নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে কিছু কিছু অনুভূতি অব্যক্ত থাকে। কারন এই অনুভূতিগুলো প্রকাশের ভঙ্গি আমাদের জানা নেই। এই অনুভূতিগুলো সারাজীবন অপ্রকাশিতই থেকে যায়!!!
প্রতিদিনের মতোই ঠাসাঠাসি করে বাসে লোক দাড় করিয়ে নিচ্ছিলো। হঠাৎ দেখি এক ছেলে আরেকজনের পকেট থেকে মানিব্যাগ বের করছে। আমার পাশের সিটের যাত্রীকে দেখালাম। সে অনেকটা দৌড়ে ছেলেটাকে হাতেনাতে ধরে চোর চোর বলে থাপ্পড় বসিয়ে দিলো দুটো।
হঠাৎ দেখি যে লোকটার মানিব্যাগ নিচ্ছিলো সে আমার পাশের যাত্রীর কলার ধরে তাকে মারছে। অনেকক্ষণ হাউকাউয়ের পর বুঝলাম তারা দুইভাই, হাতে ব্যাগ থাকায় লোকটা তার ছোটভাইকে বলেছিল পকেট থেকে মানিব্যাগ নিয়ে ভাড়াটা দিতে।
আমাকে কেউ খোঁজার আগেই এক স্টপেজ আগে নেমে গেছি..
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৫২
মোহাম্মদ গোফরান বলেছেন: লল।
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৩:১৭
ককচক বলেছেন: হা হা। চোরকে ধরতেই ধোলাই করা আমাদের জাতীয় অভ্যাস। চোরের বক্তব্য শুনার প্রয়োজন আমরা মনে করিনা।
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৭
সামরিন হক বলেছেন: হা হা!
শুভ কামনা ।
©somewhere in net ltd.
১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৪৮
জ্যাক স্মিথ বলেছেন: হাঃ হাঃ শুনে মজা পেলাম, এটা নিয়ে একটা শর্ট ভিডিও তৈরী করে ভাইরাল করে দিন।