নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিন-রাত সাউথ ইন্ডিয়ান মুভি দেখতে ইচ্ছা হয় (দেখিও বটে)। পাশাপাশি কলকাতার মুভিগুলোও অনেক ভালো লাগে। যদিও ভালো মতো লিখতে পারিনা, তাও এগুলো নিয়ে লেখা-লিখি করতে অনেক ভালো লাগে।

ব্লগার আকাশ

দিন-রাত সাউথ ইন্ডিয়ান মুভি দেখতে ইচ্ছা হয় (দেখিও বটে)। পাশাপাশি কলকাতার মুভিগুলোও অনেক ভালো লাগে। যদিও ভালো মতো লিখতে পারিনা, তাও এগুলো নিয়ে লেখা-লিখি করতে অনেক ভালো লাগে।

ব্লগার আকাশ › বিস্তারিত পোস্টঃ

বাংলা সাবটাইটেলসহ অসাধারণ ৫টি সাউথ ইন্ডিয়ান রোমান্টিক-কমেডি সিনেমা (মাস্ট ওয়াচ!)

১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২২

রোমান্টিক কমেডি ফিল্মের প্রতি আমি খুব বেশি আকৃষ্ট ছিলাম না। কিন্তু কয়েকটি সিনেমা দেখার পর, এই জনরার সিনেমা বেশি বেশি দেখতে ইচ্ছা হয়। তারই মধ্যকার ৫টি সিনেমার নাম নিচে দিলাম। ডাউনলোড লিংক ও বাংলা সাবটাইটেল লিংকসহ।



১। ঈশক (২০১২)
→ ভাষাঃ তেলুগু।
→ মূল চরিত্রঃ নিথিন, নিথিয়া মেনন।
→ রেটঃ IMDb- ৭.৩/১০, পার্সোনাল- ৯.৩/১০
→ ডাউনলোড লিংকঃ https://m.youtube.com/watch?v=udFm_aPdZpc
→ বাংলা সাবটাইটেলঃ Click This Link
→ আমার অন্যতম প্রিয় তেলুগু সিনেমা। পরবর্তীতে তামিল, উড়িষ্যা এবং বাংলাতে রিমেক হয়েছে। বাংলায় "আশিকি" (২০১৫) ও লাভ স্টেশন (২০১২)"। তবে একটি রিমেকও অরজিনালের মতো/কাছাকাছি ভালো করতে পারেনি।



২। গুন্ডে জারি গাল্লানথায়িন্ডে (২০১৩)
→ ভাষাঃ তেলুগু।
→ মূল চরিত্রঃ নিথিন, নিথিয়া মেনন।
→ রেটঃ IMDb- ৭.৩/১০, পার্সোনাল- ৯.২/১০
→ ডাউনলোড লিংকঃ https://m.youtube.com/watch?v=49VD5OC6bL4
→ বাংলা সাবটাইটেলঃ Click This Link
→ নিথিন-নিথিয়া মেনন জুটির আরো একটি দারুণ ফিল্ম! এই মুভিতে অসাধারণ অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস জিতে নেয় নিথিয়া। চরম এন্টারটেইনিং একটা মুভি!



৩। প্রেমাম (২০১৫)
→ ভাষাঃ মালায়ালাম।
→ মূল চরিত্রঃ নিভিন, সাই পল্লবী, ম্যাডোনা সেবাস্তিয়ান।
→ রেটঃ IMDb- ৮.৩/১০, পার্সোনাল- ৯.১/১০
→ ডাউনলোড লিংকঃ http://indishare.co/f1r2gbos1pob
→ বাংলা সাবটাইটেলঃ Click This Link
→ মালায়ালাম ইন্ডাস্ট্রির ফ্যান হতে এই একটা মুভিই যথেষ্ট! অন্তত আমি এই মুভিটা দেখার পর মালায়ালাম ফিল্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হই। নিভিনের সে কি দারুণ অভিনয়! আর কি দারুণ গল্প! প্রেমামের তেলুগু রিমেকের কাজ চলছে। নাগা চৈতন্য-শ্রুতি হাসানকে নিয়ে।



