![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা অ্যালবাম শোনা হলো এবং অ্যালবামের সবগুলো গান চেতনাকে ভীষণভাবে আলোড়িত করে গেল—এমন অভিজ্ঞতা বারেবারে ঘটে না।হ্যা, Killfloor Mechanic ব্যান্ডের Estimated Time of Death (2013) অ্যালবামটা আমাকে এই অভিজ্ঞতাটাই উপহার দিয়েছে।
মেটালের মত বিস্তৃত জনরাতে গান শোনার থেকে যেটা কখনো কখনো বেশি মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়ায় সেটা হলো কী শুনতে হবে তা জানা।মেটাল ডমিনেটিং দেশগুলোতে আনাচে কানাচে এত এত ভালো ব্যান্ড যে এদের অনেকগুলোই যোগ্য স্বীকৃতি পরের কথা ঠিকমত মূল্যায়নই পায় না।যারা একটু আধটু মেটাল সম্পর্কে খবরাখবর রাখেন তারা জার্মান মেটাল ব্যান্ডের গুরুত্ব জানেন। অনেক অনেক ব্যান্ড এবং স্বীকার না করে উপায় নেই এদের মধ্যে অনেকগুলোই ভালো গান করে।
জার্মান অরিজিনেটেড Killfloor Mechanic ২০১১ সালে ফর্ম করে। ডেব্যু অ্যালবাম দিয়ে নিজেদের পর্যায় বুঝিয়ে দিয়েছে ব্যান্ডটা। একেবারে অনভিজ্ঞ নয় এই ব্যান্ড। Incubator ব্যান্ডের দুজন ফর্মার মেম্বার এর সদস্য। ভালো বললে সত্যিই কম হয়ে যায়,ইনস্ট্রুমেন্টসে এদের দখল অসাধারণ। আর ক্লিয়ার ইউনিক ভোকাল গানগুলোকে অস্থির করে ফেলেছে। এদের কাজ যদি না শোনা হয় তাহলে বিরাট ধরা খেয়ে যেতে হবে।
Band : Killfloor Mechanic(Click This Link)
Country of origin : Germany
Status : Active
Formed in : 2011
Genre : Melodic Death Metal, Metalcore
Members:
Marc Scherer—Bass
Maik Weinhardt—Drums
Marcel Wroblewski—Guitars
Lasse Lammert— Guitars
Felix Hochkeppel— Vocals
কিলফ্লোর মেকানিক ক্রিটিক্যালি একতরফা রিসেপশন পায়নি।ক্লাসিক ও আধুনিক মেটাল কম্বিনেশন নিয়ে যথেষ্ট বিতর্ক আছে।ব্যান্ডটা এই কম্বিনেশন নিয়েই কাজ করেছে,অনেস্টলি,খুব ভালো কাজ করেছে। ক্রিটিকরা এটাকে চূড়ান্ত কিছু না ধরলেও এটা স্বীকার করেছেন যে গানগুলো চমৎকার হয়েছে, যতটা চমৎকার হলে শ্রোতারা নিজেদের মাঝে হারিয়ে যেতে পারেন।
ট্র্যাকগুলো ব্যক্তিগতভাবে ভালো লেগেছে, এটা দ্বিতীয়বার না বললেও চলে।হয়তো গানের কথাগুলো আমার জীবনকেই ডিপিক্ট করে কিংবা হয়তো ব্যান্ডের ব্রিলিয়্যান্ট কাজ আমার ভেতরে বিশুদ্ধ আবেগ তৈরি করে — একটা দীর্ঘসময়ব্যাপী রাত জেগে অ্যালবামটা শোনা ড্রাগ অ্যাডিকশনের মতো হয়ে গিয়েছিল।
এনিওয়ে, অ্যালবাম আর্টটাও দারুণ, মনে হয় গানগুলোর থেকেও দারুণ। সত্যি বলতে কি কোনো এক জায়গায় আর্ট ওয়ার্কটা আমার চোখে পড়ে।এবং তারপর থেকেই হন্যে হয়ে অ্যালবাম খুঁজতে থাকি।সেটাও আবার একটা বিরাট ঝামেলা ছিল,কীভাবে পেলাম এটা লিখতে গেলে বিরাট রেকর্ডবুক হয়ে যাবে।
আর বেশিকিছু লিখছি না।কিলফ্লোর মেকানিক শুনে শুধু এটুকু বলা যায়,ব্যান্ডটার ভবিষ্যৎ আছে।
অক্লান্ত অপেক্ষায় আছি তাদের নেক্সট কাজের জন্য।
*Fetch me on fb- http://fb.com/MuhaiminNafis
©somewhere in net ltd.