নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিন-রাত সাউথ ইন্ডিয়ান মুভি দেখতে ইচ্ছা হয় (দেখিও বটে)। পাশাপাশি কলকাতার মুভিগুলোও অনেক ভালো লাগে। যদিও ভালো মতো লিখতে পারিনা, তাও এগুলো নিয়ে লেখা-লিখি করতে অনেক ভালো লাগে।

ব্লগার আকাশ

দিন-রাত সাউথ ইন্ডিয়ান মুভি দেখতে ইচ্ছা হয় (দেখিও বটে)। পাশাপাশি কলকাতার মুভিগুলোও অনেক ভালো লাগে। যদিও ভালো মতো লিখতে পারিনা, তাও এগুলো নিয়ে লেখা-লিখি করতে অনেক ভালো লাগে।

ব্লগার আকাশ › বিস্তারিত পোস্টঃ

তামিল, তেলুগু অভিনেতা রিভিউঃ ১ম পর্বঃ সুপারস্টার বিজয়

১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪১



╚═══► ব্যক্তিগত তথ্যসমূহ ◄═══╝
●► পূর্ণ নামঃ জোসেফ বিজয় চন্দ্রশেখর।
●► অন্য নামঃ ইলায়াথালাপতি।
●► জন্মঃ ২২ জুন ১৯৭৪
●► জন্মস্থানঃ চেন্নাই, তামিল নাড়ু, ভারত।
●► বাসস্থানঃ সালিগ্রামাম, চেন্নাই, তামিল নাড়ু, ভারত।
●► পেশাঃ অভিনেতা, গায়ক।
●► উচ্চতাঃ ৫ ফুট ১০ ইঞ্চি, ১.৭৮ মিটার।
●► ওজনঃ ৭৩ কেজি।
●► বডিঃ বুক- ৩৮ ইঞ্চি, কোমর- ২৯ ইঞ্চি, দ্বিশীর মাংসপেশী- ১৪ ইঞ্চি।
●► চুলের রঙঃ কালো।
●► চোখের রঙঃ বাদামী।
●► রাশিঃ কর্কট।
●► ধর্মঃ হিন্দু।
●► শিক্ষাগত যোগ্যতাঃ চেন্নাইয়ের লয়োলা কলেজে বিএসসি পড়াকালীন শিক্ষা জীবনের ইতি টানেন।


╚═══► পরিবার ও বন্ধু-বান্ধব ═══╝
●► বাবাঃ এস.এ চন্দ্রশেখর (সিনেমা পরিচালক, প্রযোজক, লেখক)।
●► মাঃ শোভা চন্দ্রশেখর (গায়িকা, সিনেমা পরিচালক, প্রযোজক)।
●► স্ত্রীঃ সঙ্গীতা সর্ণালিঙ্গম (শ্রীলংকান তামিল, তবে বাস করতো লন্ডনে। এখন অবশ্য ভারতীয়)। বিবাহ হয় ২৫ আগষ্ট ১৯৯৯।
●► ছেলেঃ জেসন সঞ্জয় (জন্ম- ২০০০)।
●► মেয়েঃ দিব্যা সাশা (জন্ম- ২০০৫)।
●► বন্ধুঃ সজয়, স্রীনাথ, সঞ্জীব ইত্যাদি।
●► সিনেমা জগতে ঘনিষ্ঠ বন্ধুঃ বিক্রম ও সুরিয়া।


╚═══► প্রিয় ব্যক্তি/বস্তুসমূহ ═══╝
●► প্রিয় খাদ্যঃ চিকেন বিরিয়ানি।
●► প্রিয় গন্তব্যস্থলঃ লন্ডন, লস অ্যাঞ্জেলেস।
●► প্রিয় রঙঃ নীল ও কালো।
●► প্রিয় পোশাকঃ জিন্স এবং টি-শার্ট।
●► প্রিয় অভিনেতাঃ রজনীকান্ত।
●► প্রিয় অভিনেত্রীঃ সিমরান।
●► প্রিয় বস্তুঃ গাড়ি।


