![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিন-রাত সাউথ ইন্ডিয়ান মুভি দেখতে ইচ্ছা হয় (দেখিও বটে)। পাশাপাশি কলকাতার মুভিগুলোও অনেক ভালো লাগে। যদিও ভালো মতো লিখতে পারিনা, তাও এগুলো নিয়ে লেখা-লিখি করতে অনেক ভালো লাগে।
"থ্রিলার" শব্দটিকে মালায়িরা নিয়ে গেছে অন্য এক লেভেলে। ওদের থ্রিলার মুভিগুলো দেখার সময় বাইরের কোনো দিকে আর নজর থাকেনা। মনোযোগ যেনো মুভির উপর ওভারলোডেড হয়ে যায়! আর যত ব্যস্ততা নিয়েই মুভি দেখা শুরু করি, শেষ না করে কিছুতেই উঠতে মন চাই না!
নিচে প্রিয় কিছু মালায়ালাম থ্রিলার সাজেস্ট করলাম। আপনি হলিউড/বলিউড বা অন্য যে ইন্ডাস্ট্রির-ই ফ্যান হোন না কেনো, থ্রিলারপ্রেমী হলে নিচের মুভিগুলো অবশ্যই আপনার দেখা উচিত।
১। দৃশ্যম (২০১৩)
→ মোহনলাল, মীনা
→ IMDb: 9/10
→ এইটা হয়তো সবারই দেখা। অরজিনাল না দেখলেও তামিল, তেলুগু, কন্নড় অথবা হিন্দি রিমেক দেখেছেন। এই মুভিকে ১০ এ ১০ দিয়েও মন ভরে না।
→ ডাউনলোড লিংকঃ indishare.co/ras1o3vvu5h6
→ সাবটাইটেলঃ bit.ly/1MHfHb3
২। মেমোরিস (২০১৩)
→ পৃথবীরাজ, মিয়া জর্জ, মেঘনা রাজ
→ IMDb: 8/10
→ এইটা আজও দেখেন নাই?? আরে মিয়া... করছেন টা কি?? এই মুভি দেখেই আমি পৃথবীর ফ্যান। ক্রাইম থ্রিলার। সিরিয়াল কিলিং নিয়ে সিনেমার কাহিনি। দারুণ একটা মুভি! এইটা নিয়ে আগেও পোস্ট দিছি।
→ ডাউনলোড লিংকঃ indishare.co/rsjgviz3d9le
→ সাবটাইটেলঃ উপরের ফাইলের সাথেই যুক্ত।
৩। মুম্বাই পুলিশ (২০১৩)
→ পৃথবীরাজ, জয়সুরিয়া, অপর্ণা
→ IMDb: 7.9/10
→ দুর্দান্ত বললেও কম বলা হবে। চরম থ্রিলিং একটা মুভি! এই মুভির লাস্টে কেমন হতে পারে তা মুভি চলাকালীন কখনোই কল্পনা করা সম্ভব নয়। লাস্টে ফলাফল যা দেখা যায়... তাতে যে কারোরই চোখ কপালে উঠবে!
→ ডাউনলোড লিংকঃ indishare.co/6192ww8ewxdj
→ সাবটাইটেলঃ upfile.mobi/1327582
৪। ট্র্যাফিক (২০১১)
→ শ্রীনিবাস, আসিফ আলি, রহমান
→ IMDb: 8/10
→ আমার আরেকটি প্রিয় মুভি। থ্রিলার, তবে একটু ইমোশনাল টাইপের! তামিল ও কন্নড় ভাষায় রিমেক হয়েছে। মুক্তির অপেক্ষায় হিন্দি রিমেক।
→ ডাউনলোড লিংকঃ indishare.co/hp5rwmwgvtx3
→ সাবটাইটেলঃ bit.ly/1WdzQqT
৫। নিরাম (২০১৩)
→ নিভিন, নাজরিয়া নাজিম
→ IMDb: 7.5/10
→ এটি একইসাথে তামিক ভাষায়ও মুক্তি পায়। পরে মারাঠিতে রিমেক হয়েছে। মুক্তির অপেক্ষায় তেলুগু রিমেক। এটিও মাস্ট ওয়াচ!
