![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে কিছু কিছু অনুভূতি অব্যক্ত থাকে। কারন এই অনুভূতিগুলো প্রকাশের ভঙ্গি আমাদের জানা নেই। এই অনুভূতিগুলো সারাজীবন অপ্রকাশিতই থেকে যায়!!!
মন খারাপ হলে খুব খেতে ইচ্ছে করে ছেলেটার। ইচ্ছে
করে ফাইভ স্টার না হলেও অন্তত টাইলস করা হোটেলটায়
বসে গ্রিলড চিকেন আর নান রুটির সাথে গলা ভেজাবে
কোল্ড ড্রিংকসে। চামড়া ওঠা মানিব্যাগটায় এক নজর চোখ
বুলিয়েই বুঝে নেয় মাসের অর্ধেকটা পার করে ফেলেছে। এখন খেতে বসলে পরের মাসের শুরুর কয়েকদিন মেসের মিল বন্ধ রাখতে হবে। প্রাইভেট পড়িয়ে যা পায় তা দিয়ে'বিলাসিতা' করাটা তার সাজে না। ল্যাম্পপোস্টের
হলুদ আলোয় ছাই রঙা কুকুরটার পাশে বসে ছেলেটা নখ
কামড়ায়। পরের মাসে শ'দুয়েক টাকা বাড়িয়ে দিতে অনুরোধ করবে ছাত্রের বাবাকে, মাসে অন্তত একবার গ্রিলড চিকেন খাওয়ার জন্য হলেও....
©somewhere in net ltd.