নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অলস বিড়ালের মস্তিস্ক

শূন্য সময়

খুবই অলস...প্রচন্ড রকমের ঘুম ও বিশ্রাম প্রিয়......

শূন্য সময় › বিস্তারিত পোস্টঃ

হুজুর উইথ কন্সপায়রেসী থিওরীজ

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫৫

দেশের মানুষের মন জয় করা খুব সহজ। দাঁড়ি-টুপি আর ওয়াজ করা জানলে আপনের সাত-খুন মাফ। লেবাসধারীদের ব্যাপারে ইসলাম কি বলে তা নিয়ে কেউ মাথা ঘামাবেনা। লেবাস ধরে আপনি ফিতনা ছড়াচ্ছেন নাকি হাদীস-কুরআন এর ভুল ব্যাখ্যা দিচ্ছেন তাতে কিছু যায় আসেনা। ইসলাম তাদের লানত দিলো, তাতে কিচ্ছু যায় আসেনা

=> জর্দা খেয়ে ওয়াজ করতে গেলে মুখ দিয়ে জর্দার 'ঘ্রাণ' বের হলে তা হয়ে যায় বেহেশ্তি ঘ্রাণ
=> কপালে কালো দাগ পড়লেই আপনি পাক্কা নামাজী
=> ফর্সা বয়ানকারী হলে আপনি নূরানী
=> ঠিক কিনা'র সাথে তাল মিলিয়ে 'ঠিক' না বললে আপনি অমান্যকারী

শুধু লেবাস ধরেই কাজী ইব্রাহিমের মতোন ফিতনা সৃষ্টিকারীদের জন্য পরান কান্দে আর প্রপাগান্ডা দল তালেবান এখন ইসলামের ঝান্ডা বাহক তাদের মতে (অথচ অন্য অনেক দেশের অনেক স্কলার এই তালেবানকে সরাসরি ঠিক বিপরীত ভাবে দেখে কারন তারা তালেবান নিয়ে পশ্চিমা খেলটা জানে)। এভাবেই তৈরি হয়েছিলো লালসালু, এভাবেই হয় এহসান গ্রুপ, তাহেরী, গতকাল ধরা খাওয়া পীরটা যার নাম জানিনা, মাদানী হুজুর কিংবা হেলিকপ্টার হুজুর।

মাঝে মাঝে আচার-আচরণ দেখে মনে হয় ভয়টা যত'টা না আল্লাহ'র, তার চেয়ে বেশি লালসালুদের অভিশাপের। এতো মুসলমানের দেশের মানুষের এতো দূর্বল ঈমান!

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২৮

রাজীব নুর বলেছেন: আমার ধারনা ধার্মিক মানেই ভণ্ড।

৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৫৫

শূন্য সময় বলেছেন: রাজনীতিক মানেই খারাপ- এইটা যেমন সত্য না, তেমন 'ধার্মিক মানেই ভন্ড' এটাই স্ট্যারিওটাইপ করা একটা স্ট্যাটমেন্ট।
যেটা সত্য- দুইটাই খুব বেশি রেয়ার আইটেম সমাজে।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৮

কামাল১৮ বলেছেন: ভুলবাল ওয়াজ করলে খারাপ না।সহীহ ওয়াজ করলে আরো সমস্যা।ডিম চুরি করলেও হাত কেটে দিতে হবে।এই ওয়াজ করলে ফৌজদারী আইনে আটক হবে।

৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৫৭

শূন্য সময় বলেছেন: ইসলামে ভুগিচুগির সুযোগ নাই। যা বলা আছে- তা-ই, কেউ মানুক আর না মানুক, একমত হোক আর না হোক। সত্য যা বলা আছে তা প্রচার করা, আর মাহফিলে জোর গলার রেস্পন্স পাওয়ার জন্য নিজের মতো করে বলা, আলাদা জিনিস।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:০১

