![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবেসেছি, অনেক ভালবেসেছি। সকাল থেকে সন্ধ্যা, সারাদিন, প্রতিটি মুহূর্ত ভালবেসেছি। নিঃস্বার্থ ভাবে ভালবেসেছি। যখন তোমার কিছু ছিল না তখনও ভালবেসেছি, যখন তোমার সব কিছু ছিল তখনও ভালবেসেছি। কারনে, অকারনে সারক্ষন শুধু তোমাকেই ভালবেসেছি। নিজের সর্বস্ব দিয়ে, নিজের সব কিছু উজার করে ভালবেসেছি। বিনিময়ে শুধু একটাই অনুরোধ ছিল যা তুমি কোনদিন রাখনি। আমার প্রতিটি চোখের পানি জানে আমি কতটা কষ্ট পেয়েছি। হয়ত কোনদিন বুঝবে না, তবুও তোমাকেই ভালবাসি।
২| ১৫ ই মে, ২০১৩ রাত ১০:৫৩
"চিরকুট" বলেছেন: আজকে শুধু ভালবাসার পতন দেখা যাচ্ছে ব্লগে
৩| ১৫ ই মে, ২০১৩ রাত ১১:১০
ইট্টুস কথা বলেছেন: অন্তরের ভিতর যে অন্তর রহে
সে আমায় অবিরাম কহে
প্রেম নাকি ছুয়েছে আমায়
তবুও কেন বলতে পারিনা আমি
ভালবাসি ভালবাসি তোমায়
অন্তরের ভিতর যে অন্তর রহে
সে আমায় অবিরাম কহে
প্রেম নাকি ছুয়েছে আমায়
তবুও কেন বলতে পারিনা আমি
ভালবাসি ভালবাসি তোমায়
দূর নিলিমায়
অসীম শূন্যতায়
স্বপ্ন আমার একাকার হয়ে যায়
দূর নিলিমায়
অসীম শূন্যতায়
স্বপ্ন আমার একাকার হয়ে যায়
তবুও বলতে পারি না কেন
ভালবাসি ভালবাসি তোমায়
অন্তরের ভিতর যে অন্তর রহে
সে আমায় অবিরাম কহে
প্রেম নাকি ছুয়েছে আমায়
তবুও কেন বলতে পারিনা আমি
ভালবাসি ভালবাসি তোমায়
চারিদিকে মোর
ব্যাথার সরবর
বুকের ভিতর তোলপাড় সাগর
চারিদিকে মোর
ব্যাথার সরবর
বুকের ভিতর তোলপাড় সাগর
তবুও কেন বলতে পারিনা আমি
ভালবাসি ভালবাসি তোমায়
অন্তরের ভিতর যে অন্তর রহে
সে আমায় অবিরাম কহে
প্রেম নাকি ছুয়েছে আমায়
তবুও কেন বলতে পারিনা আমি
ভালবাসি ভালবাসি তোমায়
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৩ রাত ১০:৫২
ক্ষণিক বলেছেন: আতীত মনে রাখার মত মন এদের বিধাতা দেন নি। সবাই ভালবাসতে পারে না। আপনি ভালবেসেছেন এটিই আপনার সাফল্য...............