নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীরু, লোভী, বর্বর, অসভ্য, নির্গুণ, কৃপণ, অশ্লীল, রগচটা, স্বার্থপর, বেআদব, প্রতারক, দুরাচারী, অকৃতজ্ঞ,স্বার্থাণ্বেষী,পরনিন্দুক, মিথ্যাবাদী, উচ্চাভিলাষী, ইঁচড়ে পাকা, অসামাজিক, অবমূল্যায়নকারী ও ভাল মানুষের ভান ধরা আদ্যোপান্ত একটি খারাপ ছেলে...

মিহাল রাহওয়ান

মাঝে মাঝে কিছু কিছু অনুভূতি অব্যক্ত থাকে। কারন এই অনুভূতিগুলো প্রকাশের ভঙ্গি আমাদের জানা নেই। এই অনুভূতিগুলো সারাজীবন অপ্রকাশিতই থেকে যায়!!!

মিহাল রাহওয়ান › বিস্তারিত পোস্টঃ

অতৃপ্ত

১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৪

ওই যে পাড়ার মোড়ের বাড়িটায় যে ব্যাচেলর লোকটা মেসে উঠেছে! হ্যাঁ ও ই আধভাঙা সাইকেল চালায় যে! সেদিন চায়ের দোকানে বসে বলছিলো তার কথা, তার নিজের কথা। সে নাকি চেয়েছিল বড় হয়ে এমন কোনো ভালো কাজ করবে যাতে সব খবরের কাগজে তার কথা লেখা হবে, তার ছবি ছাপা হবে, সমস্ত খবরের কাগজ তার পেছন পেছন ছুটবে। সব ঠিকঠাক চলছিলো...

আসসালাতু খাইরুম মিনান নাউম...
মুয়াজ্জিনের আযান শুনেই ঝট করে উঠে বসে লোকটা। ঘন্টা দুয়েক পর তাকে ঝরঝরে সাইকেলটায় এক পায়ে প্যাডেল দিতে দেখা যায়। প্রতিদিনের মতো আজও লোকটার পেছন পেছন ছুটছে সমস্ত খবরের কাগজ, কিন্তু সেসব কাগজে লেখা নেই তার কথা কিংবা ছাপা হয়নি কোনো ছবি। শৈশবের ইচ্ছেটা পূরণ হয়েছে ঠিকই, কিন্তু একটু অন্যভাবে....

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুরুর আগেই শেষ!!!!!!!!

মুরগীর অনেক স্বপ্ন টেবিলে উঠবে। অবশেষে একদিন উঠল তবে রোস্ট হয়ের মতো,

+++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.