╚═══► ফিল্ম ও মিউজিক ক্যারিয়ার ═══╝
●► মোট সিনেমাঃ ৫৮টি। (এছাড়া চিল্ড আর্টিস্ট হিসেবে ৬টি)।
●► বর্তমান পারিশ্রমিকঃ ২০-২২ কোটি। অবশ্য, আপকামিং থেরিতে ৩০ কোটি নিয়েছে বলে শোনা যাচ্ছে।
●► প্রথম সিনেমাঃ নালাইয়া থিরুপু (১৯৯২)।
●► পরবর্তী সিনেমাঃ থেরি (১৪ এপ্রিল, ২০১৬)।
●► বিজয়ের গাওয়া মোট গানঃ ৩১টি।
●► IMDb তে সর্বোচ্চ রেটিং পাওয়া তিন সিনেমাঃ কাথথি (২০১৪)- ৮, থুপ্পাক্কি (২০১২)- ৭.৮, নানবান (২০০৯)- ৭.৮।
●► Indiglitz এর মতে বিজয়ের গাওয়া সেরা কিছু গানঃ সেলফি পোল্লা, গুগল গুগল, ভানগান্না ভানাক্কানগান্না, কান্ডাঙ্গী কান্ডাঙ্গী, কোকো কোলা ইত্যাদি।


╚═══► অ্যাওয়ার্ডস জয় ═══╝
●► বিজয় অ্যাওয়ার্ডসঃ ৭টি। যার ভেতর ফেভারিট হিরো অ্যাওয়ার্ডস ৩টি।
●► তামিল নাড়ু ফিল্ম অ্যাওয়ার্ডসঃ ৩টি। যার ভেতর সেরা অভিনেতা অ্যাওয়ার্ডস ২টি।
●► এডিসন অ্যাওয়ার্ডসঃ ২টি। যার ভেতর সেরা অভিনেতা অ্যাওয়ার্ডস ১টি।
●► অন্যান্য অ্যাওয়ার্ডসঃ ১৩টি। যার ভেতর সেরা অভিনেতা অ্যাওয়ার্ডস ১১টি।
(মোট অ্যাওয়ার্ডস ২৫টি। একটাই আফসোস... নেই কোনো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস!)


╚═══► যোগাযোগ ═══╝
●► বাসস্থানঃ ৬৪, কাবেরি স্ট্রিট, সালিগ্রামাম, চেন্নাই, তামিল নাড়ু, ভারত।
●► ফেসবুকঃ http://www.facebook.com/ActorVijay
●► টুইটারঃ http://www.twitter.com/actorvijay


╚═══► পার্সোনাল রেটিংসহ আমার দেখা সেরা ৫ বিজয়ের সিনেমা ═══╝
১। কাথথি (২০১৪)- ১০/১০
২। জিল্লা (২০১৪)- ৯.৭/১০
৩। থুপ্পাক্কি (২০১২)- ৯.৪/১০
৪। থালাইভা (২০১৩)- ৮.৮/১০
৫। ভেট্টাইকারাণ (২০০৯)- ৮.৭/১০
(নানবান, পক্কিরি, ভাসিরীগা ইত্যাদি রিমেকগুলো বাদ দিয়ে। পুরাতন কিছু জনপ্রিয় মুভি এখনো দেখিনাই। আর... কারো ডাউনলোড লিংক লাগলে বলতে পারেন।)

বিজয়ের গাওয়া অত্যাধিক প্রিয় গানঃ কান্ডাঙ্গী কান্ডাঙ্গী (জিল্লা)- https://m.youtube.com/watch?v=rPpmJpGxBVo


