![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিন-রাত সাউথ ইন্ডিয়ান মুভি দেখতে ইচ্ছা হয় (দেখিও বটে)। পাশাপাশি কলকাতার মুভিগুলোও অনেক ভালো লাগে। যদিও ভালো মতো লিখতে পারিনা, তাও এগুলো নিয়ে লেখা-লিখি করতে অনেক ভালো লাগে।
তেলুগু সিনেমা দেখেন অথচ মহেশ বাবুর ভক্ত না.... এমন লোক গুগলে সার্চ দিয়েও পাওয়া মুশকিল! ব্যক্তিগতভাবে আমি মহেশ বাবুর বড় মাপের ফ্যান। আমার এই পোস্টটিও সকল মহেশ ফ্যানদের উদ্দেশ্যে। প্রিয় তারকা সম্পর্কে জ্ঞানের পরিসীমাটা বাড়িয়ে নিন...
╚═══► ব্যক্তিগত তথ্যসমূহ ◄═══╝
●► পূর্ণ নামঃ মহেশ বাবু ঘাট্টামানেনি।
●► অন্যান্য নামঃ প্রিন্স।
●► জন্মঃ ৯ আগষ্ট ১৯৭৫
●► জন্মস্থানঃ চেন্নাই, তামিল নাড়ু, ভারত।
●► বাসস্থানঃ জুবলি হিলস, হায়দ্রাবাদ, তেলাঙ্গানা, ভারত।
●► পেশাঃ অভিনেতা।
●► উচ্চতাঃ ৬ ফুট ২ ইঞ্চি, ১.৮৮ মিটার।
●► ওজনঃ ৭০ কেজি।
●► বডিঃ বুক- ৪০ ইঞ্চি, কোমর- ৩৪ ইঞ্চি, দ্বিশীর মাংসপেশী- ১৪ ইঞ্চি।
●► চুলের রঙঃ কালো।
●► চোখের রঙঃ বাদামী।
●► রাশিঃ সিংহ।
●► ধর্মঃ হিন্দু।
●► শিক্ষাগত যোগ্যতাঃ চেন্নাইয়ের লয়োলা কলেজ থেকে বি.কম।
╚═══► পরিবার ═══╝
●► বাবাঃ কৃষ্ণা ঘাট্টামানেনি (অভিনেতা)।
●► মাঃ ইন্দিরা দেবী।
●► ভাইঃ রমেশ বাবু (অভিনেতা, প্রযোজক)।
●► বোনঃ পদ্মাবতী, মঞ্জুলা (অভিনেত্রী, প্রযোজক), মঞ্জুলা।
●► স্ত্রীঃ নম্রতা শিরোদকার (অভিনেত্রী)। বিবাহ- ২০০৫ সালের ১০ ফেব্রুয়ারী।
●► ছেলেঃ গৌতম ঘাট্টামানেনি (জন্ম- ২০০৬)।
"1: Nenokkadine"-য়ে মহেশের ছোটবেলার চরিত্রে দারুণ অভিনয় করেছে।
●► মেয়েঃ সিতারা ঘাট্টামানেনি (জন্ম- ২০১২)।
╚═══► প্রিয় ব্যক্তি/বস্তুসমূহ ═══╝
●► প্রিয় খাদ্যঃ বাড়ি তৈরি খাবারসমূহ।
●► প্রিয় ড্রিংকঃ কফি।
●► প্রিয় রঙঃ নীল।
●► প্রিয় অভিনেতাঃ কৃষ্ণা ঘাট্টামানেনি, রজনীকান্ত, অমিতাভ বচ্চন, বিজয়।
●► প্রিয় অভিনেত্রীঃ শ্রীদেবী।
●► প্রিয় কো-স্টারঃ তৃষা কৃষ্ণান।
●► প্রিয় মিউজিক পরিচালকঃ মানি শর্মা।
●► প্রিয় পরিচালকঃ মানি রত্নাম।
●► প্রিয় খেলাঃ ক্রিকেট।
(আগের ২ পর্বে এই ক্যাটাগরিতে অনেক তথ্য দেওয়া গেলেও, এবার অনেকটা কম। মহেশ বাবুর খুব বেশি তথ্য নেট ঘেটে যোগাড় করতে পারলাম না!)