নাহল তরকারি বলেছেন: ধর্ম নিয়ে যাতে আমাদের বিভ্রান্তি তে না ফালায় সে জন্য আমাদের ধর্ম সম্পর্কে বেসিক জ্ঞান জানা দরকার। যেমন ১৯৪৭ সালের দিকে এক জমিদার গাড়ি কিনতে গেছিলো। তারপর মনে করেন তখন গাড়ির সাথে ড্রাইভার ও দিতো।
ড্রাইভার কে বলেছে গাড়ি চালাও।
ড্রাইভার বলেছে গাড়ি চলবে না।
মালিক জিজ্ঞাসা করেলে কেন গাড়ি চলবে না?
ড্রাইবার বলিলো গাড়ি চালাতে তেল, ঘি, গোস্ত, বাশমতি চাল লাগবো।
তারপর মালিক এসব কিনে ড্রাইভার কে দিলো। তারপর ড্রাইভার গাড়ি স্টার্ট দিলো।

আমাদের যাতে ধর্ম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকা দরকার। সেজন্য মসজিদ মাদ্রাসা তাবলীগ ইত্যাদি তে যাওয়া দরকার।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:০৩

নাহল তরকারি বলেছেন: আর সব হুজুর কিন্তু নকল না। যারা প্রকৃত ওলী তাদের চিনা মুসকিল।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৩৫

অপু তানভীর বলেছেন: এই কথাটা একটা সত্য কথা । দেশের মানুষের মন জয় করাটা বেশ সহজ । মাথায় টুপি মুখে দাড়ি পরনে জোব্বা থাকলেই আমাদের দেশের মানুষ তাকে ভাল মানুষ সৎ মানুষ হিসাবে ধরে নেয়, সে যা বলে সেটা চোখ বুঝে বিশ্বাস করে নেয় ! এই জন্য মোল্লা যখন বলে চাঁদ থেকে আযান শোনা যায় তখন মানুষের মনে এই প্রশ্ন আসে না যে পৃথিবীতে দেওয়া আযানের শব্দ কোন ভাবেই চাঁদে শোনা সম্ভব না । বরং তারা মারহাবা বলতে থাকে !
মোল্লারা এখন উপরওয়ালার বানী প্রচার করা থেকেও আলোচনায় থাকতে বেশি ব্যস্ত । তাই তো এমন কিছু সবাই সব সময় বলে চলেছে যা বললে আলোচনায় থাকা যাবে ।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪৬

রাােসল বলেছেন: লেবাসধারীদের কারণে দুষ্ট লোকেরা ইসলাম সম্পর্কে মিথ্যা অপবাদ দেয়। এক্ষেত্রে কিছু বেতনভোগী দালাল সমাজে বিদ্যমান।

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪২

রবিন.হুড বলেছেন: কোরআন পড়ুন এবং কোরআনের আলোকে জীবন ধারন করুন। চোখ কান খোলা রেখে সঠিক তথ্য জানুন , ভন্ড প্রতারকদের এড়িয়ে চলুন।

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৮

রাজীব নুর বলেছেন: ধর্ম না জানলেও একটা জীবন সুন্দর পার করে দেওয়া যায়।

০১ লা অক্টোবর, ২০২১ রাত ১২:২০

শূন্য সময় বলেছেন: অবশ্যই পারা যায়। কতো রিমোট জনগোষ্টি থাকছেনা? থাকছে তো। কিন্তু সুন্দর জীবন পার করা, আর জীবনের পারপাস আর সত্য জানা- আলাদা চাওয়া।

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪০

নূর আলম হিরণ বলেছেন: বাংলাদেশে লেবাসধারী হজুরের পার্সেন্টইজ কেমন?

০১ লা অক্টোবর, ২০২১ রাত ১২:২২

শূন্য সময় বলেছেন: পরিসংখ্যান তো নাই। কিন্তু ধারণা থেকে বললে, ৯০%

১০| ০৩ রা অক্টোবর, ২০২১ রাত ১:১০

মোস্তাফিজুর রহমান জাকির বলেছেন: ইসলাম ধর্মের বিপক্ষে বা ধর্ম মানা হুজুরের বিপক্ষে কিছু কথা কইতে পারলে আপনি আবাল ও পোগতিশিল হয়ে যাবেন , তাতে আপনার জ্ঞান যদি এ পর্যায়ের ও হয় যে আপনাকে একটি বাল তুলে হাতে দিলে আপনি বলতে পারবেন না যে এটার আগা কোনটা ।

০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ১২:৪৮

শূন্য সময় বলেছেন: জেনে শুনে ফিতনা তৈরি করা কাউকে 'ধর্ম মানা হুজুর' বলে আপনিও জাহান্নাম থেকে নিজেকে তড়িৎ গতিতে বাঁচিয়ে ফেললেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.