![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিন-রাত সাউথ ইন্ডিয়ান মুভি দেখতে ইচ্ছা হয় (দেখিও বটে)। পাশাপাশি কলকাতার মুভিগুলোও অনেক ভালো লাগে। যদিও ভালো মতো লিখতে পারিনা, তাও এগুলো নিয়ে লেখা-লিখি করতে অনেক ভালো লাগে।
সুকুমারের লেখা গল্প বলেই হয়তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম মুভিটা দেখার জন্য। সমস্যা হলো, সাবটাইটেল ছাড়া কথা-বার্তা, কাহিনি কিছুই বুঝিনা! ইদানিং সময়ের তেলুগু মুভিগুলোর সাবটাইটেল পাওয়াও যায়না! যার কারণে সিনেমাটি দেখার আশা একপ্রকার ছেড়েই দিয়েছিলাম। কিন্তু হঠাৎ করেই মনে শান্তি এনে দিলো তামিলরকার্স! সাবসহ ডিভিডিরিপ আপলোড হওয়া মাত্রই ডাউনলোড দিয়ে দেখে ফেললাম।
কাহিনি সংক্ষেপঃ মধ্যবিত্ত ঘরের ছেলে সিধু। মায়ের সাথে কেজিবি কলোনিতে বাস করে। ছোটবেলা থেকেই থেকে তার বাবা ও মা আলাদা। এক প্রতিবেশী মহিলার সাথে সম্পর্ক ছিলো সিধুর বাবা রবিকান্তের, তাই সিধুর মা রবিকান্তকে ছেড়ে চলে আসে। যাই হোক, পেশায় সিধু একজন শেফ/রাঁধুনী। এ বিষয়ে উচ্চতর পড়াশোনা করে আছে তার। সিঙ্গাপুরের বড় একটি হোটেলে শেফের চাকরি করাই তার লক্ষ্য! তবে সিঙ্গাপুরে যাওয়া মতো আর্থিক সামর্থ্য নেই।
শংকর, স্রীনু, সুরেশ- সিধুর ৩ বন্ধু। অবশ্য বন্ধু না বলে ডাকাত বন্ধু বলাই ভালো। কারণ তাদের পেশা হচ্ছে ডাকাতি/ছিনতাই করা! সে তারা যেমনই হোক, সিধু অনেক ভালোবাসে তার তিন বন্ধুকে। বাড়ি থেকে খাবার রেঁধে নিয়ে গিয়ে খাওয়াই তার বন্ধুদেরকে।
এরইমধ্যে তাদের কলোনিতে যোগ হয় নতুন ২জন লোক। "কুমারী" নামে একটি মেয়ে ও তার দাদু। যারা মুম্বাই থেকে এসেছে এবং বর্তমানে এখানকার বাসিন্দা। পেশায় কুমারী একজন মডেল অভিনেত্রী।
কুমারীর উপর বেশ আকৃষ্ট হয়ে পড়ে সিধু। কুমারীও তাই! আলাপচারিতার সম্পর্ক ক্রমে প্রেমে রুপ নেয়। ভালোবেসে ফেলে দুজন দুজনকে। অবশ্য প্রেমের ক্ষেত্রে কুমারীর আগ্রহই বেশি লক্ষ্য করা যায়।
সিধুর মনে কিছু সন্দেহের সৃষ্টি হয় তার বন্ধুদের কথায়। তার বন্ধুদের মতে, এসব মডেলরা কাপড় বদলের মতো বয়ফ্রেন্ড বদলায়। সিধুও বিভিন্ন উপায়ে কুমারীর চারিত্রিক বৈশিষ্ট্যের খোঁজ নেওয়া শুরু করে এবং এতে তার সন্দেহ আরো দৃঢ় হয়।
