| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্বলিত আলোর স্মৃতি কালো ধোঁয়া হয়েই হাওয়ায় মিলিয়ে যায়,
প্রকৃতির এমন নিষ্ঠুর আচরণই নিয়তি হয়েই আছে আজও।।
কিন্তু তুমি বেঁচে থাকবে আমার মনের মৌনি কোঠায়,
হৃদয়ের রক্তনালীতে, প্রতিটি শিরায় শিরায় ধমনিতে আমার প্রতিটি চিন্তায়।।
যে আমার স্বপ্নগুলোকে ভালোবেসে আলো ফোটাবে এই মরুর অন্ধকারে,
তাকেও কালো ধোঁয়া হয়ে হারিয়ে যেতে দেব না প্রিয়তম আমার।।
আমি আমাদের হাজারো ভুলগুলোকে ফুল বানিয়ে ঊষালগ্নে প্রস্ফটি করব,
কালো ধোঁয়া হয়ে হারিয়ে যেতে দেব না প্রিয়তম।।
অন্তিম ঊষার গোধুলী বিকেলের আলো হয়ে রইব আমরা মানুষের হৃদয়ে,
কবরে যাবে আমাদের অসমাপ্ত বেদনাগুলি যা ফুল হয়ে ফোটার অপেক্ষায় ছিল মাত্র।।
আমাদের বন্ধুরা আমাদের দেখবে প্রকৃতির আলোয়,
আমরা থাকব সূর্যের সেই আলোয় যাকে চন্দ্র গ্রাস করে নিজের করে নিয়েছে।।
তুমি মধুতে প্রস্ফটিত আমার কোমল প্রাণফুল,
আমি তোমার ঘ্রাণে বিভোর যাযাবর মৌমাছি।।
মাতাল করেছে আমায় তোমার মধূর চেয়ে মিষ্টি দু’চোখ,
মিটবে না তোমায় দেখার স্বাধ কাটিলেও আমার ইহকাল।।
প্রকৃতিতে পশু পাখির হিংস্র বিচরণ চলছে,
এক্ষুণি একটানে দরজা জানালা বন্ধ করার সময় হয়েছে।।
আমি তোমাকে চাই: প্রকৃতির মত শান্ত হবে আমাদের ভূবন,
অন্তিম সুখের সন্ধানে প্রকৃতিতে মিলিয়ে যাব আমরা দু’জন।।
আমি জানি আমাদের দুখের ডালিগুলি এখনো অবাধে বিচলন করছে ধরায়,
তুমি বিশ্বাস কর আমরা এক হলে একদিন সব ঠিকই হবে।।
একদিন ঠিকই সবাই বুঝতে পারবে আমাদের ভালোবাসার ঘণত্ব গভিরতা,
সে দিন দু:খের দিনগুলি ফুল হয়ে গোছাবে যত মাথা ব্যথা।।
নতজানু হয়ে ভিত সন্ত্রস্ত আমি মৃত্তিকা পানে চেয়ে আছি,
সু-ঘ্রাণে উজ্জল নীল ফুলের বাগানটার দিকে তাকানোর সাহস পাচ্ছি না একা একা।।
প্রিয়তম আমার তুমি প্রকৃতির পাহাড়ে কণ্যার মত মাথা উঁচু করে আছ,
আমি ঝরর্ণা ধারার মত তোমাতে বয়ে যাই অবিচল।।
আমি রাত্রির অন্ধকারে শীত নিবারণে জ্বেলেছি অগুন,
আমি স্পর্শ করছি সেই আগুন আর শিহরিত হচ্ছি বারং বার।।
আমি তোমায় স্পর্শ করছি প্রিয়তম বন্ধু আমার,
আমি তোমার উত্তাপেই যেন শীত নিবারণ করছি প্রিয়তম আমার।।
আমি আছি মানুষের মাঝে প্রকৃতির মাঝে,
আমি মানুষ ভালোবাসি প্রকৃতি ভালোবাসি।।
আমি ভালোবাসি আনন্দোলন ভালোবাসি ভ্রমণ,
যেথায় তোমার সাথে ছুটে চলা যায় অনন্ত পথ।।
আনন্দোলনের শ্রোগানের কলমে তুমি লেগে আছ,
প্রিয়তম বন্ধু আমার আমি তোমাকে ভালোবাসি।।
ভালোবাসি তোমার খুনসুটিগুলোকে,
ভালোবাসি তোমার অনবদ্য ছুটে চলাকে।।
কাল রাতে তোমকে স্বপ্ন দেখলাম,
তোমার পায়ের আওয়াজ শুন্তে পেলাম।।
তোমাকে বধু বলে ডেকে ছিলাম,
সেই শব্দ আওয়াজ তোলেনি তোমার কানে।।
হতাশা আর নৈরাশের অভিশাপ নিয়ে জেগে উঠলাম,
অতশত কণ্ঠস্বরের মাঝে আমার আওয়াজ কি শুন্তে পাও নি?
হে প্রকৃতির পাহাড় কণ্যা তোমাতে আমার বিচরণ ঝর্ণা ধারার মত,
হে প্রকৃতির পাহাড় কণ্যা আমরা সৃষ্টি করব এক অসিম সমুদ্র যাতে পূণমিলিত হেব আমাদের স্বত্ত্বা।
হে প্রিয়তম বন্ধু আমার তুমি মিশে আছ আমার প্রতিটি অনুতে প্রতিটি কণায়,
হে প্রিয়তম বন্ধু আমার আমি তোমাকে ভালোবাসি।।
আমি আমার প্রতিটি মুহুর্তে প্রতিটি চিন্তায় তোমাকে খুজে পাই,
আমি আমার অনন্ত অসিম পরকালেও তোমাকে সঙ্গি হিসেবে চাই।।
২|
৩০ শে মে, ২০১৬ রাত ১১:১১
ইব্রাহীম কার্দি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৬ সকাল ৯:৩৯
গেম চেঞ্জার বলেছেন: অসাধারণ ও সুন্দর!! প্রিয়তে নিলাম।
ব্লগে লেখালেখি চালিয়ে যান!!