১৪০০ বছর আগে খাওন দাওনে ভেজাল ছিল না যার কারনে গ্যাস্ট্রিকের মতো আজাইরা রোগ হইত না, থাকলে ঠিকই নবীজি (সঃ) মাসলা দিয়া যাইত। আমরা মুসলমানেরা সেই ১৪০০ বছর আগেই রইয়া গেছি। নতুনরে বরন করতে আমগো মেলা ডর। এমন না যে আপডেট করন যাইব না, আপডেট করার জন্য "ইজমা কিয়াস" নামক একটা সিস্টেম দিয়া গেছে। কিন্তু ওইখানে কেউ হাত দিলে নানা মুনির নানাণ মত বাহির হইয়া আসে, তখন কোনটা রেখে কোনটা দেখি?
১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৮
আহারে মামুন বলেছেন: যাদের হাতে দলীল কম, তারা গালি দেয় বেশী
২| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: সমস্যা ১৪০০ বছরের আগে পরের না। সমস্যা হইল জ্ঞানের। বোধের ! অনুভবের, দৃষ্টি ভঙ্গির!
আমার চেতনাই যখন আধেক গ্লাস খালি বা নেগেটিভ আমি তার সবকিছূতেই খারাপই পাব
আবার চেতনা যখন আধেক গ্লাস পূর্ণ বা পজিটিভ আমি ভালটুকুই খুজে নিব..
আপনি প্রথম যেটুকু বল্লেন মাদার তেরেসার বিষয়ে- আপনার বাবা না হয় না জেনে হুজুরের কথায় শুনে যেটুকু বুঝেছেন তাই বলেছেন! আপনি কি এর পর কোরআন হাতে নিয়েছেন। অর্থ সহ পড়েছেন। পড়েন নি। অথচ ঠাস কইরা বইলা ফেললেন আপগ্রেডেশন হয় নাই ব্লা ব্লা ব্লা!
আসলে আপনি নিজেই আপগ্রেডেড হন নাই। সঠিক জিনিষ সঠিক স্থানে না খুজে চিক্কুর মারলেন ১৪০০ বছর আগে পরের ইস্যুতে!
বাতাস ত্যাগের যে বিষয় এটা আপাত হাসির হলেও জ্ঞানের অংশ টুকু মৌলিক। বলুন আপনি কি এর পর পবিত্রতা কি? কিভাবে অর্জিত হয় সেই বিষয়ে খুঁজেছেন? খোঁজেন নি।
খুঁজলে উত্তর পেয়ে যেতেন।
তাই নবীজির প্রতি আল্লাহর প্রথম বানীই মুক্তির পথ। ইক্বরা! পাঠ কর, অধ্যয়ন কর, গবেষনা কর, ধ্যান কর, অন্বেষন কর, অনুসন্ধান কর!! বিসমি রাব্বাকাল্লাজি খালাক।
তার নামে যিনি তোমাকে সৃজন করেছেন।
খুঁজে দেখুন। নিশ্চিত সত্য পেয়ে যাবেন। নিজেও বিভ্রান্ত হবেন না অন্যকেও করবেন না। ভাল থাকুন।
১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৮
আহারে মামুন বলেছেন: যাদের হাতে দলীল কম, তারা গালি দেয় বেশী
৩| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৯
হাসান মাহবুব বলেছেন: প্রথম প্রশ্নটা একদম বেসিক
৪| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২১
নয়ন01 বলেছেন: সব কিছুর আগে বিশ্বাস স্থাপন করতে হবে তারপর সে কি করলো না করলো ।
ধরুন আপনি একটি মেয়েকে ভালোবাসেন । ২ পরিবার থেকে মত ও আছে। কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়েই ঘর সংসার শুরু করলো। সমাজ বা পরিবার কি মেনে নিবে ? আশা করি বুঝবার পারছেন
৫| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৩
দরবেশমুসাফির বলেছেন: Yes I Believe in God.......But I Still Looking Him
আপনি কুরআন শরীফ এর বাংলা অনুবাদ পড়লে আশা করি আপনার সংকোচ কেটে যাবে।
১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৬
আহারে মামুন বলেছেন: পড়া আছে রে ভাই
৬| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪২
৩ তারকা বলেছেন: খুঁজলে উত্তর পেয়ে যেতেন।
খুঁজে দেখুন। নিশ্চিত সত্য পেয়ে যাবেন। নিজেও বিভ্রান্ত হবেন না অন্যকেও করবেন না। ভাল থাকুন।
৭| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৪
৮৩১আবীর১৯৮৩ বলেছেন: প্রথম প্রশ্ন: কেউ কর্মজীবনে অত্যন্ত ভাল হয়েও জান্নাতে যাবে না আর কেউ অত্যন্ত খারাপ হয়েও জান্নাতে যাবে কেন ?