তবে সব সন্দেহকে পেছনে ফেলে সিধু ভালোবাসতে চায় কুমারীকে। কিন্তু কুমারী হয়তো তার এই সন্দেহপ্রবণতা মেনে নিতে পারেনি, তাই দূরে সরে যেতে চায় সিধুর থাকে। কুমারীর মতে, সিধুর ভেতরে এখনো maturity তৈরি হয়নি।
সেই maturity কি আসবে সিধুর মধ্যে?? আসলেও কখন, কোন পরিস্থিতিতে?? এসব প্রশ্নের উত্তর পেতে দেখে ফেলুন সিনেমাটি।
সিনেমার কাহিনি খুব বেশি লিখলাম না। অনেক মজাদার কাহিনিই লিখতে বাদ রেখেছি! কারণ এতে করে মুভি দেখার মজা কমে যাবে। যেটুকু লিখলাম তাও ঠিকভাবে গুছিয়ে লিখতে পারলাম না। মুভিটাকে বলা যায় এডাল্ট মুভি। গুছিয়ে লিখতে গেলে অনেক ১৮+ কথা-বার্তাই পোস্টে প্রবেশ করতো!! জাস্ট গল্প সম্পর্কে একটা ধারণা দিলাম। মুভিটা দেখলে অনেক বেশি ভালো লাগবে।
অভিনয়ঃ সিধু চরিত্রে অভিনয় করেছে রাজ তরুণ। সে আগেও ২টা সিনেমা করেছে। তবে এটাই আমার দেখা রাজ তরুণের প্রথম সিনেমা। তার প্রথম সিনেমা "Uyyala Jampala"র-ও অনেক প্রশংসা শুনেছি। আজ-কালই দেখে নিবো ভাবছি। কেননা রাজ তরুণকে আমার দারুণ লেগেছে! যাই হোক, "Kumari 21F" এর নাম চরিত্র অর্থাৎ কুমারী ভূমিকায় অভিনয় করেছে ২৭ বছর বয়সী হিবাহ প্যাটেল। ২০১৪ সালেই তার ফিল্ম জগতে অভিষেক। তার সম্পর্কে একটা কথাই বলবো, আমি তার উপর ক্রাশ খেয়েছি! তাই আর সবাই তার উপর ক্রাশ খাওয়া থেকে দূরে থাকুন! হেতে আপনাদের ভাবী।
স্টোরি রাইটারঃ যেকোনো সিনেমা ভালো হওয়ার জন্য প্রথম শর্ত একটি ভালো গল্প। ভালো গল্পের জন্য দরকার ভালো লেখক। এই মুভির গল্প লিখেছে সুকুমার। তার সম্পর্কে হয়তো সবারই ধারণা আছে। সুকুমার আমার খুবই প্রিয় একজন ডিরেক্টর এবং স্ক্রীনপ্লে রাইটার! তার ছোঁয়া যে মুভিতে থাকবে, তা ভালো হতেই হবে!! Kumari 21F এর ক্ষেত্রেও তাই হয়েছে।
ডিরেকশনঃ এই মুভির পরিচালক একদমই প্রায় অপরিচিত একজন। সুরিয়া প্রতাপ। তার পরিচালিত ২য় মুভি এটি। এর আগে ২০০৯ সালে "কারেন্ট" নামে একটি মুভির পরিচালক ছিলেন। সব কিছু ঠিকভাবেই পরিচালনা করেছেন বলে আমার কাছে মনে হয়েছে। তার দিকে আঙুল তোলার কোনো কারণ তো দেখছি না! বরংচ নতুন করে কোনো প্রজেক্ট সে হাতে নিলে, সবার চেয়ে আমিই বেশি এক্সাইটেড থাকবো!
