নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে কিছু কিছু অনুভূতি অব্যক্ত থাকে। কারন এই অনুভূতিগুলো প্রকাশের ভঙ্গি আমাদের জানা নেই। এই অনুভূতিগুলো সারাজীবন অপ্রকাশিতই থেকে যায়!!!
-এ্যাই তোর ফোনের পাসওয়ার্ড বল
-ইয়ে... কি করবি?
-গান শুনবো। কি বলিস না কেন?
-দে লক খুলে দেই
-না, তুই পাসওয়ার্ড বল। এত্তো সিকিউরিটি! কি রাখিস ফোনে?
-জানিস নতুন একটা এ্যাপস ডাউনলোড করসি গতকাল! ফোন লকের এ্যাপস। যার হাতে থাকবে তার শুধু নাম লিখলেই ওপেন হবে। জোশ না! তুই তোর নাম লেখ..
-সিরিয়াস?
-লিখেই দেখ
-... ওয়াও! সত্যিই তো! জোশ এ্যাপস, নাম কি রে?
-এ্যাপস... কালকে রাতে যে নতুন একটা গান ম্যাসেঞ্জারে পাঠিয়েছিলাম, শুনসিলি ওটা?
-না, মেগাবাইট ছিল না রে
-আগে ঐটা শোন! নে হেডফোন কানে দে..
বলতে বলতে প্লে-লিস্ট থেকে এমনিই একটা গান প্লে করে মেয়েটার হাতে ধরিয়ে দিলো ছেলেটা। বোকা মেয়ে, গান শেষ হতে হতেই ভুলে যাবে একটু আগেই বানিয়ে বানিয়ে ফোন লকের এ্যাপসের গল্প বানাতে গিয়ে দর দর করে ঘামছিলো ছেলেটা। আর ভীতুর ডিম ছেলেটা! ভালবাসি বলতে এতো ভয় পাবার কি আছে! ধুম করে বলে দিলেই হয়!
২| ২৮ শে মে, ২০১৮ সকাল ১০:৩৭
রাজীব নুর বলেছেন: টেলিভিশনে ভিনদেশী ফুটবল খেলা দেখাকে ফুটবলপ্রেম বলে না।বাড়ির পাশের ফুটবল মাঠটি বেদখল করে জাম্বুরা দিয়ে কাদাজলে খেলাকে ফুটবলপ্রেম বলে।
৩| ১৬ ই জুন, ২০১৮ রাত ১:১৫
মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: হুম ভালো ছিলো।
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০১৮ রাত ১০:২৯
রোজনামচা বলেছেন: NICE