উত্তর : যেমন ধরুন কোন নাগরিক বহু কল্যানকর কাজ করছে কিন্তু যে দেশের নাগরিক সে দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তখন তাকে শাস্তি দেয়ার অধিকার রাষ্ট্র রাখে। যেহেতু জান্নাত জাহান্নামের মালিক সেখানে যাওয়ার জন্য তার নির্ধারিত বিষয় সমূহ বিশ্বাস করতে বলেছেন মানে শর্ত আরোপ করেছেন সেহতু সে শর্তপূরন করেই সেখানে যেতে হবে। বাকি অন্যায় অপকর্মের বিষয় হল তাকে সে অপকর্ম পরিমান শাস্তি প্রদান করা হবে। অথবা তার পক্ষ থেকে ক্ষতিপূরন প্রদান করে মার্জনা করা হবে।
িদ্বিতীয় প্রশ্ন : অজু সম্পর্কিত।
উত্তর : অজু একটি বিধান, কারো ইচ্ছা পূরনের বিধান। এতএব যিনি ওজুর বিধান দিয়েছেন তিনিই কিভাবে তা বাতিল হবে তার বিধান দিয়েছেন, এটা তার ইচ্ছা পূরন। এতএব কারো ইচ্ছা পূরনে লজিক না হলেও চলে । আর আমারা এ কথা মেনেই তার ইবাদত করি যে তিনি সমস্ত জ্ঞানের মালিক। এতএব যা আমাদের কাছে যুক্তিযুক্ত নয় তা প্রকৃতপক্ষে যুক্তিযুক্ত, আমাদের জ্ঞানের স্বল্পতার কারনে আমরা বুঝতে পারি না।
এটা তো ভদ্র জবাব , এক লোক একবার অভদ্র জবাবও দিয়েছিল। সে বলেছিল যে স্থান দিয়ে তুমি বেরিয়ে এসে জগত দেখলে সেখানে সামান্য একটা অঙ্গ (দুষ্ট লোকরো নুনু বলে ) প্রবেশ করালে সমস্যা কি? কোন যুক্তি আছে ?