মিউজিকঃ Kumari 21F এর মিউজিক পরিচালনায় ছিলেন সবার প্রিয় দেবী শ্রী প্রসাদ। DSP'র মিউজিক বরাবরই ভালো হয়। এই মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণ ছিলো! গানগুলোও বেশ ভালো লেগেছে। বিশেষত যারা DJ বা HipHop টাইপের গান পছন্দ করেন, তাদের জন্য পারফেক্ট মিউজিক অ্যালবাম।
"Kumari 21F" নামকরণ করা হয়েছে সিনেমার নায়িকার চরিত্রকে কেন্দ্র করে। নাম= Kumari, বয়স= 21, ***= F (Female)। মুভিটি দেখার সময় মনে হয়েছে কোনো তামিল সিনেমা দেখছি। কেননা, এরকম সিনেমা তেলুগুতে তেমন দেখাই যায়না!! আর দশটা সিনেমা থেকে এটা একদমই আলাদা। এটা শুধুমাত্র তরুণ-তরুণীদের মুভি বলাই ঠিক হবে। মুভির ক্লাইম্যাক্স খুবই ইমোশনাল এবং হার্ট টাচিং! :-(
যারা প্রেম করছেন, তাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় দিক আছে এই মুভিতে। ভুল বোঝা-বোঝির কারণে যাদের প্রেমের ফলাফল ব্রেক-আপ, তাদের জন্যেও শিক্ষণীয় দিক আছে। আমার মতো যারা প্রেম করেননি, তারাও কিছু শিক্ষা নিয়ে রাখতে পারেন! তাই দেরি না করে এখনই ডাউনলোড দিন আর দেখে ফেলুন অসম্ভব সুন্দর এই মুভিটি!
●► Movie: Kumari 21B
●► Director: Palnati Surya Pratap
●► Music: Devi Sri Prasad
●► Main Cast: Raj Tarun, Hebah Patel
●► Release Date: 20 November 2015
●► Budget: ₹60—150 million
●► Box Office: ₹380 million
●► IMDb Rate: 8.5/10
●► My Rate: 8.2/10
টরেন্ট ডাউনলোড লিংকঃ Click This Link (650MB with Esub)
ডিরেক্ট ডাউনলোড লিংকঃ indishare.me/56d8kvz01ckq অথবা userscloud.com/i1ouh3ub95up (650MB with Esub)
ডাব দরকার হইলে গাছ থেকে পেড়ে খান। কমেন্টে ডাব চাহিয়া লজ্জা দিবেন না। :v
অ্যাক্টর রিভিউ, মুভি সাজেশন্স ইত্যাদি বিভিন্ন প্রকার মুভি পোস্ট রেগুলার করে থাকি। তবে পূর্ণাঙ্গভাবে কোনো মুভির রিভিউ তেমন লেখা হয়না। এটা আমার করা ৪র্থতম মুভি রিভিউ। ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। রিভিউ যত খারাপই হোক... এটা পড়ার পর ১জনও যদি মুভিটি দেখার প্রতি আগ্রহী হয়, সেটাই সার্থকতা! ধন্যবাদ।
২| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৫
ইয়েলো বলেছেন: হিন্দিতে নাই?না থাকলে ডাব পেড়েই দেন না ভাউ।
৩| ০১ লা মে, ২০১৬ সকাল ৭:৩৯
ব্লগার আকাশ বলেছেন:
৪| ১২ ই মে, ২০১৬ দুপুর ২:২৮
আল আমিন সবুজ বলেছেন: আমি অনেক টা আপনার মত, তেলেগু তামিল মালায়াম ছবি আমার অনেক পছন্দের।
আমি সব ছেরে দিতে পারলেও এই ছবি গুলা দেখা ছেরে দিতে পারবো না, আপনার কাছে আমার অনুরুধ আপনার জানা মতে যদি কোব বই থাকে যা থেকে তেলুগু তামিল ভাষা শেখা যায় যদি জানা থাকে তাহলে আমাকে বই গুলুর নাম বলবেন আমার তামিল তেলুগু শেখার খুব ইচ্ছা, আর যদি সম্ভব হয় তাহলে নতুন কিছু ছবির সাবটাইটেল দিয়েন, এখন আমি আপনারও faন হয়ে গেছি।
অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৯
কামিকাজি বলেছেন: আমি তামিল, তেলেগু, মালায়ালাম মুভির ফ্যান। নতুন কোন আপডেট আসলে দিবেন আশা করি।