| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
মিয়ানমার ছেড়ে বাংলাদেশে নিরাপদ আবাসনের খোঁজে ছুটছে রোহিঙ্গা শিশুরা। ছবি: নিজ, কুতুপালং, উখিয়া, কক্সবাজার
২.
রাত তখন আনুমানিক ১২টা। নবজাতককে নিয়ে রাস্তার ধারে বসে ভোরের প্রহর গুণছেন এক মা। ছবি: নিজ, লম্বাবিল সীমান্ত, উখিয়া, কক্সবাজার।
৩.
খাবার আর পোশাকের জন্য ৮-১০ দিন ঘরে পায়ে হেটে সীমান্ত পাড়ি দিয়ে আসা রোহিঙ্গাদের হাহাকার। ছবি : নিজ, টেংখালী, উখিয়া, কক্সবাজার।
৪.
উদ্দেশ্যহীন এক জনগোষ্টির বিদেশ যাত্রা। পথের ধারে বসে শুধু বেঁচে থাকার আকুতি। ছবি: নিজ, কুতুপালং, উখিয়া, কক্সবাজার।
৫.
খাদ্যের জন্য অপেক্ষমান রোহিঙ্গারা। তবে কোথা থেকে কে কখন তাদের জন্য খাদ্য নিয়ে আসবে তারা জানে না। অচেনা এক আগুন্তুকের আশ্বাসে বসে থাকা। ছবি : নিজ, লম্বাবিল, উখিয়া, কক্সবাজার।
২|
১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪১
মোঃ আল মামুন শাহ্ বলেছেন: আসামে ঢলের আগেই পূর্ব প্রস্তুতি নিতে হবে।
৩|
১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:১৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: রোহিঙ্গা নিয়ে আমার আগ্রহ নেই। ওরা চলে গেলে বাঁচি।।
পুনশ্চঃ
রাতারগুলের পোস্টে আপনি কমেন্ট অপশন বন্ধ রেখেছেন। পোস্টের নীচে সেটা লিখে দিতে পারতেন। নাকি???![]()
৪|
১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৪
পদাতিক চৌধুরি বলেছেন: এক কথায় সভ্যতার সংকট। এ দুর্যোগের কালো মেঘ কবে কাটবে কে জানে।
৫|
১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: বড়ই মর্মান্তিক!
৬|
১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৯
বাকপ্রবাস বলেছেন: খোদার এত বড় দুনিয়ায় মানুষের ঠাঁই হয়না রোহিঙ্গার বন্দী যেন চিড়িয়া খানায়, খাঁচা থেকে বের হলেই বিপদ......... এবার আসাম আসার পালা। বাংলাদেশটা হয়ে উঠবে ডাম্পিং ষ্ট্যেট, আশেপাশে মুসলমানদের এখানে এনে ফেলা হবে।
৭|
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৫
স্রাঞ্জি সে বলেছেন:
আহা মর্মান্তিক। কিছু করার নাই।
৮|
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১০
Mohammad Israfil বলেছেন: ছবি গুলো দেখলে অন্তর কেপে যায়
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৮
রাজীব নুর বলেছেন: আমাদের দেশে এসে তারা খুব মর্মান্তিক জীবন যাপন করছে।