নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্তর্মুখী

ইব্রাহীম কার্দি

“আপনাতে আপনি হইতে সাবধান”

ইব্রাহীম কার্দি › বিস্তারিত পোস্টঃ

এ কেমন কথারে ভাই ? মিডিয়ার মান বলে কিছু নাই ?

২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৯

এক

খবরটি Prothom Alo পত্রিকার (১৫-০৩-২০১৬-৯ম পাতার)।

অসম্পন্য খবরই মনে হচ্ছে। একটু জানাবেনঃ





কোন বাসায় ? কোথায় এই বাসা ? কার বাসা ? গৃহকর্তারা ভাড়া থাকেন ওই বাসায় ? নাকি নিজের বাসা ? তাদের পরিচয় ? মামলার নম্বরটা কত ?

আচ্ছা অভিযুক্ত আল মুজাহেদি ও তার স্ত্রী আয়েশা পারভিনের কোন বক্তব্য আছে ঘটনায় ? তারা পালাতক ? নাকি বক্তব্য দিতে চাননি ? আচ্ছা আত্মহত্যাকারী ইসমার বয়স কত ? আচ্ছা সেটি আত্মহত্যা ছিল কিভাবে বুঝলেন ?

কিছুই জানালেন না। একটু জানার ইচ্ছে হয়।

দুই

মিস্টার Prothom Alo এই খবরটি (১৩-০৩-২০১৬, ৫ম পাতার খবর) নিতান্তই দুর্বল সাংবাদিকতার উদাহরণ বলে মনে হচ্ছে। একটু সচেতন হলে আমরা উপকৃত হবো। অন্তত হলুদ সাংবাদিকতার ছোবল থেকে জাতিকে বাঁচান।



খবরটিতে দুটি মাত্র মানুষের বক্তব্য দেয়া হয়েছে যদিও অভিযোগ কারী এবং অভিযুক্তের বক্তব্য থাকা উচিত, সেখানে নাম পরিচয় ছাড়া একজনের বক্তব্য। হতাশ হলাম।

স্থানীয় ‘বাসিন্দা‘ তিনি কে একটু জানাবেন ? তিনি কী নাম প্রকাশে অনিচ্ছুক ? তাও বললেন না !

মহি মুন্সি, রনি ও রশিদ ভূঁইয়াদের বক্তব্য কী জানা যাবে ? তাদের পরিচয় ? তারা কিছু বলতে চেয়েছেন বিষয়টি নিয়ে ? নাকি পালাতক আছেন ? কিছুই বললেন না যে ?

কে এই ‘এক’ মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ? একটু ক্লিয়ার করবেন ? তিনি ১০ লাখ টাকার মাছ লুট হওয়ার পরও কেনই বা মামলা করেননি ?

কৌতুহলী মানুষ তাই জানতে ইচ্ছে হয়। আপনারাইত ‘সেরা’ পত্রিকা এদেশের। জানাবেন কি ?

হাবিবুর রহমান সাহেব থানায় অভিযোগ না করে প্রথম আলোকেই কেন অভিযোগ করলেন বড়ই ঘবলা মনে হচ্ছে।। টাকা দশ লাখ বলে কথা।। তাও ককটেল ফাটিয়ে ডাকাতি। পুকুর চুরি।।

আমি প্রথম আলো বিরোধী নই। শুধু প্রথম আলো নিউজ দেয়ার কারণ হচ্ছে, অন্যদের নিয়ে সমালোচনা করতেও ইচ্ছে করছে না।।

খবর দুটিতে সাংবাদিকতার কোন নিয়ম মানা হয়নি। কেন হয়নি ? প্রশ্নটির উত্তর সংশোধনিতে ছাপা হবে ?

এই যদি হয় মিডিয়ার অবস্থা তবে বাক স্বাধীনতা শতভাগ পেলে মিডিয়া তখন কি করবে ? যুদ্ধ বাধিয়ে দেবে নাতো ? পুলিৎজারের মতো ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.