৮| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৬
আবু মুছা আল আজাদ বলেছেন: তোমার বাবা কি করছে সেটা বলছো? তুমি কি করলা সেটা দেখাও তোমার বাতাস বের হল নাকি শেষ কৃত্যতে আশির্বাদ বর্ষন হল সেটা ভাবার আগে তুামি একটা ফাদার তেরেসা হলেই তো হয়
১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৮
আহারে মামুন বলেছেন: যাদের হাতে দলীল কম, তারা গালি দেয় বেশ
৯| ১২ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বিদ্রোহী ভৃগু আপনাকে সুন্দর জবাব দিয়ে গেছেন, তাই আর সময় নষ্ট করলাম না।
আল্লাহ আমাদের সবাইকে সহীহ বুঝ দান করুন, আমিন।
১০| ১২ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
সজিব হাওলাদার বলেছেন: আল্লাহ আপাকে যেন হেদায়াত দান করেন।
১১| ১২ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭
স্বপ্নবাজ তরী বলেছেন: আগে নিজে ভালো করে জানুন। তারপর লিখবেন। কারণ এখানে অনেক মতাদর্শের মানুষ আছে। আর নিজের জ্ঞানের স্বল্পতা, অন্যের উপর চাপিয়ে দিবেন না। কেন মাদার তেরেসা বেহেস্তে যাবে না? এই প্রশ্ন করার আগে জানুন, বেহেস্তে যেতে হলে কি লাগবে? অজু কিভাবে ভাঙ্গে? তা জানার আগে জানুন, অজু কি, কেন করতে হয়? তাহলে এই সব গাজাখুরি লিখে নিজেকে সবার থেকে আলাদা, অথবা মুর্খ প্রমান কররার প্রয়োজন হয় না।
নিজেও বিভ্রান্ত হবেন না অন্যকেও করবেন না। ভাল
থাকুন।
১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৯
আহারে মামুন বলেছেন: যাদের হাতে দলীল কম, তারা গালি দেয় বেশী
১২| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৬
মাসূদ রানা বলেছেন: খাইছে ! আপনে তো দুটা খউব গুরুত্বপূর্ন প্রশ্ন সুধাইছেন জনাব
আজ থেকে প্রায় ১২ বছর পূর্বে ১২/১৩ বছরের দুটা বাচ্চা সেম প্রশ্ন নিয়া আইছিল আমার কাছে
দেখেন, আপনে জিজ্ঞাসা করেছেন -< মাদার তেরেসা ভালো কাজ করেও জাহান্নামী হবে কেন ?
উ : কারন, আল্লাহ পাক প্রতিটা মানুষকে তার কৃত কাজের যথাযথ বদলা দেন, কমও নয় বেশীও নয় । কোন অবিচার নাই।
আর তাই মহান আল্লাহ পাক মাদার তেরেসাকে তার কৃত ভালো কাজগুলার জন্য দুনিয়াতেই যশ ক্ষ্যাতি আর্থিক সাচ্ছন্দ দিয়া তার পাওনা দিয়া দিছেন তার আর কোন পাওনা তার অপকর্মের ফল দিবেন পরকালে । সেইটা বিচার স্বাপেক্ষ ।
আশা করি বোঝাতে পেরেছি ।
আবার জিজ্ঞাসা করেছেন : পিছন দিয়া বাতাস বাইর হইলে কেমনে কি ?
উ : পিছন দিয়া বাতাস বাইর হইলে মানসিক পবিত্রতা বিনষ্ট হয় । আর মানসিক পবিত্রতা, পবিত্রতা অর্জনের একটা গুরুত্বপূর্ন অংশ। তাই মানসিক পবিত্রতা পূন: স্থাপনের জন্য পূনরায় অজু করা ফরজ।
ধন্যবাদ ।
১৩| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৭
শাহিবযাদা সোহান বলেছেন: কিরে ভাউ নিজেকে নাস্তিক দাবী করতাছস মানলাম কিন্তু নাস্তিক রা এতো টা মূর্খ নয় আফনার মতো,আফনার সাধারণ জ্ঞানইই নাই খুব হাসি পাইতাছে লেখা গুলো দেখে,
১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০০
আহারে মামুন বলেছেন: যাদের হাতে দলীল কম, তারা গালি দেয় বেশী
১৪| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৪
মোঃনাজমুল হাসান বলেছেন: এই রকম সিম্পল ম্যাটারে কেউ নাস্তিক হয়ে যায় না।নাস্তিক সেই, যার আল্লাহর উপর আস্থা বা বিশ্বাস নেই।মুসলমান ঘরে জন্ম,নাস্তিক হই কি করে বলো।
১৫| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫১
