নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিন-রাত সাউথ ইন্ডিয়ান মুভি দেখতে ইচ্ছা হয় (দেখিও বটে)। পাশাপাশি কলকাতার মুভিগুলোও অনেক ভালো লাগে। যদিও ভালো মতো লিখতে পারিনা, তাও এগুলো নিয়ে লেখা-লিখি করতে অনেক ভালো লাগে।

ব্লগার আকাশ

দিন-রাত সাউথ ইন্ডিয়ান মুভি দেখতে ইচ্ছা হয় (দেখিও বটে)। পাশাপাশি কলকাতার মুভিগুলোও অনেক ভালো লাগে। যদিও ভালো মতো লিখতে পারিনা, তাও এগুলো নিয়ে লেখা-লিখি করতে অনেক ভালো লাগে।

ব্লগার আকাশ › বিস্তারিত পোস্টঃ

তামিল, তেলুগু অভিনেতা রিভিউঃ ২য় পর্বঃ আল্লু অর্জুন

১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৯



╚═══► ব্যক্তিগত তথ্যসমূহ ◄═══╝
●► পূর্ণ নামঃ আল্লু অর্জুন।
●► অন্যান্য নামঃ বান্নি, স্টাইলিশ স্টার।
●► জন্মঃ ৮ এপ্রিল ১৯৮৩
●► জন্মস্থানঃ বিজয়া হাসপাতাল, চেন্নাই, তামিল নাড়ু, ভারত।
●► বাসস্থানঃ হায়দ্রাবাদ, তেলাঙ্গানা, ভারত।
●► পেশাঃ অভিনেতা।
●► উচ্চতাঃ ৫ ফুট ৯ ইঞ্চি, ১.৭৫ মিটার।
●► ওজনঃ ৬৯ কেজি।
●► বডিঃ বুক- ৪০ ইঞ্চি, কোমর- ২৯ ইঞ্চি, দ্বিশীর মাংসপেশী- ১৫ ইঞ্চি।
●► চুলের রঙঃ হালকা বাদামী।
●► চোখের রঙঃ বাদামী।
●► রাশিঃ মেষ।
●► ধর্মঃ হিন্দু।
●► শিক্ষাগত যোগ্যতাঃ হায়দ্রাবাদের এমএসআর কলেজ থেকে বিবিএ ডিগ্রি।


╚═══► পরিবার ও বন্ধু-বান্ধব ═══╝
●► বাবাঃ আল্লু অরভিন্দ (সিনেমা প্রযোজক)।
●► মাঃ আল্লু নির্মলা।
●► ভাইঃ আল্লু সিরিশ (অভিনেতা), আল্লু ভেঙ্কটেশ।
●► স্ত্রীঃ স্নেহা রেড্ডি। বিবাহ- ২০১১ সালের ৬ মার্চ।
●► ছেলেঃ আল্লু অয়ন (জন্ম- ২০১৪)।
●► সিনেমা জগতে ঘনিষ্ঠ বন্ধুঃ রাম চরণ, রানা ডাজ্ঞুবতি।

এছাড়া... আল্লু অর্জুন, বিখ্যাত কৌতুক অভিনেতা আল্লু রামালিঙ্গাইয়াহ এর নাতি। চিরঞ্জীবি, পাওয়ান কালিয়ান, রামচরণ, সাই ধরম তেজ, বরুণ তেজ- এরাও আল্লু অর্জুনের আত্মীয়।

╚═══► প্রিয় ব্যক্তি/বস্তুসমূহ ═══╝
●► প্রিয় খাদ্যঃ থাই এবং মেক্সীকান খাবার।
●► প্রিয় পানীয়ঃ তরমুজের শরবত।
●► প্রিয় রঙঃ সাদা ও কালো।
●► প্রিয় পোশাকঃ নকশা করা কাপড়।
●► প্রিয় অভিনেতাঃ চিরঞ্জীবি।
●► প্রিয় অভিনেত্রীঃ রাণী মুখার্জী।
●► প্রিয় সিনেমাঃ গ্যাং লিডার (১৯৯১), ইন্দ্র (২০০২)। [গ্যাং লিডার দেখিনাই, ইন্দ্র আমারও অন্যতম প্রিয় সিনেমা]
●► প্রিয় বইঃ Who Moved My Cheess by Dr. Spenser Johnson, Oh Life! Relax Please by Swami Sukhabodhanandha
●► প্রিয় খেলাঃ ক্রিকেট।
●► প্রিয় শিল্পীঃ কে.কে, হরিহরণ।
●► প্রিয় গানঃ Nijangaa Nenenaa (Kotha Bangaru Lokam) [আমারও পছন্দের একটি গান]
●► প্রিয় গাড়িঃ স্কোর্পিও, সার্ফারি।