৪। হান্ড্রড পার্সেন্ট লাভ (২০১১)
→ ভাষাঃ তেলুগু।
→ মূল চরিত্রঃ নাগা চৈতন্য, তামান্না।
→ রেটঃ IMDb- ৭/১০, পার্সোনাল- ৮.১/১০
→ ডাউনলোড লিংকঃ Click This Link
→ বাংলা সাবটাইটেলঃ Click This Link
→ আরেকটা ফেভারিট একটা মুভি। নাগা চৈতন্য-তামান্নার কলেজ লাইফের গল্পটা দারুণ লাগে! দু-আড়াই ঘন্টা দারুণভাবে এনজয় করার মতো একটা সিনেমা।



৫। মিস্টার এন্ড মিসেস রামাচারী (২০১৪)
→ ভাষাঃ কন্নড়।
→ মূল চরিত্রঃ ইয়াশ, রাধিকা পন্ডিত।
→ রেটঃ IMDb- ৭.২/১০, পার্সোনাল- ৮/১০
→ ডাউনলোড লিংকঃ http://bdupload.me/l6avmv5r74eb
→ বাংলা সাবটাইটেলঃ Click This Link
→ এটা মূলত রোমান্টিক-ড্রামা। উইকিপিডিয়ার মতে ২য় সর্বোচ্চ আয় করা কন্নড় ফিল্ম। কন্নড় হিরোদের ইয়াশকে মোটামুটি ভালোই লাগে। আর এটাকে তার সেরা সিনেমা বলা যায়। এই মুভির বেশ কিছু ডায়লগ মনে গেঁথে গেছে।


যার যেই মুভিটা দেখতে বাদ আছে, দেখে নিয়েন। আশা করি হতাশ হবেন না। যারা ৫টিই দেখেছেন, তাদেরকে এক বালতি শুভেচ্ছা। :D

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৫

সুমন কর বলেছেন: এধরনের ভাষার মুভিগুলো সাধারণত দেখা হয় না। ধন্যবাদ।

২| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৭

ব্লগার আকাশ বলেছেন: আপনাকেও ধন্যবাদ। #সুমন কর

৩| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩১

চিক্কুর বলেছেন: একটু আধটু বর্ণনা দিতেন।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০০

ব্লগার আকাশ বলেছেন: ৫টার মুভির বর্ণনা দিতে গেলে অনেক সময় লাগতো। তাই আর দিলাম না। ভালো মুভি, তাই দেখ্ব ফেলতে পারেন। #চিক্কুর

৫| ১২ ই মে, ২০১৬ দুপুর ১:১০

আল আমিন সবুজ বলেছেন: আমি আগে থেকেই নিথিন আর নিথিয়া মেনন এর অনেক বড় ভক, তাদের কোন ছবি যদি পাই ভাষা বুঝি আর না বুঝি তা দেখবই।

ishq আর gunde jari ছবি ২টা খুবঈ সুন্দর বিশেষ করে ইস্ক মুভিটা অনেক সুন্দর হইছে।

তা ছারা আমি তামিল তেলেগু ভাষা একেবারেই বুঝিনা এখন তামিল তেলেগু ভাষা শিখার চেস্টা করতেছি, প্রিথিবির সব মুভি দেখা ছেরে দিতে পারি কিন্তু তামিল তেলেগু মুভি দেখা ছারতে পারবোনা

৬| ১২ ই মে, ২০১৬ দুপুর ১:১৬

আল আমিন সবুজ বলেছেন: নিথিয়া মেনন আর নিথিন এর আরো কিছু নতুন ছবি আসছে সেগুলুর সাবটাইটেল যদি দিতেন তাহলে আরো ভালো হত।

আর তামিল তেলেগু ভাষা শিখার মত যদি ভালো কোন বই থাকে তাহলে দয়া করে জানাবেন।

আপনাকে অনেক ধন্যবাদ গুন্ডে জারি আর ইস্ক এর সাবটাটেল দেয়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.