╚═══► বিজয় সম্পর্কে জানা-অজানা আরো কয়েকটি তথ্য ═══╝
=> বিজয়ের ছোট বোন বিদ্যা চন্দ্রশেখর মাত্র ২ বছর বয়সেই মারা যায়। তখন বিজয়ের বয়স ৯ বছর। বিজয়ের কাছে এখন পর্যন্ত এটাই সবচেয়ে দুঃখের স্মৃতি।
.
=> চেন্নাইয়ের এগমোর হাসপাতালে প্রতিবছরের ২২ জুন অর্থাৎ বিজয়ের জন্মদিনে যত শিশু জন্মগ্রহণ করে, তাদের সবাইকে সোনার আংটি প্রদান করেন বিজয়।
.
=> এছাড়া জন্মদিনে ৫০,০০০ এর বেশী গরীব ছাত্র-ছাত্রীর মাঝে বই ও খাতা বিতরণ করেন।
.
=> প্রতিবছর ৩২ জন শিশুর লেখাপড়ার খরচ বহন করেন বিজয়।
.
=> ফোবর্স ইন্ডিয়া সেলিব্রেটি Ranking ২০১৩-তে বিজয়ের অবস্থান ছিলো ৪৯ এবং ২০১৪ তে ৪২।
.
=> "পক্কিরি" সিনেমার শ্যুটিং চলাকালীন হঠাৎ-ই বিজয়ের মাথা ব্যথা শুরু হয় এবং ক্রমশ চোখ ফুলে উঠে। অতঃপর হাসপাতালে ভর্তি, অপারেশন। কয়েক সপ্তাহ পর সুস্থ হয়ে পুনরায় শুট্যিংয়ে যোগ দেয় বিজয়।
.
=> ব্যক্তিগতভাবে রজনীকান্তের ডাই-হার্ড ফ্যান বিজয়। তার মতে, রজনীর জায়গা কারো দ্বারাই পূরণ সম্ভব নয়।
.
=> ১৯৯৫ সালের "রাজাভিন পারভায়িলে" সিনেমায় একসাথে অভিনয় করেছিলেন বিজয় ও অজিথ। এখন তাদের দুইজনের মাঝে তুমুল প্রতিদ্বন্দীতা।
.
=> বেশিরভাগ বিজয় ফ্যানরাই অজিথে হেটার/অপছন্দকারী। তবে বিজয়ের মা নিজেকে অজিথের বড় একজন ভক্ত বলে দাবি করেছেন।
.
বিজয় ফ্যানদের কিছু পাগলামি/বোকামি >>>
.
=> "থিরুপাছি" সিনেমার ১ম দিনের টিকিট না পেয়ে তার এক ফ্যান আত্মহত্যা করে। তার বাবা-মাকে সান্তনা দিতে বিজয় তাদের বাসায় যায়। ৫০,০০০ টাকার একটি চেকও দেয়। পরবর্তীতে এরকম ঘটনা থেকে বিরত থাকার জন্য তার সকল ফ্যানকে অনুরোধ করেন।
.
=> ২০১৩ সালে আবারো এক বিজয় ফ্যান আত্মহত্যা করে। "থালাইভা" মুভির ১ম দিনের টিকিট নিজের রাজ্য না পেয়ে পাশের রাজ্যে যায়। সেখানেও টিকিট না পেলে রশিতে ঝুলে আত্মহত্যা ২০ বছর বয়সী এক বিজয় ফ্যান।
.
=> কাথথি দেখার পর তার একটি গানে নাচতে নাচতে উপর থেকে পড়ে মারা যায় আরো কেরালা রাজ্যের এক বিজয় ফ্যান। জয়াভারত থিয়েটারে ঘটে এই ঘটনা। বিজয় এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন এবং কেরালায় গিয়ে তার পরিবারকে ৩ লাখ টাকা অনুদান দেন।
.
=> বিজয়ের ডাই-হার্ড ২জন ফ্যান, পুলি ১ম দিনের শো দেখে মোটর বাইকে ফেরার সময় অ্যাক্সিডেন্টে মারা যায়। বিজয় খবর পাওয়া মাত্রই সেখানে হাজির হয়। তাদের পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি, যেকোনো সমস্যায় পাশে থাকার আশ্বাস দেন।


সকল তথ্যই বিভিন্ন জনপ্রিয় সাইট থেকে সংগ্রহীত। ২য় পর্বে শীঘ্রই হাজির হবো অন্য কোনো সাউথ অভিনেতার বিস্তারিত নিয়ে। ধন্যবাদ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৮

বিজন রয় বলেছেন: আপনি এত তথ্য পেলেন কই।
আর এসব নিয়ে এত গবেষণার বা দরকার কি?
আর কি কোন বিষয় নেই আমাদের নিজের দেশের কোনকিছু?


এগুলো কোন নায়ক হলো?

২| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪১

ব্লগার আকাশ বলেছেন: যার যেটা পছন্দ আর কি.... #বিজন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.