╚═══► ফিল্ম ক্যারিয়ার ═══╝
●► মোট সিনেমাঃ ১৫টি। (এছাড়া চাইল্ড আর্টিস্ট- ১টি, Cameo- ৩টি, শর্ট ফিল্ম- ১টি)।
●► বর্তমান পারিশ্রমিকঃ ১০-১২ কোটি। অবশ্য, আপকামিং সারাইনোড়ুতে ১৪ কোটি নিয়েছে।
●► প্রথম সিনেমাঃ গ্যাংগোত্রী (২০০৩)।
●► আপকামিং সিনেমাঃ সারাইনোড়ু (২২ এপ্রিল, ২০১৬)।
●► IMDb তে সর্বোচ্চ রেটিং পাওয়া তিন সিনেমাঃ বিদাম (২০১০)- ৮.২, আরিয়া (২০০৪)- ৭.৯, রেস গারাম (২০১৪)- ৭.৪।

╚═══► অ্যাওয়ার্ডস জয় ═══╝
●► সাউথ ফিল্মফেয়ারঃ ৩টি। ৩টিই সেরা অভিনেতা অ্যাওয়ার্ডস (পারুগু, বিদাম, রেস গারাম)।
●► নন্দি অ্যাওয়ার্ডসঃ ২টি।
●► সান্তোষাম অ্যাওয়ার্ডসঃ ২টি।

╚═══► যোগাযোগ ═══╝
●► ওয়েবসাইটঃ http://www.alluarjunonline.com
●► ফেসবুকঃ http://www.facebook.com/AlluArjun
●► টুইটারঃ http://www.twitter.com/alluarjun


╚═══► পার্সোনাল রেটিংসহ আমার দেখা সেরা ৫ আল্লু অর্জুনের সিনেমা ═══╝
১। আরিয়া টু (২০০৯)- ১০/১০
২। রেস গারাম (২০১৪)- ১০/১০
৩। বিদাম (২০১০)- ৯.৮/১০
৪। জুলায়ি (২০১২)- ৯.২/১০
৫। হ্যাপি (২০০৬)- ৮.৪/১০