→ ডাউনলোড লিংকঃ indishare.co/oibb44asm52f
→ সাবটাইটেলঃ উপরের ফাইলের সাথেই যুক্ত।
৬। সেভেন্থ ডে (২০১৪)
→ পৃথবীরাজ, জননী ইয়ার
→ IMDb: 6.7/10
→ পৃথবীরাজের আর একটা মাস্টারপিস মুভি! প্রচুর টাকা সহ একটি ব্যাগ চুরি হওয়ার ঘটনা নিয়ে এই মুভিটা। ১ মিনিটও বোরিং হওয়ার সুযোগ নেই মুভিটা দেখার সময়।
→ ডাউনলোড লিংকঃ indishare.co/6mtidhljq1nf
→ সাবটাইটেলঃ উপরের ফাইলের সাথেই যুক্ত।
৭। গ্রান্ডমাস্টার (২০১২)
→ মোহনলাল, প্রিয়ামণি
→ IMDb: 7.1/10
→ ডাউনলোড লিংকঃ bit.ly/1Vjargt
→ সাবটাইটেলঃ উপরের ফাইলের সাথেই যুক্ত।
এখনো অনেক মুভি দেখা বাকি... আপাতত এগুলোই আছে টপ ফেভারিট লিস্টে।
যারা নিয়মিত সব ভাষার মুভি দেখেন, তারা হয়তো এই ৭টি মুভিই দেখে থাকবেন। যারা দেখেননি, তারা দেখতে পারেন। কোনোটা খারাপ লাগলে আমারে ট্যাগ কইরা গালি বর্ষণ কইরেন! ভালো লাগলে গ্রুপে পোস্ট করে জানিয়েন।
বিঃদ্রঃ উপরের মুভিগুলোর হিন্দি ডাব, নারিকেল, পেয়ারা, পেঁপে কিচ্ছু নেই! :v ইংরেজী সাবটেল দিয়েই মুভিগুলো উপভোগ করতে পারেন। :-)
২| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০০
ব্লগার আকাশ বলেছেন: ধন্যবাদ ভাই। দেখে ফেলুন লিস্টের বাকি ৪ মুভি।
৩| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার শেয়ার।
দেখি কয়েকটা ডাউনলোড করে।
৪| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৩
বেদের ছেলে মফিজ মিয়া বলেছেন: গরমে খাসিতে পরিণত হলো রাজারবাগের তিন কুকুর !
প্রচন্ড গরমে এবার খাসিতে পরিণত হলো একই পরিবারের তিনটি কুকুর। রাজধানীর রাজারবাগে মির্জা আব্বাসের বাড়ির সামনে এই বিস্ময়কর ঘটনাটি ঘটেছে। উৎসুক জনতার ভীড় সামলাতে খাসি তিনটিকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন যাবৎ কুকুর তিনটি ওই এলাকায়ই বসবাস করছিলো। এরমধ্যে ছিলো একজন ছিলো মহিলা কুকুর। আর দুজন ছিলো তার দুই সন্তান, পুরুষ কুকুর। প্রতিদিনকার মত আজ সকালেও তারা রোদ পোহাতে এলাকার একটি কনফেকশনারী দোকানের সামনে গিয়ে বসে। বিশ্রাম নিতে নিতে একসময় তারা ঘুমিয়ে যায়। ঘুমের মধ্যেই তাদের দেহের আবরণ বদলাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই বদলে যায় পুরো দৃশ্য। রোদের উত্তাপে খাসিতে পরিণত হয় কুকুর তিনটি !
খাসির হবার পর পুলিশের হেফাজতে তিন কুকুর
এসময় ভয় পেয়ে আশেপাশের লোকজন চিৎকার চেচামেচি শুরু করলে খাসি তিনটির ঘুম ভেঙ্গে যায়। এবং একে অপরকে অবাক হয়ে দেখতে থাকে।
শেষখবর পাওয়া পর্যন্ত বিবিসি, সিএনএন ও রয়টার্স থেকে তিনজন সাংবাদিকসহ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ইতিমধ্যেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন খাসি তিনটিকে নেড়েচেড়ে দেখার জন্য। - প্রথম আলু
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
িত্রনান্তর বলেছেন: থ্রিলার মুভিগুলো আমারও খুব প্রিয়, দেখিও সময় করে। আপনার লিস্ট এর দৃশ্যম (২০১৩) ইতিমধ্যে কয়েকবার দেখা হয়েছে হিন্দি রিমেক, আমার কাছে তো অসধারন লাগল।
ধন্যবাদ, কষ্ট করে কালেকশন গুলো দেওয়ার জন্য, এক এক করে দেখার চেষ্টা করব এবং পরের গুলোর জন্য অপেক্ষায় রইলাম..।