╚═══► ফিল্ম ক্যারিয়ার ═══╝
●► মোট সিনেমাঃ ২১টি। সবগুলোই তেলুগু ভাষার। (এছাড়া চাইল্ড আর্টিস্ট হিসেবে ৯টি)।
●► বর্তমান পারিশ্রমিকঃ ১৮-২০ কোটি। আপকামিং "Brahmotsavam"-য়ে ২৫ কোটি নেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।
●► প্রথম সিনেমাঃ রাজা কুমারুড়ু (১৯৯৯)।
●► আপকামিং সিনেমাঃ Brahmotsavam (২৯ এপ্রিল, ২০১৬)।
●► রিমেডঃ মহেশ বাবুর বিভিন্ন সিনেমা বিভিন্ন ভাষায় রিমেড হয়েছে এবং হচ্ছে। যেমন- হিন্দিতে "ওয়ান্টেড", "তেভার"; কলকাতায় "বস", "চ্যালেঞ্জ টু", "ওয়ান্টেড", "জোর"। এসব সিনেমাগুলো মহেশ বাবুর সিনেমার রিমেক।
●► IMDb তে সর্বোচ্চ রেটিং পাওয়া ৫ সিনেমাঃ ওয়ান (২০১৪)- ৮.৬, আথাডু (২০০৫)- ৮.৫, ওক্কাডু (২০০৩)- ৮.২, স্রীমান্থুডু (২০১৫)- ৮, পকিরি (২০০৬)- ৮।
(IMDb রেটিং দেখে কি অবাক হচ্ছেন?? মহেশের প্রত্যেকটা সিনেমারই IMDb রেটিং হাই লেভেলের। সিনেমাগুলো দেখুন, আপনার রেটিং হয়তো আরো বেশি হবে!)
╚═══► অ্যাওয়ার্ডস জয় ═══╝
●► সাউথ ফিল্মফেয়ারঃ ৪টি। সবগুলোই সেরা অভিনেতা অ্যাওয়ার্ডস। ২০০৪- ওক্কাডু, ২০০৬- পকিরি, ২০১২- ডকুডু, ২০১৪- সীথাম্মা ভাকিতলো স্রীমাল্লে ছিট্টু।
●► নন্দি অ্যাওয়ার্ডসঃ ৭টি। যার ভেতর সেরা অভিনেতা ৩টি। ২০০৪- নিজাম, ২০০৬- আথাডু, ২০১২- ডকুডু।
●► সিনেমা অ্যাওয়ার্ডসঃ ৩টি। সবগুলোই সেরা অভিনেতা। ২০০৩- ওক্কাডু, ২০১১- ডকুডু, ২০১৫- ওয়ান।
●► সান্তোষাম অ্যাওয়ার্ডসঃ ২টি। সবগুলোই সেরা অভিনেতা। ২০০৭- পকিরি, ২০১৩- বিজনেসম্যান।
●► ভামসি ফিল্ম অ্যাওয়ার্ডসঃ ৩টি। সবগুলোই সেরা অভিনেতা। ২০০৫- আথাডু, ২০০৬- পকিরি, ২০০৭- আথিডি।
●► সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডসঃ ২বার সেরা অভিনেতা। ২০১২- ডকুডু, ২০১৪- সিথাম্মা ভাকিতলো স্রীমাল্লে ছিট্টু।
●► অন্যান্যঃ ৪টি। IIFA সেরা অভিনেতা (২০১৬- স্রীমান্থুডু), টিভি নাইন টিএসআর সেরা অভিনেতা (২০১৫- সিথাম্মা ভাকিতলো স্রীমাল্লে ছিট্টু, এপি অ্যাসোসিয়েশন সেরা অভিনেতা (২০০৪- ওক্কাডু), হায়দ্রাবাদ টাইমস সেরা অভিনেতা (২০১১- ডকুডু)।
╚═══► যোগাযোগ ═══╝
●► বাসার ঠিকানাঃ শ্রী লক্ষ্মী নিলায়াম, প্লট নং ৬০/এ, ফ্ল্যাট নং ১, রোড নং ১২, ফিল্ম নগর, হায়দ্রাবাদ- ৫০০০৯৬,
তেলাঙ্গানা, ভারত।
●► ফোন নাম্বারঃ ০৪০-২৩৫৪৬৬৯৬
●► মোবাইলঃ +৯১-৯৯৫৯৬৪০২৪৭
●► ফেসবুকঃ http://www.facebook.com/UrstrulyMahesh
●► টুইটারঃ http://www.twitter.com/urstrulyMahesh
(ফোন/মোবাইল নাম্বার নির্দিষ্ট কর্তৃপক্ষের আন্ডারে। মহেশ বাবুর সাথে কথা বলার জন্য তাদের অনুরোধ করা যেতে পারে। যদিও ফলপ্রসূ হওয়ার চান্স কম!)
