![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৫ অক্টোবর ১৯৮৩, নড়াইল জেলায় জন্মগ্রহণ করেন ১৬ কোটি মানুষের প্রিয় মাশরাফি। ছোটবেলা থেকে মাশরাফি ছিলেন দুরন্ত। বাবা মায়ের আদর করে তাকে ডাকেন কৌশিক।
লেখাপড়া ভালোভাবে মনোযোগ না দিয়ে বাবা গোলাম মর্তুজার বাধা ডিঙিয়ে ফুটবল, ব্যাডমিন্টন নিয়ে পড়ে থাকতেন। পাশাপাশি বাড়ির পাশে চিত্রা নদীতে সাঁতার কাটাই ছিলো তার আসল কাজ।
বন্ধুদের সাথে ঘুরাঘুরি করা, নারিকেল গাছে উঠে ডাব খাওয়া, নড়াইলের ফেরিঘাটে গিয়ে আড্ডা মারা ছিলো তার অন্যতম কাজ। এখনও সময় পেলে গ্রামের বাড়ি নড়াইলে গিয়ে বাইক নিয়ে চিত্রা ব্রিজের উপর আড্ডা দিয়ে সময় পার করেন মাশরাফি।
বয়স তখন মাত্র ১৮ বছর। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ। ডাক পেলেন কৌশিক।একই বছর ২৩শে নভেম্বর ওয়ানডে ক্রিকেটে মাশরাফির অভিষেক হয় ফাহিম মুনতাসির ও তুষার ইমরান এর সাথে।
তবে অনুর্ধ ১৯ দলের হয় খেলার সময় কৌশিকের গতিময় ও আক্রমনাত্বক বোলিংয়ের জন্য নজর কাড়েন তৎকালীন অস্থায়ী কোচ ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার এন্ডি রবার্টসের।
২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে অধিনায়কের দায়িত্ব কাধেঁ ওঠে ম্যাশের। ভাগ্যের কি নির্মম পরিহাস, প্রথম ম্যাচেই মারাত্বক ইঞ্জুরীতে পড়েন তিনি। কিন্তু দেড় বছর পর আবার স্বরুপে ফিরে আসার ইঙ্গিত নিয়ে ইউরোপ সফরে যান দলের সাথে। ইংলান্ডকে প্রথম বারের মত বাংলাদেশ পরাজিত করে মাশরাফির অধিনায়কত্বে। কিন্তু এরপর আবার ইঞ্জুরীতে, যার কারনে খেলা হয়নি ঘরের মাঠের ২০১১ বিশ্বকাপেও!
একদিন মাশরাফি বলেছিলেন ” জীবনে যে টাকা আমি আয় করেছি সে টাকা দিয়ে আমার ছেলেমেয়েরাও পর্যন্ত বসে খেতে পারবে, আমি দেশের জন্য ক্রিকেট খেলি, আমি আরো অনেক দিন ক্রিকেট খেলতে চাই দেশের স্বার্থে “
সৌরভ গাঙ্গুলী বলেছিলেন “ইশ! আমাদের যদি একটি মাশরাফি থাকতো।
তার দুপায়ের উপর দিয়ে গেছে কয়েকবার অপারেশন টেবিলের ছুরি। এরপরও তাকে কেউ রুখতে পারে নি। অপারেশনের পরও খেলে যাচ্ছেন বাংলাদেশের হয়ে। ইঞ্জুরিতে পড়ে অনেক বড় বড় খেলোয়ার অবসর নিয়েছে। ইঞ্জুরিতে পড়ার পর ব্রেটলি, শেন ভন, এন্ড্রু ফ্লিনটপের মত প্লেয়াররা ক্রিকেটে ফিরতে পারেন নি। কিন্তু মাশরাফি এরকম ইঞ্জুরি নিয়েও খেলে যাচ্ছেন। কারন তিনি মনে করেন বাংলাদেশের জন্য তার এই জীবন, ১৯৭১ সালের মুক্তিযোদ্ধারা যেমন জীবন দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছেন ঠিক তেমনি তার জীবন দিয়ে খেলে বাংলাদেশকে জয় এনে দিতে চান।
চোটের সঙ্গে লড়তে লড়তে ক্লান্ত হননি, ভেঙে পড়েননি; সংশপ্তকের মতো উঠে দাঁড়িয়েছেন বারবার। নতুন উদ্যমে ফিরেছেন মাঠে। দেখিয়েছেন সর্বোচ্চ পারফরম্যান্স। হাঁটুর চোটের কারণে নি-ক্যাপ পরে মাঠে নামেন।
একজন মাশরাফির বিকল্প পাওয়া শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব। মনে রাখতে হবে, ক্রিকেটকে আজকের অবস্থানে এনেছেন ক্রিকেটাররা-মাশরাফিরা। নিশ্চিত করেই বলা যায়, মাশরাফি ছাড়াও বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাবে। এভাবে না হলেও, মাশরাফিকে বিদায় নিতেই হতো। কিন্তু মানসিক কষ্ট বা আঘাত দিয়ে মাশরাফিকে বিদায় করার কোনও অধিকার আপনার নেই মি. পাপন। আপনাকে কেউ মনে রাখবে না, মাশরাফিকে কেউ ভুলবে না- কোনও দিন ভুলবে না...
২| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৪
ধ্রুবক আলো বলেছেন: সৌরভ গাঙ্গুলী বলেছিলেন “ইশ! আমাদের যদি একটি মাশরাফি থাকতো।।
মাশরাফি একজনই আসে শত যুগ পরে
৩| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৭
রিফাত হোসেন বলেছেন: ওর বোলিং ধাচকে ভাল লাগত। ইনজুরিতে পরে গিয়ে গতি, ধাচ পরিবর্তন হয়ে গেল। তবুও যতটুকু চেষ্টা করেছে, অনেক করেছে। জাতি তাকে ভুলবে না।
ধ্রুবক আলো বলেছেন: সৌরভ গাঙ্গুলী বলেছিলেন “ইশ! আমাদের যদি একটি মাশরাফি থাকতো।।
৪| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৮
বিজন রয় বলেছেন: সাথে তার ব্যক্তিত্ব অনেক উঁচুতে।
আমাদের গর্ব।
পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ।
০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৮
টিপলু বলেছেন: ধন্যবাদ আপনাকেও
৫| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪২
শামছুল ইসলাম বলেছেন: "এভাবে না হলেও, মাশরাফিকে বিদায় নিতেই হতো। কিন্তু মানসিক কষ্ট বা আঘাত দিয়ে মাশরাফিকে বিদায় করার কোনও অধিকার আপনার নেই মি. পাপন। আপনাকে কেউ মনে রাখবে না, মাশরাফিকে কেউ ভুলবে না- কোনও দিন ভুলবে না..." - আপনার সাথে সহমত ।
০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৪
টিপলু বলেছেন: অনেক ক্রিকেটার আসবে যাবে কিন্তু মাশরাফি একজনই। স্থান হয়ত পূরণ হয় কিন্তু মাশরাফির অভাববোধ প্রতিনিয়তই ফিল করবে কিক্রেট ভক্তরা।
৬| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৮
মোস্তফা সোহেল বলেছেন: মাশরাফি আর খেলবে না ভাবতেই কেমন জানি লাগে।
৭| ০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মাশরাফির যে দিকটি আমার সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা হলো তার দেশপ্রেম। অসাধারণ এক দেশপ্রেমিক ক্রিকেটার।
৮| ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৪০
মেটাফেজ বলেছেন: পাপনে কি করসে মাশরাফির সাথে? লিংক দেন।
৯| ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫১
রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেন টিপলু ভাই। অনেক ধন্যবাদ। আমি কিছু অংশ ফেসবুকে শেয়ার করলাম।
০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২০
টিপলু বলেছেন: আপনাকেও ধন্যবাদ রাজীব ভাই আমার পোস্টটি পড়ার জন্য ।
১০| ০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১:২৫
মানবী বলেছেন: একজন মাশরাফি বাংলাদেশের সম্পদ।
ক্ষমতার দুর্গন্ধযুক্ত কিছু দাম্ভিক কুলাঙ্গার কখনও সাকিব, কখনও মাশরাফিদের অয়মাননা করে ইতিহাসের পাতায় নিজেদের খলনায়ক হিসেবেই প্রতিষ্ঠিত করছে মাত্র! এতে মাশরাফিদের কোন ক্ষতি নেই এটা এরা বুঝতে অক্ষম।
মাশরাফি মোর্তাজাকে হাজার স্যালুট। আশা করি তিনি ভবিষ্যতে দেশের জন্য আরো অনেক জয় ছিনিয়ে আনবেন।
পোস্টের জন্য ধন্যবাদ টিপলু।
০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৫
টিপলু বলেছেন: ধন্যবাদ আপনাকেও মূল্যবান মন্তব্য করার জন্য।
১১| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৭
সৌমিক আহমেদ খান বলেছেন: খেলোয়াড়ি ক্যারিয়ার সমাপ্ত হলে ম্যাশকে ক্রীড়ামন্ত্রী নয়ত ক্রিকেটবোর্ড প্রেসেডেন্ট হিসেবে চাই।
০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৯
টিপলু বলেছেন: মন্ত্রী নয়। কারণ রাজনীতির ময়দানে গিয়ে মাশরাফির মতো লোকের কোন দূর্ণাম হোক এটা কখনোই কাম্য নয়। আমাদের দেশে সুস্থ রাজনীতির যে বড়ই অভাব। ক্রিকেটবোর্ডের নীতিনির্ধারক হলে তা বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই সুফল বয়ে আনবে বলে মনে করি...
১২| ১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৪
মোফিয বলেছেন: আর একটা মাশরাফি কবে পাব ???
১৩| ২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৩
মেটাফেজ বলেছেন: সবার মন্তব্যের উত্তর না দেয়াটা খুবই ছোটলোকি।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৮
অতঃপর হৃদয় বলেছেন: মাশরাফির মত কোন খেলোয়ার দেখিনি।