নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টাইটান ১

আমি টাইটান । ভালোবাসি অন্য সবার মতো নতুন চিন্তা করতে এবং তা কাগজে কাঠামো বদ্ধ করতে। ভালো লাগে গল্প, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমন কাহিনী । তবে সবচেয়ে বেশি ভালো লাগে উপন্যাস।

টাইটান ১ › বিস্তারিত পোস্টঃ

রাস্তা থেকে একটু ক্যাম্পাসের ভেতরের দিকে চলে আসা উচিত।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

শাহাবাগের আন্দোলনের জায়গাটা একটু ভেতরে করলে ভালো হয়। এমনিতেই ঢাকা শহরে জ্যাম। আর জনগণকে কষ্ট দিয়ে তো লাভ নেই। আন্দোলনের প্লেসটা ক্যাম্পাসের দিকে চলে এলে ভালো। আন্দোলন যাতে থেমে না যায়। এজন্য আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। বিভিন্ন মহল এখন এই আন্দোলনকে থামানোর চেষ্টা করছে। জনগণকে এখন এই আন্দোলনের প্রতি আরও চরমভাবে সমর্থন দেয়া উচিত। জনগণ এই আন্দোলনের মাধ্যমেই তাদের সকল দাবি তুলে ধরতে পারে। এখানে কেউ বাদ যাবে না। লীগ বিএনপি, জামায়াত কেউ বাদ যাবে না। যদি এই আন্দোলনকে বহুমুখী দাবির ক্ষেত্র তৈরি করতে পারে। তবেই আন্দোলনের স্বার্থকতা। শুধু যুদ্ধাপরাধীদের ফাঁসি আর ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের মধ্যে এই আন্দোলন সীমাবদ্ধ থাকতে পারে না। যদি একটা সীমায় আবদ্ধ থাকে তাহলে এটা জনগণের আন্দোলন হবে না। যদি এটা জনগণের আন্দোলন হয় তাহলে মেইন রাস্তা থেকে সরে এসে একটু ভেতরে আন্দোলন করা উচিত।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

পুরানপাপী (শুধু চেহারা বদল) বলেছেন:
দাবি মানলেই যানজট থাকেব না, সহজ কথা

পারেল দাবি মানার ব্যাপারে পোষ্ট দেন।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২

টাইটান ১ বলেছেন: মাথামোটা নাকি? তাই বলে জনগণকে কষ্ট দিতে হবে। আর মুখে বলবেন এটা জনগণের আন্দোলন। জনগণকে বাঁশ না দিলে মনে হয় কোনো আন্দোলন করা যায় না? আন্দোলনের স্বার্থেই বলছি। রাস্তা থেকে সরে একটু ভেতরে আসা উচিত।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

গোধূলির রঙ বলেছেন: মনে হচ্ছে নাটক আর সিনেমার অভিনয় চলতাছে। সামু সহ সবখানে খালি ছবি আর ছবি। সবাই খালি ছবি তুলতাছে। এরই নাম আন্দোলন?
এরা ভুল প্রজন্ম ! এরা আন্দোলনের মানে জানে? দেখি পুলিশ ফায়ার করুক, কাল পর্যন্ত কয়জন থাকে দেখি? ল্যাঞ্জা গুটাইয়া সবাই নিমিশেই হাওয়াতে মিলাইয়া যাইবো। শেয়ার বাজার, সার-রুনীর হত্যা, পদ্মা সেতু, হলমার্ক, কালো বিড়াল কলংক, দুনীতি, ঘুম, খুন, দ্রব্যমূল্য উর্ধগতি, তেলের দাম বৃদ্ধি সহ আরো যাবতীয় প্রতিবাদে এরা নামে নাই কেন? মামুরা নামলে দেখতা সরকার তোমাগো চুমা দিতো নাকি বাঁশ দিতো।

চার দিকে কত আলো, কিন্তু শাহবাগের কীটগুলারে ঝাপটে ধরেছে অন্ধকার। ওখানে গতকয় দিন আলো যাচ্ছেনা। জংগীরা কয় কি, বিচার বুঝিনা ফাঁসি চাই! মামার বাড়ীর আবদার। ওরে জংগীর দল একাত্তর দেখসনি ভালো কথা, কিন্তু পড়া শুনা কর। বিচার কি আগে জাইনা লও। তোরাও পুরা দেশটারে আফগানিস্তান বানাইয়ালাবি। তালেবান আল কায়েদা যেমন অন্ধ তোরাও দেখি অন্ধ। আয় আলোর দিকে আয়। দেখবি জীবন মানে অন্ধকার না, জীবন মানে সতেজতা।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

টাইটান ১ বলেছেন: আসল কথা বললে এরকমই হয়। আপনার মানসিক সমস্যা আছে? ফাজলামি না? আন্দোলনটাকে নষ্ট করার চক্রান্ত। জনগণকে ধোঁকা দিবেন না প্লিজ। চোখের জলের দাম দিতে শিখুন।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

বেকার মানুষ বলেছেন: গোধূলির রঙ jamayater noshto birje jonmo neya pola....

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

শৈবাল চৌধুরী বলেছেন: গোধূলির রঙ- কে বলছি, দেশের প্রতি আপনার মমত্ববোধ দেখে অভিভূত হলাম। আপনি দেশের সমস্যাবলি নিয়ে যথেষ্ট ভাবেন বলেই মনে হচ্ছে কিন্তু শাহবাগের আন্দোলন নিয়ে এতটা ক্ষুব্ধ কেনো; তা বোধগম্য নয়। আপনি যেসব সমস্যার কথা বলেছেন, সেগুলোর প্রেক্ষাপট ভিন্ন। এগুলোর সাথে দেশের মানুষ মোটামুটি নিজেদের মানিয়ে নিয়েছে। ঘুণে ধরা রাজনীতিতে আমূল পরিবর্তন না হলে এসব থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। চলমান আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আপনার জন্য দু:খবোধ করছি। 'বাংলাদেশ' নামক দেশটির অস্তিত্ব কি আপনাকে মোটেও আন্দোলিত করে না? মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস কি আলোর পথে তাড়িত করে না? নাকি খুব বেশি আলোতে থেকে থেকে আপনার চোখ ঝলসে গেছে? আর সেই ঝলসে যাওয়া চোখে আন্দোলনকারীদের 'কীট' মনে হচ্ছে? আপনি খুব আক্রমণাত্বক ভাষায় আন্দোলনকারীদের সম্বোধন করেছেন। তাব বলছি, হে পড়াশোনা করা মহাজ্ঞানী (!) আয়নায় নিজেকে দেখে 'জঙ্গি-তালেবান' আর নিজের মধ্যে পার্থক্য করতে শিখুন। আন্দোলনের মাহাত্ম্য না বুঝে, এ নিয়ে কথা বলবেন না। গণেশের বোধোদয় হোক- এ কামনা করছি...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.