নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে কিছু কিছু অনুভূতি অব্যক্ত থাকে। কারন এই অনুভূতিগুলো প্রকাশের ভঙ্গি আমাদের জানা নেই। এই অনুভূতিগুলো সারাজীবন অপ্রকাশিতই থেকে যায়!!!
কিছু কিছু মানুষ থাকে যারা কোন ঘটনার উদ্দেশ্য হয় না,বিধেয় হয় না; সকলের অগোচরে মেঠো ইঁদুরের মত নিজেকে লুকিয়ে বেঁচে-বর্তে থাকে; এরা শুধুই পর্যবেক্ষক- কোনো অনুভূতি তাদের স্পর্শ করে না….আমিও নেপথ্য চরিত্র হয়ে যাচ্ছি বহুকাল ধরে। এইতো আমি; বেঁচে আছি নিজের নিয়মে: কাউকে ধরে রাখা বা কোথাও ধরা পড়া, দুটো সম্ভাবনাই যার পরম শূন্য। আমি খুব অসাধারণ মেধাবী কেউ নই, আবার এও জানি নিতান্ত সাদা কাগজও নই, এই আমি এক ‘মধ্যবর্তী মানুষ’!
২| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩০
রাজীব নুর বলেছেন: বালক জানে না তো কতটা পথ গেলে, ফেরার পথ আর থাকে না কোনো কালে...
©somewhere in net ltd.
১| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৭
নজসু বলেছেন:
আমরা শুধু মানুষ।
আমরা চাইলেও অনেক কিছু করতে পারিনা।
আমাদের সীমাবদ্ধতা অনেক।