নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টাইটান ১

আমি টাইটান । ভালোবাসি অন্য সবার মতো নতুন চিন্তা করতে এবং তা কাগজে কাঠামো বদ্ধ করতে। ভালো লাগে গল্প, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমন কাহিনী । তবে সবচেয়ে বেশি ভালো লাগে উপন্যাস।

টাইটান ১ › বিস্তারিত পোস্টঃ

পোড়ামন দর্শকের জন্য তৈরি ছবিঃ

২৩ শে জুন, ২০১৩ রাত ৩:০৭

পোড়ামন ছবিটি আমি দুইবার হলে গিয়ে দেখেছি। আমি এই ছবির একজন ভক্ত হয়ে গেছি। আমার কাছে ছবিটি অসাধারণ হয়েছে। এটার ফিনিশিং এত সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। এরকম ফিনিশিং খুব কম বাংলা ছবিতে আছে। আমি খুব আশাবাদী বাংলাদেশী ফিল্ম একটা ভালো অবস্থানে খুব শীঘ্রই পৌঁচ্ছে যাবে। ছবিটির ফটোগ্রাফির কাজ অনেক সুন্দর। ক্যামেরার কাজ অবশ্যই প্রশংসনীয়। তবে ছবিটির আর্ট ডিরেক্শানের কাজ খুব একটা ভালো হয়নি। অভিনয় ভালো হওয়ার দরকার ছিল। আনিসুর রহমান মিলন খুব ভালো অভিনয় করেছে। মাহিয়া মাহি ও সাইমনের আরো ভালো অভিনয় করার দরকার ছিল। পরিচালকের আরও যত্ন নিয়ে ছবিটি করতে হত। ছবিটির যে ফিলোসফি এটা আরও বেশি ধারণ করলে এটা আরও ভালো হত। দর্শক ছবিটা ভালোভাবে গ্রহণ করেছে।

পোড়ামন ছবিটির প্রত্যেকটি গান অসাধারণ। খুব ভালো।

মেইন স্ট্রিমের ফিল্মগুলো বানিজ্যিক চিন্তাভাবনা থেকে তৈরি করা হয়। পোড়ামন ছবিটিও এভাবে তৈরি। এজন্য ছবির শট সিলেক্শানগুলো এরকম হয়েছে। কিছুটা ওভার এ্যাক্টিং, কিছুটা বেশি বেশি। আসলে এসব দেখেই আমাদের মতো দর্শকদের ভালো লাগে।

আমরা যারা বাংলাদেশী ফিল্ম শুনলে নাক শিটকায় তারা সত্যিই চিন্তাভাবনার দিক থেকে অন্যরকম অবস্থানে আছে। তারা সেটা নিয়েই থাক। ছবি হবে জনগনের জন্য। দর্শকের জন্য।

আমার দৃষ্টিতে পোড়ামন দর্শকের জন্য তৈরি ছবি। এই ছবি দেখলে দর্শক উপভোগ করে, হাসে, কাঁদে। এটাই এই ছবির পরিচালক ও অন্যান্য সবার সফলতা।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৩ রাত ৩:২৪

নিরব বাংলাদেশী বলেছেন: একসময় বাংলাদেশের কোন মডেলরে বাংলা ছবিতে অভিনয় এর কথা জিগাইলে ওয়াক টাইপ অঙ্গভঙ্গী করতো। আর এখন দিন বদলাইসে...

২| ২৩ শে জুন, ২০১৩ রাত ৩:৫৪

মাক্স বলেছেন: দেখি নাই এখনো।

৩| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:১৩

এেলক্সান বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.