╚═══► পার্সোনাল রেটিংসহ আমার দেখা সেরা সাতটি মহেশ বাবুর সিনেমা ═══╝
১। আথাডু (২০০৫)- ১০/১০
২। ওয়ান (২০১৪)- ১০/১০
৩। বিজনেসম্যান (২০১২)- ১০/১০
৪। স্রীমান্থুডু (২০১৫)- ১০/১০
৫। ডকুডু (২০১১)- ৯.৭/১০
৬। পকিরি (২০০৬)- ৯.৬/১০
৭। আথিডি (২০০৭)- ৮.৬/১০
(মহেশ বাবুর সকল মুভির হিন্দি ডাবিং আছে। এছাড়া সাবটাইটেলসহ তেলুগু প্রিন্টও আছে। সহজেই গুগলে সার্চ দিয়ে যেকোনো মুভি ডাউনলোড করে দেখতে পারেন। খুঁজে না পেলে আমাকে জানান, আমি খুঁজে দেবো।)
╚═══► মহেশ বাবু সম্পর্কে জানা-অজানা আরো কয়েকটি তথ্য ═══╝
=> সুপারস্টার কৃষ্ণার ঘরে জন্ম নেওয়ায় ছোট থেকেই অভিনয়ের সাথে পরিচিত মহেশ। মাত্র ৪ বছর বয়সেই চাইল্ড আর্টিস্ট হিসেবে ক্যামেরার সামনে আসে। চাইল্ড আর্টিস্ট হিসেবে তার মোট সিনেমা ৯টি।
=> জনপ্রিয় ম্যাগাজিন ফোবর্স ইন্ডিয়ার সর্বশেষ তালিকা অনুযায়ী, মহেশ বাবু বর্তমান ভারতের ৩৬তম সেলেব্রেটি। সাউথ অভিনেতাদের ভেতর সর্বোচ্চ র্যাংক।
=> টাইমস অফ ইন্ডিয়ার "Most Desirable Men" Polls-য়ে ২০১১ সালে তার অবস্থান ছিলো ৫ম, ২০১২ তে ২য় এবং ২০১৩-তে হৃত্বিক, কোহলি, শাহরুখ, সালমানদের পেছনে ফেলে শীর্ষস্থান পায় মহেশ বাবু।
=> ৪ বছর প্রেমের পর ২০০৫ সালে কো-স্টার নম্রতাকে বিয়ে করেন মহেশ বাবু। যে মহেশের চেয়ে আড়াই বছরের বড়!
