নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তহুরা মরিয়ম মিষ্টি

মিষ্‌টি

মিষ্‌টি › বিস্তারিত পোস্টঃ

GF (Girlfriend)-রা মানুষ না?!

৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৩

Gf- রা মানুষ না। তাদের মনের দুঃখ আসল কোন দুঃখ না। তাদের চোখের পানি ডাস্টবিন এর পানির মত নোংরা। তারা শুধুই ন্যাকামি করে কাঁদে। তাদের মধ্যে কোন কষ্ট নেই। ছেলেরা তাদের GF-কে চাইলেই মিথ্যে বলতে পারে। GF এর কাছে মিথ্যে বলা ফরয, এতে কোন গুনাহ নেই। ছেলেরা চাইলেই তাঁর GF-এর কাছে লুকিয়ে অন্য মেয়েদের সাথে থাকতে পারে, এটা মোটেই ধোঁকা দেয়ার মত কিছু না। ১ টা GF গেলে আরও ১০ টা আসবে, কিন্তু বান্ধবীদের ছাড়া যাবে না। কারন GF এর মধ্যে তো কোন অনুভূতি নেই! ওরা তো মানুষ না। ওরা শুধুই বস্তু, যাদের দ্বারা মন ভরানোর পর তারা মরে গেলেও কিছু আসে যায় না।

আল্লাহ এমন অসুস্থ মানসিকতার মানুষ গুলোকে হেদায়েত দান করুক।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৭

শাহজাহান মুনির বলেছেন: আল্লাহ এমন অসুস্থ মানসিকতার মানুষ গুলোকে হেদায়েত দান করুক।

২| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৪

পেন্সিল চোর বলেছেন: gf টা কি জিনিষ?????

৩| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:০২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আল্লাহ এমন অসুস্থ মানসিকতার মানুষ গুলোকে হেদায়েত দান করুক।

৪| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:০৮

জহীরুল ইসলাম বলেছেন: যে হালায় ছ্যাকা মারছে হের নাম্বাটা দেন তো........।

৫| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:০৯

রাসেল৯০৫৫ বলেছেন: GF এবং বান্ধবীর মধ্যে পার্থক্য খুজে পেলাম না।

৬| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:২৩

সেলিম আনোয়ার বলেছেন: bf আর gf দুজনের একই রকম অবস্থা ।শুধু bf এর দোষ দেয়া অনুচিৎ

৭| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:০৯

মিষ্‌টি বলেছেন: --
" নাবী (সা) ৩ টি ব্যাপারছাড়া অন্য
কোন ব্যাপারে মিথ্যা বলার
অনুমতি দেন নি। ১. যুদ্ধক্ষেত্র ২.
বিবাদমান ২ জনের মধ্যেমীমাংসার
জন্য এবং ৩. স্বামী তার
স্ত্রীকে (ভালোবাসা, প্রসংশা ও মনঃতুষ্টির
জন্য) কথাবার্তা বলার সময়।
(বুখারি , মুসলিম , তিরমিযি,
মিশকাত-৪৮১১)

৮| ৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

দুঃখিত বলেছেন: লেখাগুলো ভালোই তো হচ্ছে আরও একটু কি বড় করা যেতো না ? অবস্য এটা লেখিকার একান্ত ব্যাক্তিগত ব্যাপার :) ভালো থাকবেন । শুভকামনা থাকলো :)

৯| ৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

হ্যাজাক বলেছেন: জি এফ কেমনে জোটায় ভাই?

১০| ৩০ শে মে, ২০১৩ রাত ৯:৫৩

মিথ্যুক আমি বলেছেন: খুবই কষ্টের বিষয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.