নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্যা ব্যাকডেটেড

দ্যা ব্যাকডেটেড

আমি আমার মত। আমার আমি , সবার মাঝে সুন্দর জীবন গড়তে চাই

দ্যা ব্যাকডেটেড › বিস্তারিত পোস্টঃ

এ কেমন মা? ??

০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৩:১৫

প্রসঙ্গে বনশ্রীতে নারকীয় হত্যাকাণ্ড -
"মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি"
কথাটি সেকেলে হলেও চিরন্তন সত্য। আর মূত্রমনাসহ তথাকথিত আধুনিক সমাজ ও গাফেলরা এই কথাটির অন্তর্নিহিত অর্থ না বুঝে বিকৃত মস্তিষ্কে যেসব কর্মকান্ড করে তার নিকৃষ্টতম উদাহরণ হলো - রাজধানীর বনশ্রীতে মায়ের হাতে দুই সন্তান খুন। উনি এমনই মা; যিনি সন্তানের ভবিষ্যৎ চিন্তা করতে গিয়ে বর্তমানেই সন্তানদের কবরে শুইয়ে দিলেন। আরে ঐ নির্বোধ মা শুন - আল্লাহ কার রিযিক কোথায় ?? কিভাবে লিখে রেখেছেন তা আমরা কেউই জানিনা। তবে এই বিশ্ব ভ্রম্মান্ডে আল্লাহ সুবহানাতায়ালা সকল
প্রানীর রিযিকের ব্যবস্থাই করে রেখেছেন । ইসলামী ইতিহাস বলে,
একবার সুলাইমান (আ:) সকল প্রাণীকে এক বেলা খাওয়াবে বলে ৬ মাস ধরে খানার এন্তেজাম করেন। পরিশেষে তিনি সামুদ্রিক একটা তিমির ২য় লোকমার খাবারও দিতে পারেন নাই। একথার অর্থ এটাই; আমাদের রিযিকের মালিক একমাত্র আল্লাহ , তিনি ছাড়া কেউই আমাদের রিযিকের জিম্মাদার হতে
পারে না। হ্যাঁ , আমাদেরকে আল্লাহ ঘরে এনে খাবার দিবেননা , আমাদেরকে আল্লাহর উপর পূর্ন আস্থা রেখে রিযিকের তালাশ করতে হবে। আল্লাহ আমাদের রিযিকের ব্যবস্থা ঠিকই করে রেখেছেন। রিযিকের (ভবিষ্যতের ) চিন্তায় সন্তানদের খুন করতে হবেনা। আমাদের প্রয়োজন কেবল আল্লাহর ইবাদাত বন্দেগী
করা আর সবরকম পরিস্থিতিতে সবর করে যাওয়া। নিশ্চয়ই সবরের ফল অতিমিষ্ট।
তাই , রাজধানীর বনশ্রীর নিকৃষ্ট ঘটনায় তীব্র নিন্দা জানাই।
আল্লাহ আমাদের সকলকে সহীহ বুঝ দান করুন - আমিন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৩:১৯

বিজন রয় বলেছেন: খারাপ মা।

০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৯

দ্যা ব্যাকডেটেড বলেছেন: Yes, She is .......................

২| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:৫২

প্রতিবাদী ডাঃ আবদু সালাম বলেছেন: তুলনা দিয়ে সুন্দর বুঝিয়ে দিয়েছেন। ধন্যবাদ। হতভাগা মা।

০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১০

দ্যা ব্যাকডেটেড বলেছেন: WC

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.