নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিন-রাত সাউথ ইন্ডিয়ান মুভি দেখতে ইচ্ছা হয় (দেখিও বটে)। পাশাপাশি কলকাতার মুভিগুলোও অনেক ভালো লাগে। যদিও ভালো মতো লিখতে পারিনা, তাও এগুলো নিয়ে লেখা-লিখি করতে অনেক ভালো লাগে।

ব্লগার আকাশ

দিন-রাত সাউথ ইন্ডিয়ান মুভি দেখতে ইচ্ছা হয় (দেখিও বটে)। পাশাপাশি কলকাতার মুভিগুলোও অনেক ভালো লাগে। যদিও ভালো মতো লিখতে পারিনা, তাও এগুলো নিয়ে লেখা-লিখি করতে অনেক ভালো লাগে।

ব্লগার আকাশ › বিস্তারিত পোস্টঃ

নকল ব্যতীত প্রিয় কয়েকটি কলকাতার মুভি, যেগুলো সবারই দেখা উচিৎ

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৪

কলকাতার বাণিজ্যিক মুভি মানেই মানেই নকল। তবে নকল বাদেও অনেক ভালো ভালো মুভি এখনো কলকাতায় হয়। নিচে আমার প্রিয় কয়েকটা কলকাতার মুভি সাজেস্ট করলাম (নকল ব্যতীত)। চেক করে নিন সবগুলো দেখেছেন কিনা।


→ ছায়াময় (২০১৩)
→ হাওয়া বদল (২০১৩)
→ চাঁদের পাহাড় (২০১৩)
→ বাইশে শ্রাবণ (২০১১)
→ জাতিস্মর (২০১৪)
→ হারকিউলেস (২০১৪)
→ অভিশপ্ত নাইটি (২০১৪)
→ ফড়িং (২০১৩)
→ ভূতের ভবিষ্যৎ (২০১২)

→ প্রলয় (২০১৪)
→ মাছ, মিষ্টি & মোর (২০১৪)
→ চতুষ্কোণ (২০১৪)
→ থানা থেকে আসছি (২০১০)
→ বেলা শেষে (২০১৫
→ অটোগ্রাফ (২০১০)
→ হেমলোক স্যোসাইটি (২০১২)
→ মিশর রহস্য (২০১৩)
→ গয়নার বাক্স (২০১৩)

→ বুনো হাঁস (২০১৪)
→ এবার শবর (২০১৫)
→ আশ্চর্য্য প্রদীপ (২০১৩)
→ অন্তহীন (২০০৯)
→ শব্দ (২০১২)
→ নোবেল চোর (২০১২)
→ ফেলুদা সিরিজ (সব)[আমার মোস্ট ফেভারিট]
→ ব্যোমকেশ সিরিজ (সব)

উপরের সবগুলো মুভিই আমার অনেক পছন্দের এবং আমার জানা মতে এর একটাও নকল না। পুরোনো কিছু মুভি যোগ করলে, লিস্টটা আরো বড় হতো। তাছাড়া অনেক মুভির নামই এখন মনে আসছে না।

শুধু মুভির নামগুলোই দিলাম। বিস্তারিত উইকিপিডিয়ায় দেখে নিতে পারেন। কোনোটা দেখা বাদ থাকলে, দেখে নিবেন আশা করি। ডাউনলোড লিংক নিজেই কষ্ট করে খুঁজে নিন। প্রয়োজনে কমেন্ট করুন।

"শঙ্খচীল", "সিনেমাওয়ালা", "চাঁদের পাহাড় টু", "ঈগলের চোখ"-সহ এবছর আরো কিছু ভালো ফিল্ম দেখার অপেক্ষায় আছি।

মন্তব্য ১৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৫

রাজসোহান বলেছেন: পোষ্টে প্লাস, মুভিগুলা দেখবো সময় করে :)

২| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪০

প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ।

৩| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৬

ইমরাজ কবির মুন বলেছেন:
চতুষ্কোন মুভিটা ওয়ার্ল্ড ক্লাস বানাইসে ||

৪| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৬

আরণ্যক রাখাল বলেছেন: অভিশপ্ত নাইটি বাদ গেছে!
ওইটা ইউনিক। না দেখে থাকলে দেখে নেবেন B-)

৫| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১০

খোলা মনের কথা বলেছেন: সেডো'স অফ টাইম মুভিটি ও দেখার মত। কিছু না হোক অনেক দিন মনে থাকার মত। ধন্যবাদ এমন একটা কলেকশন দেওয়ার জন্য

৬| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৩

ব্লগার আকাশ বলেছেন: ধন্যবাদ সবাইকে। অভিশপ্ত নাইটি মুভিটা এড করা উচিৎ ছিলো। এখন করে নেবো।

৭| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৩

সুশীল দত্ত বলেছেন: ফেলুদা সিরিজ (সব)[আমার মোস্ট ফেভারিট]

৮| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৭

ব্লগার আকাশ বলেছেন: হারকিউলেস, অভিশপ্ত নাইটি ও ফড়িং নতুন করে এড করলাম। মনে পড়তেই।

৯| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৯

যোগী বলেছেন:
ওয়াও খুব দারুন একটা লিষ্ট পেলাম।

১০| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৩

ব্লগার আকাশ বলেছেন: ধন্যবাদ.... যোগী ভাই।

১১| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৫৯

কোলড বলেছেন: Is any of these movies without typical movie songs? I hate musical

১২| ১৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

দুঃখ বিলাসি বলেছেন: পোষ্টে প্লাস

১৩| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১২

ব্লগার আকাশ বলেছেন: ধন্যবাদ সবাইকে।

১৪| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৯

স্বস্তি২০১৩ বলেছেন: ম্যাক্সিমাম গুলোই দেখেছি। দুই একটা বাকি।

১৫| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০১

ব্লগার আকাশ বলেছেন: ২-১টা আর বাকি থাকে কেনো?? দেখে ফেলুন। #স্বস্তি

১৬| ২১ শে মে, ২০১৮ রাত ১১:৩৬

রাজীব নুর বলেছেন: বেশ কয়েকটা দেখা এখনও বাকি আছে।

১৭| ২১ শে মে, ২০১৮ রাত ১১:৪১

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ছবিগুলো বাংলাদেশে কিভাবে পেতে পারি? চাঁদের পাহাড়টা দেখার খুবই ইচ্ছে। অনলাইনে ছায়াছবিগুলোর প্রিন্ট কিভাবে কেনা যাবে জানালে উপকৃত হতাম।

আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.