নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে কিছু কিছু অনুভূতি অব্যক্ত থাকে। কারন এই অনুভূতিগুলো প্রকাশের ভঙ্গি আমাদের জানা নেই। এই অনুভূতিগুলো সারাজীবন অপ্রকাশিতই থেকে যায়!!!
কিছু কিছু মুভি দেখলে মনের অজান্তে চোখে পানি চলে আসে Bekas হলো ঐ ধরণের মুভি। আবেগ ভালোবাসা, ড্রামা সবকিছুর সংমিশ্রন সাথে কিছুটা কমেডি ও আছে। শেষ মিনিট পর্যন্ত বুঝা যায় না শেষটা কি হবে। Bekas মানে Homeless, বাংলায় গৃহহীন।
অপরূপ সুন্দর ভ্রাতৃত্বের গল্প নিয়ে মুভিটা। বিশেষ করে যাদের ভাই আছে তারা প্রতিটি মুহুর্তেই অনুভব করবেন সেটা।
মুভির শুরুটা ৯০ এর যুদ্ধবিধস্ত ইরাক,
সাদ্দামের সরকারের প্রতিবাদে বাবা মা হারানো দুই ভাই 'জানা' আর 'ডানা' দুই ভাইয়ের পেট চলে মানুষের জুতো পালিশ করে।
তারা দুইভাই সুপারম্যানের খুব বড় ফ্যান, তাদের স্বপ্ন থাকে আমেরিকায় গিয়ে সুপারম্যানের সাথে দেখা করা, তাদের বিশ্বাস সুপারম্যানই পারবে খারাপ লোকগুলোকে শায়েস্তা করতে ও তাদের ইচ্ছাগুলোকে পূরন করে দিতে। এজন্য তারা একটি গাধাও কিনে ফেলে এবং রওয়ানা দিয়ে দেয় আমেরকিার উদ্দেশ্য! গাধার নামটা আবার মাইকেল জ্যাকসন। আমেরিকা যাওয়ার আপ্রাণ চেষ্টা আর দুই ভাইয়ের খুনসুটি দেখে সময় কোনদিকে যাবে টের এ পাবেন না। দেরী না করে সময় হাতে নিয়ে উপভোগ করুন দুই ভাইয়ের গল্প নিয়ে বানানো অসাধারণ সিনেমাটি।
২০১২ সালে Kurdish ভাষায় নির্মিত সিনেমাটি পরিচালক " Karzan Kader " এর প্রথম মুভি! । অল্প বাজেটের সিনেমা হলেও ডিরেকশনে তিনি তাক লাগিয়ে দিয়েছেন একেবারে।
মুভিটি ভালো লাগতে বাধ্য....
ইরাকি এই মুভি আপনাকে অভিভূত রাখবে অনেকদিন
ডাউনলোড লিংকঃ Click This Link (টরেন্ট)
বাংলা সাবটাইটেলঃ http://bit.ly/1kG1LAh
০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৬
মিহাল রাহওয়ান বলেছেন: আশা করি ভালো লাগবে। অসম্ভব সুন্দর সিনেমা। ইউটিউবে আছে কি না জানা নেই! কুর্দি ভাষায় তো তাই ডাউনলোড করে সাবটাইটেল দিয়ে দেখেন নাহলে বুঝবেন না।
২| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৯
মুচি বলেছেন: চেষ্টা থাকবে ব্যস্ততার ভিড়ে দেখে নেয়ার। লিংক শেয়ার করার জন্য ধন্যবাদ।
০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৮
মিহাল রাহওয়ান বলেছেন: দেখেন। মন ভালো হয়ে যাবে।
৩| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৫৩
অর্থনীতিবিদ বলেছেন: রিভিউ পড়ে তো ভালো মুভি মনে হলো।
০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৭
মিহাল রাহওয়ান বলেছেন: রিভিউয়ের অনেকগুন ভালো মুভি। দেখে ফেলেন।
৪| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:২৯
সুমন কর বলেছেন: চমৎকার মুভি।
৫| ০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৭
মোস্তফা সোহেল বলেছেন: সময় করে ছবিটি দেখব।
০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৮
মিহাল রাহওয়ান বলেছেন: মন ভালো করে দেওয়ার মতো ছবিটি। দেখে ফেলেন তাড়াতাড়ি।
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৪০
সোহাগ তানভীর সাকিব বলেছেন: আপনার পরামর্শ মত সিনেমাটি দেখার চেষ্টা করবো, তবে কথা হলো ইউটিউবে পাওয়া যাবে কী??