নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে কিছু কিছু অনুভূতি অব্যক্ত থাকে। কারন এই অনুভূতিগুলো প্রকাশের ভঙ্গি আমাদের জানা নেই। এই অনুভূতিগুলো সারাজীবন অপ্রকাশিতই থেকে যায়!!!
কিছুক্ষণ আগে বাসে দুইটা ছেলেকে লক্ষ্য করছিলাম সেলফির নাম করে সামনে বসা একটা মেয়ের ছবি তুলছিলো আর জুম করে হাসাহাসি করছে।
একটু পর আবার ছবি তুলতে গেলে বাধা দিয়ে ফোনটা নিয়ে নিলাম, মেয়েটাকে বললাম 'এরা লুকিয়ে আপনার ছবি তুলছে।'
সাথে সাথে মেয়েটার রাগে লাল হয়ে গেলো! কড়া গলায় বলে, 'ওরা ছবি তুলছে আমার। কিছু হলে আমি বুঝবো। আপনার এতো চুলকানি কিসের? মেয়ে দেখলেই সাধু সাজো? যত্তোসব...'
কলাবাগানের ভাড়া দিসিলাম। কোনোমতে ফোনটা ছেলেটার হাতে গুঁজে দিয়ে শ্যামলীতেই নেমে গেলাম। উফ! পাবলিকের মার থেকে একটুর জন্য বেঁচে গেছি..
০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৯
মিহাল রাহওয়ান বলেছেন: 'হিরোগিরি' ফলানো কি না জানি না, তবে ব্যপারটা যেহেতু মেয়েটাকে কেন্দ্র করে হচ্ছিলো তাই প্রথমে তাকে জানানোটাই উচিত বলে মনে করেছিলাম। ভাগ্যিস আগেই ছেলেগুলোর সাথে ক্যাচাল করি নি, তাহলে নিশ্চিত হাসপাতাল ঘুরে বাসায় পৌঁছাতে হতো।
ঘটনাটা হবার পর বেশ কিছুক্ষণ থ মেরে ছিলাম। ভাবছিলাম পাশ থেকে 'কেউ প্র্যাংক ছিলো, ঐ যে ক্যামেরা' বলে উঠবে। কিন্তু কি হলো এটা...
২| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি রং নাম্বারে ডায়াল করেছেন।
৩| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: দিন বদলে গেছে। এখন বিপরীতে হিত হবে।
৪| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৪
শাহ আজিজ বলেছেন: "আমার ওড়না পেচাইলে আপ্নের কি ? নিজের রাস্তা দেখেন"
হতভম্ব আমি ।
রাতের ঢাকা । আমার রিক্সাওয়ালা এবার মুখ খুলল " ওড়না পেচাইয়া চিত হইয়া পড়ুক , স্যার এগোরে আর সাবধান করবেন না " ।
---------------------------------
রাতের শহর । আঁধারে দূর থেকে দেখা গেল একটা লোক একটি মেয়েকে হাত টেনে নিয়ে দেওয়ালের ভিতরে গায়েব হয়ে গেল। আমাদের একজন বলল চল মনে হইতাছে রেপ কেস। দেওয়ালের অন্ধকারে ততক্ষনে কর্মসূচী শুরুর পথে, লোকটাকে আমরা ইট মেরে চিৎকার করে শালা ইজ্জত লুট করতাছস শালা। লোকটা প্যান্ট না লাগিয়েই ভোঁ দৌড় । মেয়েটা এবার আমাদের গালিগালাজ করা শুরু করল হালার পুতেরা এক পিস গাহাক পাইছিলাম তাও তগো বদমাইশিতে গেলগা, রাইতে ভাত খাওনের পয়সা দে"
সরে পড়লাম দ্রুত ।
০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৩
মিহাল রাহওয়ান বলেছেন: হা হা হা !
এমন রিএ্যাকশন পেতে থাকলে অচিরেই ফেসবুক নারীদের হয়রানি করার পোস্টে ভরে যাবে।
৫| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পুরুষদের যদি সততা দরকার না হয় তবে নারীদের সতীত্বের কেন দরকার?
নারীরাও পুরুষদের মত যেভাবে খুশি তার যৌণাঙ্গ বিলাতে পারবে,
কথাটি বলেছিলেন-
ড. আহমদ শরীফ
৬| ০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
সিসৃক্ষু বলেছেন: বিশ্বাসই হচ্ছে না!
০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
মিহাল রাহওয়ান বলেছেন: আমিও প্রথমে হতভম্ব হয়ে গিয়েছিলাম। কিছুক্ষণের জন্য প্র্যাংকও ভেবেছিলাম পরে বুঝলাম ব্যাপারটা সত্যিই ঘটছে
৭| ০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
চোরাবালি- বলেছেন: দিন বদলের গান এসব
৮| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:০৭
রাজীব নুর বলেছেন: ভাই এদেরকে আর সাহায্য করতে যাবেন না। এরা অসুস্থ।
©somewhere in net ltd.
১| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৭
ক্স বলেছেন: মেয়েটা মানুষ চিনতে ভুল করেনি। আপনার এত ক্ষমতা - দুইটা ছেলের উপর দিগদারি করে মোবাইল ছিনিয়ে নিলেন, তাদেরকে কিছু না বলে মেয়েটার কাছে হিরোগিরি ফলাতে গেলেন!
তবে জেনে রাখবেন - এ ধরণের মেয়ে যারা, তারা অন্য কেউ তাকালে কি ছবি তুল্লে তাদের কিচ্ছু এসে যায়না। কিছু কিছু মেয়ে আছে যারা মনে করে রাস্তার ছেলেপেলেদের দৃষ্টি আকর্ষণ করতে না পারলে তাদের মেয়ে হয় জন্মানোই বৃথা।