![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি লিখবো বুঝতে পারছি না । কারণ আমি নিজেই বুঝিনা । কোন দোষ নেই, কোন গুণ ও নেই । এইতো লিখলাম। এতেই চালাও ।
আমার ছেলে ক্লাস টুতে তোর মেয়েটা ওয়ানে
নতুন করে সম্পর্কটা বাঁধতে চাই তোর সনে ।
আয় না ভুলে সকল স্মৃতি মিশি আবার একসাথে
ঘুরি আবার পার্ক, হোটেলে সকাল , দুপু্র , রাতে।
আমার বউটা জানিস তুই তোর হাবিটা ও চিনি
কৃতজ্ঞ তোর হাবির কাছে করেছে সে ঋণী ।
বউকে এমন সুযোগ দিয়ে যে থাকে রোজ ঘরে
নমস্কারে সারাটা দিন রাখবো তার পা ধ'রে ।
এতো বছর পরে দেখা , ক্যামন ছিলিস বল
কই দেখছি নামে নি তো তোর যৌবনের ঢল ।
কি করে তোর বরটা বল না , কি এমন তার কাজ
চল না আজ দুজন মিলে সামনে দাঁড়াই আজ ।
আমার মেয়ে ক্লাস ওয়ানে তোর ছেলে টা টুতে
কান খাঁড়া কর ,নে শুনে নে , আসেনি তো শুতে ;
আমার স্বামী নষ্ট ঠিক ই , চিন্তা নেই তবু
তোর বৌয়ের ও স্বামী সে যে, ভেবেছিস কি কভু !
©somewhere in net ltd.