হানিফঢাকা বলেছেন: Indeed, those who believed and those who became Jews and the Christians and the Sabians - who believed in Allah and the Day [the] Last and did righteous deeds, so for them (is) their with their Lord and no fear on them and not they will grieve. (2:62)
Indeed, those who believed and those who became Jews and the Sabians and the Christians, whoever believed in Allah and the Last Day and did good deeds, then no fear on them and not they will grieve. (5:69)
১৬| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৮
চন্দ্রপ্রেমিক বলেছেন: সত্যান্বেষী হোন। পেয়ে যাবেন। ক্লু খুঁজুন নিয়মতান্ত্রিক ভাবে। সত্য আপনা থেকেই বেরিয়ে আসবে। ধন্যবাদ।
১৭| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৩
রূপক বিধৌত সাধু বলেছেন: কেউ মুসলমান না হয়ে মৃত্যু বরণ করলে জান্নাতে যেতে পারবে না, তা সে যতই পুণ্যবান হোক । কোরঅান তাই বলে । চলুন দলে দলে মুসলমান হই, তাহলে জান্নাতবাসী হতে পারবো, ৭২টা হুর পাবো । সেখানে থাকবে সুখ অার সুখ ।
১৮| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৪
প্রামানিক বলেছেন: হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান যেই ধর্মের লোক হোক না কেন যদি সে জান্নাতে যাওয়ার মত কাজ করে থাকে অবশ্যই সে জান্নাতে যাবে। সব কিছু নির্ভর করে আল্লাহর উপর।
১৯| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: যার বলা মতো যুক্তি পূর্ন কিছু নাই এবং তথ্যের বিপরীতে তথ্য দিতে পারে না... খালি ক্যাচালের জন্যই পোষ্টায় তারাই বুজি এক উত্তরই সবারে দেয়
লেখক বলেছেন: যাদের হাতে দলীল কম, তারা গালি দেয় বেশী !
সবারে একই লাইন কপি পেষ্ট করে দিচ্ছে! সবার প্রশ্নওতো এক নয়। বলার বিষয়ও এক নয়? কেমনে কি?
২০| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৫
গোধুলী রঙ বলেছেন: যে জান্নাত জাহান্নামে বিশ্বাসই করে না, তার আবার এইসব চিন্তা করার কি দরকার। আপনি যদি বিশ্বাসই না করেন পড়াশুনা করলে ভালো মানুষ হওয়া যায়, তাহলে আপনার পড়াশুনার দরকার কি?
আপনি কি জান্নাত জাহান্নাম তথা পরকালে বিশ্বাস করেন? যদি না করেন তবে এইগুলা নিয়া ক্যাচাল করে লাভ নাই, যার যা বিশ্বাস তাই নিয়া থাকতে দেন। আর যদি বিশ্বাস করেন তবে কুরান বুঝে পড়া শুরু করেন, পারলে আরবি শিখে।
বিশ্বাসের মূল্য দিতে সহজ কোন রাস্তা নাই, এর পিছনে কষ্ট করতেই হবে।
মাদার তেরেসা জান্নাতে যাবে কি যাবে না সেটা আপনার জানার, চিন্তার, অভিজ্ঞতার বাইরে, সেটা ডিসাইড করবেন মাদার তেরেসার সৃষ্টিকর্তা। আপনার আপাতত এইটা নিয়া মাথা না ঘামালেও চলবে।
২১| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন: অল্প বিদ্যা ভয়ংকরী!
কথাটা শুনে থাকবেন হয়তো।
সুতরাং ইদুর ধরার মন্ত্র নিয়ে
সাপ ধরতে যাওয়া বোকামী!!
বেঘোরে প্রাণটা হারাবার কোন
মানে হয় ?
২২| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৮
আহলান বলেছেন: হেহে ..... আর যার কাছে দলিল বলতে কিছুই নাই, সে বকে বেশী ...যেমন আপনি ....
আপনে তো কোনটা গালী আর কোনটা তালি তাইই বুঝেন না .... আপনেরে গালি দিলো কে? কেউ না ...তার আগেই কান্নাকাটি শুরু করলেন .... ....
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৮
আহলান বলেছেন: নয়া আরজ আলী মাতুব্বারের আমদানী হইলো নাকি !