=> তামিল অভিনেতা কার্থি তার ক্লাসমেট ছিলো। যখন তারা চেন্নাইয়ের এংলো ইন্ডিয়া হাইয়ার সেকেন্ডারি স্কুলে পড়ে। এছাড়া, সুরিয়াও মহেশের স্কুল ফ্রেন্ড।
=> সাউথে অনেকগুলো ব্রান্ডের অ্যাম্বাসেডর মহেশ বাবু। যেমন- টাটা স্কাই, মাহিন্দ্রা ট্র্যাক্টর, টিভিএস মোটর, রয়েল স্ট্যাগ ইত্যাদি। পুরো ভারতে "থাম্বস আপ" এর ব্রান্ড অ্যাম্বাসেডর ছিলো। (বর্তমানে সালমান খান)
=> চেন্নাইয়ে বড় হওয়ায় মহেশ বাবু এখনো তেলুগু ঠিকভাবে আয়ত্ত করতে পারেনি। বলতে পারলেও, পড়তে ও লিখতে পারেনা!! ডাইলগ তাকে শোনানো হয় এবং সে অভিনয় করে।
=> মহেশ বাবুর হাইট ৬ ফুট ২ ইঞ্চি। এর বেশি উচ্চতা টলিউডে হাতে গোণা দু-একজনের আছে (প্রভাস, রানা ডাজ্ঞুবতি)।
=> টাইমস অফ ইন্ডিয়ার মতে, মহেশ বাবু তেলুগু ইন্ড্রাস্ট্রির ২য় সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা (১- পাওয়ান)। তবে এই তালিকায় মহেশকে শীর্ষেও রেখেছে বেশ কিছু সাইট।
=> বক্স অফিস রেকর্ডেও সবাইকে ছাড়িয়ে মহেশ। সর্বোচ্চ আয় করা ১০টি তেলুগু সিনেমার তালিকায় সর্বাধিক মহেশ বাবুরই ৩টি (স্রীমান্থুডু, ডকুডু, সিথাম্মা ভাকিতলো স্রীমাল্লে ছিট্টু)। মহেশ বাবুর সর্বশেষ সিনেমা "স্রীমান্থুডু" হিন্দি ডাবিংয়ে মুক্তি না পেয়েও ২০০ কোটির বেশি আয় করেছে!
=> গত বছর "Hell-A-Child" এনজিওতে মহেশ বাবু দেড় কোটি টাকা দান করেছে! এছাড়া চেন্নাই বন্যাসহ বেশ কিছু ক্ষেত্রে মহেশ বাবুর দানশীল মনোভাব লক্ষ্য করা যায়।
=> ২০০৭ সালে "আথিডি" করার পর প্রায় ৩ বছর সিনেমা থেকে দূরে ছিলেন মহেশ বাবু। ২০১০ সালের অক্টোবরে "খালেজা"র মাধ্যমে পর্দায় কামব্যাক করেন।
সকল তথ্যই বিভিন্ন জনপ্রিয় সাইট থেকে সংগ্রহীত। ১ম পর্বে বিজয় ও ২য় পর্বে আল্লু অর্জুনের রিভিউ যারা পড়েননি, তারা পড়ে নিলে খুশি হবো। পরের পর্বে শীঘ্রই হাজির হবো বাহুবলি তারকা প্রভাসের বিস্তারিত নিয়ে। ধন্যবাদ।
২| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৯
ব্লগার আকাশ বলেছেন: ধন্যবাদ ভাই.... #নেয়ামুল
৩| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৩
রিপি বলেছেন:
মহেশ বাবু সম্পর্কে অনেক তথ্য জানা হলো। আমিও উনার বেশ কয়েকটা মুভি দেখেছি। ভালোই লেগেছিল। তেলেগু ছবির যে আপনি বিশাল ফ্যান বুঝতে পারছি। ভালো থাকুন।
৪| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আমার প্রিয় একজন অভিনেতা।
ধন্যবাদ শেযার করার জন্য।
৫| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৬
সোজোন বাদিয়া বলেছেন: হুম! জগতে কতো কিছুই অজানা। ভাল থাকুন।
৬| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৩
ব্লগার আকাশ বলেছেন: ধন্যবাদ সবাইকে.....
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৫
নেয়ামুল নাহিদ বলেছেন: একেবারে নতুন রকমের লেখা, ভাল লাগা রইলো।