![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিন-রাত সাউথ ইন্ডিয়ান মুভি দেখতে ইচ্ছা হয় (দেখিও বটে)। পাশাপাশি কলকাতার মুভিগুলোও অনেক ভালো লাগে। যদিও ভালো মতো লিখতে পারিনা, তাও এগুলো নিয়ে লেখা-লিখি করতে অনেক ভালো লাগে।
Sahasam (2013)- আমার প্রিয় একটি তেলুগু মুভি। যারা দেখেননাই, দেখে নেওয়ার অনুরোধ রইলো। হিন্দি ডাবিং আছে, বাংলা সাবটাইটেলও আছে! :-)
-
-
এডভেঞ্চার মুভি। প্লটটাও দারুণ ইন্টারেস্টিং....!
.
গৌতম কুমার (গোপিচাঁদ) গরীব ঘরের ছেলে। এটিএম ক্যাশের সিকিউরিটি হিসেবে কাজ করে। তবে, শর্টকাটে বড়লোক হওয়াই তার ইচ্ছা। এর জন্য লটারির টিকিটও কিনে রেগুলার!
.
এক রাতে প্রচুর বৃষ্টি হয় এবং তাদের ভাঙা-চোড়া ছাদের অংশবিশেষ খসে পড়ে। সেখান থেকে একটি পুরাতন ব্যাগ পাওয়া যায়। যেই ব্যাগে একটি ডায়রী, একটি লকেট, দুইটা ম্যাগফাইং লেন্স ও একটি নকশা পাওয়া যায়। ডায়রীটা ছিলো গৌতমের দাদার।
.
ডায়রীর লেখাগুলো অনেকটা এরকম... ইন্ডিয়া-পাকিস্তান ভাগ হওয়ার আগে, একসময় ডাকাতদের আক্রমণ বেড়ে যায়! তারা সব বড়লোকদের লুট করতে থাকে। গৌতমের দাদা (ডায়রীর লেখক) এর নিকট ৯০০ বা তারো বেশি ডায়মন্ড ছিলো, তার সারাজীবনের কামাই। ডাকাতদের হাত থেকে ডায়মন্ড বাঁচানোর জন্য, সে ওগুলো ব্যাগে ভরে এক রাজার গুপ্ত গুহায় রেখে আসার পরিকল্পনা করে। কিন্তু গুহাটা এমনই ছিলো যে, সে ডায়মন্ড রাখার কোনো জায়গায়ই পায়না! এমনকি পথও হারিয়ে ফেলে! একটা ঢাকনার উপর ডায়মন্ড রেখে বিশ্রাম নেয়, হঠাৎই ঢাকনার মুখ খুলে যায় এবং ডায়মন্ডের ব্যাগ ভিতরে গভীর গর্তে পড়ে যায়। গৌতমের দাদাও পাশেই আরেক গর্তে পড়ে যায়। যদিও সে কষ্টে বেঁচে ফেরে, তবে ডায়মন্ডগুলো আর পাইনি। তার ধারণা, তার বলা রাস্তায় গেলে হয়তো কেউ পেয়েও যেতে পারে ডায়মন্ডগুলো....
.
গৌতম পেয়ে যায় শর্টকাটে বড়লোক হওয়ার উপায়। উদ্ধার করতে হবে দাদার ডায়মন্ডগুলো। তাই যেতে হবে পাকিস্তান! কেননা, নকশায় উল্লিখিত জায়গাটা বর্তমানে পাকিস্তানের ভেতর।
.
গৌতম কি পারবে ডায়মন্ডগুলো উদ্ধার করতে?? নাকি গুহার আজব সব সিস্টেমের ফাঁদে সেও কুপোকাত হবে?? হিন্দুস্তানি হিসেবে পাকিস্তানে বিভিন্ন সমস্যারও মুখোমুখি হতে পারে! আর... ডায়মন্ডের সন্ধানে সে কি শুধু একাই?? কি কি বিপদই বা তার অপেক্ষায়??
.
.
সব প্রশ্নের উত্তর জানতে দেখে ফেলুন সুন্দর এই মুভিটি। নায়িকার চরিত্রে আছে তাপসী পান্নু। হালকা বিনোদন দেওয়ার জন্য আলি তো আছেই! :-)
.
(বেশ আগে দেখা। প্লটে সামান্য ভুল-ত্রুটিও হতে পারে।)
-
-
-
গোপিচাঁদের কয়েকটা মুভি আমার অত্যন্ত প্রিয়। যার ভেতর এটা একটা। গল্পটা এমবন যে পুরো সময় টানটান উত্তেজনার ভেতর থাকতে হবে! গোপিচাঁদের এক্টিং-ও অনেক ভালো হইছে।
.
মুভিটির ডিরেক্টর চন্দ্র শেখর ইয়েলেটি। গল্পও তার লেখা। বড় কোনো স্টার এর সাথে কাজ করেনি, তাই খুব বেশি পরিচিত নয় সে। তবে তার বর্তমান প্রজেক্ট মোহনলাল স্যার এর সাথে! :-)
.
সাহাসামের মিউজিক ডিরেক্টর "শ্রী"। খুব বেশি ভালো গানের নিশ্চয়তা দিতে পারবো না। সবই মোটামুটি লেগেছে। :-( তবে বাকগ্রাউন্ড মিউজিক ভালো ছিলো। :-)
.
IMDb রেট- ৬.৬/১০, বিভিন্ন ক্রিটিকস সাইট ৫ এ ৩/৩.২৫ রেট করেছে। তবে, আমার ব্যক্তিগত রেট- ৮.২/১০! :*
-
-
ডাউনলোড লিংক >>
যারা ডাব খাইতে পছন্দ করেন :v , তাদের জন্যঃ
The Real Jackpot- https://m.youtube.com/watch?v=8W9vATV2pRA
.
ডাবের প্রতি যাদের এলার্জি আছে, তাদের জন্য-
Sahasam- https://m.youtube.com/watch?v=Z7JkBGg9LQ0
বাংলা সাবটাইটেল- Click This Link
.
.
.
কত মুভিই তো দেখছেন প্রতিদিন... সময় করে এটাও দেখে ফেলুন! হতাশ হবেন না নিশ্চিত। :-) আর যারা ইতোমধ্যেই দেখে নিয়েছেন, তারা জানিয়েন মুভিটা আপনার কেমন লাগে। ধন্যবাদ।
২| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৩:৪৯
তারেক ভূঁঞা বলেছেন: Download করতেছি ভালো না লাগলে (এম বি) পেরত দিতে হবে কিন্তু।
৩| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৩:৫০
বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: কিছুদিন আগে অনেকগুলা তামিল আর মালায়ালাম মুভি নামাই। ভালোই লাগছে দেখতে। ঠাসঠাস দ্রুতগতির প্রেম, উড়তে উড়তে সুপারম্যানের মত মারামারি, নায়কের গাজাখুরি মারামারির সক্ষমতার পরেও দেখতে ভালোই লাগে।
তাপসী পান্নু খুব কিউট। গালে আবার টোলও পড়ে। বুকে ব্যথা লাগে হালকা।
শুভকামনা রইলো।
৪| ১৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৫৭
রাজীব নুর বলেছেন: দেখেছি।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:৫৫
আল-শাহ্রিয়ার বলেছেন: ভাই নতুন মুভি সাজেস্ট করেন। এই মুভি তো অনেক আগেই দেখেছি