নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্যা ব্যাকডেটেড

দ্যা ব্যাকডেটেড

আমি আমার মত। আমার আমি , সবার মাঝে সুন্দর জীবন গড়তে চাই

দ্যা ব্যাকডেটেড › বিস্তারিত পোস্টঃ

আজব দুনিয়ায় , গজবীয় যত কার্যকলাপ .....

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২২

গেল ...গেল , ফেসবুক জেনারেশন বুঝি রসাতলেই গেল।
ফেসবুকের কিছু পোস্ট পর্যালোচনা করে এদের লাগাম টেনে ধরার ক্ষুদ্র প্রচেষ্টায় কিছু লেখা।

পোষ্ট ১ : কিছুদিন আগে ফিফার ব্যালন ডিওর পুরস্কার মেসি জেতার পর; এক মেসি ভক্তের প্রতিক্রিয়া -""মেসিকে আমি কত ভালোবাসি তা বলে বুঝাতে পারবোনা। তবে মেসি যদি পায়খানা করে আমাকে খেতে বলে তবে আমি পায়েস ভেবে খেয়ে নেব। "" (নাউজুবিল্লাহ )

থেরাপি : এই ক্যাটাগরির ভক্তদের কি
মানুষ বলা যায়? ?? এই পোলাতো
কুত্তার চেয়েও অধম। কুত্তাও তো
নিরুপায় হইয়া ময়লা খায়। আর এই
খবিশতো .....

পোষ্ট ২ : কোন এক মেয়ে তার নির্লজ্জতা আর বেহায়াপনার অভিজ্ঞতা শেয়ার করলো এভাবে -
"হ্যাপিনেস মিনস , লাইফে bf এর সাথে ফাস্ট সেক্স করলাম but টায়ার্ড হই নাই। "

থেরাপি : আরে খবিশ! !! তুই কোন ডাস্টবিনের আবর্জনা সেটা সবাইকে জানানোর কি দরকার? ???

পোস্ট ৩ : আমার ফ্রেন্ডলিস্টেরই কেউ একজন একটা ছবি শেয়ার করছিলো , গত শুক্রবারের জুমুয়ার জামাতের একটা
কাতার রুকুতে আর তার পিছনের কাতার থেকে একজন সেলফি তুলে.আপলোড করে zumma mubarak.

থেরাপি : আরে নির্বোধের দল , লাইফে লাইক ,কমেন্ট আর শেয়ারই সবনা। একটু বুঝার চেষ্টা কর । মসজিদে যেতে হয় আল্লাহর লাইক পাওয়ার জন্য ,দুনিয়ার কারও নয়। তাই আগে মসজিদের আদব আর নামাজের গুরুত্বটা বোঝার
চেষ্টা কর। তারপর না হয় বলিস জুম্মা মোবারাক ।

আর ইনবক্সে লাইক , কমেন্ট ভিখারীর কথা না হয় বাদই দিলাম।

বি : দ্র : আপনার ফ্রেন্ডলিস্টে এরকম
ক্যাটাগরির কেউ থাকলে ইনবক্সে
বোঝাতে পারেন , না বুঝলে তাদেরকে
সাধ্যের মধ্যে ইচ্চেমত পচিঁয়ে দিন। আর বেশি বুঝলে ব্লক লিস্ট বলে একটা কারাগারতো আছেই।

আল্লাহ পাক আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন। -আমিন

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৮

অগ্নি কল্লোল বলেছেন: চরম গুরু।।সালাম তোমায়।তোমার দৃষ্টির তুলটা হয়না।অনেক মজা পেলাম,শিখলাম,অনুভব করলাম।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৬

দ্যা ব্যাকডেটেড বলেছেন: আপনার মন্তব্যে ,প্রীত হইলাম, ধন্যবাদ আপনাকে।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২০

অগ্নি কল্লোল বলেছেন: এই কুত্তাদের বোঝাবেটা কে।মানুষ যে এত নিচে নামতে পারে।আপনার লেখা পড়ার আগে জানা ছিলনা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫

দ্যা ব্যাকডেটেড বলেছেন: টিপ্পনী কাটলেন কি?????? নাকি আসলেই এমনটা এর আগে উপলব্দি করেন নাই।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৫

আরণ্যক রাখাল বলেছেন: মামা, ফেসবুক আপনার জায়গা নাহ। ছেড়ে দেন ফেসবুকিং।
হ্যাপিনেস ইজ, আপনি ফেসবুকিং ছেড়ে দিলেও ফেসবুকের ফেস ঠিক থাকবে, বুকেও ব্যাথা হবে না।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৩

দ্যা ব্যাকডেটেড বলেছেন: প্রিয় ভাগিনা , আপনার গুরুত্‌বপূর্ণ পরামর্শের জন্য ধন্যবাদ, ভেবে দেখবো ব্যাপারটা, আসলেইতো শেয়াল এর সংখ্যা বেশি হলে মুরগি না পালাই উত্তম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.