╚═══► আল্লু অর্জুন সম্পর্কে জানা-অজানা আরো কয়েকটি তথ্য ═══╝
=> জনপ্রিয় ম্যাগাজিন ফোবর্স ইন্ডিয়ার সর্বশেষ তালিকা অনুযায়ী, আল্লু অর্জুন বর্তমান ভারতের ৪২তম সেলেব্রেটি।
.
=> প্রথম সাউথ হিরো হিসেবে, সম্প্রতি ফেসবুকে ১ কোটি ফ্যান সংখ্যা পূরণ করেছে আল্লু অর্জুন।
.
=> সেভেন আপ, ক্লোজ আপ, লট মোবাইল, ওএলএক্স, কোলগেট, মোটোকর্প-সহ অনেকগুলো ব্রান্ডের অ্যাম্বাডেসর তিনি।
.
=> কেরালায় তেলুগু অভিনেতাদের ভেতর আল্লু অর্জুনের ক্রেজ সবচেয়ে বেশি। তার প্রত্যেকটি সিনেমাই সেখানে রেকর্ড সংখ্যক থিয়েটারে মুক্তি পায়।
.
=> কেরালায় অধিক জনপ্রিয়তার কারণে তার সকল মুভি মালায়ালাম ভাষায় ডাবিং হয়েছে। তার "মাল্লু অর্জুন" নামটিও মালায়ালামদের প্রতি শ্রদ্ধা রেখে।
.
=> সামাজিক কাজেও আল্লু অর্জুন খুবই তৎপর। সমাজের প্রতি সকলের সচেতনতা ও দায়িত্ববোধ বাড়ানোর উদ্দেশ্যে তার শর্ট ফিল্ম "আই অ্যাম দ্যাট চ্যাঞ্জ"।
.
=> আল্লু অর্জুনকে বলা যায় গ্রন্থকীট! বই পড়ার প্রতি তার দারুণ আগ্রহ। ব্যক্তী উন্নয়নে যে বইগুলো ভূমিকা রাখে, সেই বইগুলোই তিনি বেশি পছন্দ করেন।
.
=> পেইন্টিংয়ে দারুণ শখ আল্লু অর্জুনের! ফ্যানদের করা বিভিন্ন আর্ট তিনি মাঝে মধ্যে ফেসবুকেও শেয়ার করে থাকেন।
.
=> আল্লু অর্জুন প্রতিবছর তার জন্মদিনে রক্তদান করে এবং অসুস্থ শিশুদের মাঝে সময় ব্যয় করেন।
.
=> আল্লু অর্জুনের সর্বশেষ ৩টা মুভিই ৫০ কোটি+ শেয়ার অতিক্রম করেছে। রেস গারাম, সান অফ সত্যমূর্তী, রুদ্রমাদেবী। যা একটি রেকর্ড।
.
=> চিরঞ্জীবি অভিনীত ২০০২ সালের "ইন্দ্র" সিনেমাটি তিনি ১৪-১৫ বার থিয়েটারে গিয়ে দেখেছেন। এটি তার প্রিয় সিনেমা।
.
=> আল্লু অর্জুনের জন্ম এবং তার শৈশবকাল কাটে চেন্নাইয়ে। পরবর্তীতে তার পরিবার চেন্নাই ছেড়ে হায়দ্রাবাদ স্থায়ী হয়।
.
=> আল্লু অর্জুন খুব ভালো একজন ড্যান্সার। তেলুগু তো বটেই, পুরো ভারতেই তার মতো ড্যান্সার হাতে গোণা কয়েকজন।



সকল তথ্যই বিভিন্ন জনপ্রিয় সাইট থেকে সংগ্রহীত। ৩য় পর্বে শীঘ্রই হাজির হবো অন্য কোনো সাউথ অভিনেতার বিস্তারিত নিয়ে। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৮

অশ্রুকারিগর বলেছেন: স্টাইলিশ স্টার আল্লু অর্জুন আমার ফেভারিট নায়ক। পোস্টে প্লাস।

২| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৪

ব্লগার আকাশ বলেছেন: ধন্যবাদ। আমারও ফেভারিট নায়ক।

৩| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৭

বিজন রয় বলেছেন: আপনি এত তথ্য পেলেন কই।
আর এসব নিয়ে এত গবেষণার বা দরকার কি?
আর কি কোন বিষয় নেই আমাদের নিজের দেশের কোনকিছু?

ধন্যবাদ।

৪| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪২

ব্লগার আকাশ বলেছেন: যার যেটা পছন্দ আর কি.... #বিজন

৫| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৬

কলাবাগান১ বলেছেন: উনি কখন বাথরুমে যেতে পছন্দ করেন তা যে লিখলেন না!!!!!!!

আপনার দ্বারাই জাতি অনেক জ্ঞান অর্জন করতে পারবে। আপনার রির্সাচ করার ক্ষমতা অসীম

৬| ১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৫

ব্লগার আকাশ বলেছেন: আপনার কথা শুনে হাসবো না কাঁদবো বুঝছি না... কলাবাগান।।

৭| ১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাংলাদেশে বহু নামী অভিনেতা আছেন। তাদের কাউকে নিয়ে লেখা যায় না?

৮| ১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

ব্লগার আকাশ বলেছেন: অনেকেই তো বাংলাদেশীদের নিয়েও লেখে... কেউ আবার হলিউড/বলিউড নিয়েও লেখে। যার যেইটা চয়েজ।

৯| ১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২০

আবদুল্লাহ সাফি বলেছেন: কিরন মালা নিয়া কিছু লেকবাইন

১০| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৪৯

ব্লগার আকাশ বলেছেন: ha ha ha #abdulla vai

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.