নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

থান্ডারবোল্ট

থান্ডারবোল্ট › বিস্তারিত পোস্টঃ

ডেড ম্যান টকিং- সুবীর ভৌমিক ভার্সন।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৩

সুবীর ভৌমিক নামের আগরতলার এক বিশিষ্ট সাংবাদিক মহোদয় মিজ্জিমা না কি সব কি ছাতার মাথা সংবাদপত্রের কথা এবং তার ইহলৌকিক এবং পারলৌকিক যোগাযোগের মাধ্যমে জানতে পেরেছেন জেএমবি আদর্শে উদ্বুদ্ধ হয়ে কতিপয় এসএসএফ অফিসার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রাণনাশের পরিকল্পনা করেছিলো যা নস্যাৎ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে খবরটিকে ভূয়া অভিহিত করে একটি প্রতিবাদ পত্র দেওয়া হলে অতি বিশিষ্ট ভৌমিক বাবু চ্যালেন্জ্ঞ করে বলেছেন যে এই ঘটনায় ক্যাপ্টের রাসেল আজাদ সহ কয়েকজন এসএসএফ অফিসার গত ২৪শে আগস্ট নিহত হয়েছে। তিনি এমন কি আরো হুমকি দিয়েছেন যে ধীরে ধীরে তিনি নিহত আরো অফিসারদের নাম ফাঁস করে দিবেন। উরিব্বাবা....




তো, বিডিনিউজ২৪.কম আবার কাল (২৫শে সেপ্টেম্বর) ফিচার করেছে যে সেই ক্যাপ্টেন (প্রকৃতপক্ষে মেজর) রাসেল বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিদেশ সফরে রয়েছেন। তিনি নাকি ফোনে পরিবারের সাথে কথা বলে ভৌমিক বাবুর এই অতি সত্য রিপোর্ট নিয়ে অত্যন্ত টেনশিত বলে বলে জানিয়েছেন। ল্যাও ঠ্যালা, কেমনে সামলাই? এ যে রীতিমত ডেড ম্যান টকিং। হোলি শিট! ঘোস্টস্ আর ড্যাম রিয়েল।

তো এই প্যাঁচালে পরে মাথায় ভূত চাপলো রাসেল আজাদের ফেসবুক টা একটু চেক করি। সে আমার ফেসবুক বন্ধু নয়। তাও সার্চ দিয়ে পেলাম। সম্ভবত সার্চ লিস্টে বর্তমানে তার নাম উপরের দিকে। হ্যাংলা, ব্লেজার পরা এক ছেলে। সেনাবাহিনীতে কয়েকজন বন্ধু থাকায় চিনতে অসুবিধা হলো না, কারন মিউচুয়াল ফ্রেন্ড লিস্ট। সে দেখি ২ হাত প্রসারিত করে একটি কভার ফটো আপডেট করেছে ১০ই সেপ্টেম্বর, আর তাতে লাস্ট কোন কমেন্টের রিপ্লাই দিয়েছে ১৮ই সেপ্টেম্বর। হোলি ডাবল কষা শিট! ডেডম্যান নট অনলি টকিং, বাট অলসো ফেসবুকিং। এর পরে ভূত বিশ্বাস না করে কই যাই।

আমার আবার কৌতুহল একটু বেশী। দুনিয়ার মানুষজনের ফেসবুক দেখি, তাদের বানী শুনি। তো, অমি রহমান পিয়াল ভাইয়ের টাইমলাইনে এ সংক্রান্ত খবরে কিছু বাংগালের মন্তব্য দেখে আমি এন্টেনার উপরের কাক হয়ে গেলাম। তারা ভৌমিক বাবুর উপর অগাধ আস্থা রাখেন। এ ব্যাপারে আমার কোন মন্তব্য নেই।





মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪১

বারিধারা বলেছেন: শেখ হাসিনাকে মারতে পারবে - এরকম কোন আদম সন্তান এই দুনিয়ায় পয়দা হয়নি। এই নিয়ে ২০ বার যাকে মারার চেষ্টা ব্যর্থ হল, তাকে কে যে আবারো মারতে যাবে - এটা একটা প্রশ্ন!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৮

থান্ডারবোল্ট বলেছেন: তবে নতুন ষড়যন্ত্রকারীদের আবির্ভাব হচ্ছে বলে মনে হয়। এসএসএফকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা থেকে সরিয়ে দিতে পারলে এই জঘন্য কাজ কিছুটা হলেও সহজ হবে বলে তারা মনে করতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.