নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিন-রাত সাউথ ইন্ডিয়ান মুভি দেখতে ইচ্ছা হয় (দেখিও বটে)। পাশাপাশি কলকাতার মুভিগুলোও অনেক ভালো লাগে। যদিও ভালো মতো লিখতে পারিনা, তাও এগুলো নিয়ে লেখা-লিখি করতে অনেক ভালো লাগে।

ব্লগার আকাশ

দিন-রাত সাউথ ইন্ডিয়ান মুভি দেখতে ইচ্ছা হয় (দেখিও বটে)। পাশাপাশি কলকাতার মুভিগুলোও অনেক ভালো লাগে। যদিও ভালো মতো লিখতে পারিনা, তাও এগুলো নিয়ে লেখা-লিখি করতে অনেক ভালো লাগে।

ব্লগার আকাশ › বিস্তারিত পোস্টঃ

নিভিন পৌলিঃ অন্যতম প্রিয় মালায়ালাম অভিনেতার প্রিয় ৫ মুভি! (ডাউনলোড লিংকসহ)

০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:৩৭


মালায়ালাম সিনেমার জনপ্রিয় মুখ নিভিন। আর আমার দেখা তার সেরা কয়েকটি মুভি নিয়ে এই পোস্টটি। নিচের ৫টি মুভিই আমার অত্যন্ত প্রিয়! যার যেইটা দেখা বাদ আছে, দেখে নিয়েন অবশ্যই!
-
-
-
১। Premam (২০১৫)
→ মূল চরিত্রঃ নিভিন, সাই পল্লবী, ম্যাডোনা সেবাস্তিয়ান।
→ IMDb রেটঃ ৮.৩/১০
→ আমার রেটঃ ৯.৮/১০
→ মালায়ালাম ইন্ডাস্ট্রির ফ্যান হতে এই একটা মুভিই যথেষ্ট! অন্তত আমি এই মুভিটা দেখার পর মালায়ালাম ফিল্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হই। নিভিনের দারুণ অভিনয়! গল্পটা আরো বেশি দারুণ (৩ বয়সের প্রেম)! অন্যতম সেরা লোকেশন! সবদিক দিয়ে পরিপূর্ণ একটা সিনেমা। যে কারোরই ফেভারিট লিস্টে মুভিটা থাকবে! "প্রেমাম" সাজেস্ট করে গ্রুপে আগেও পোস্ট হয়েছে, আমিও দিয়েছি। তারপরেও যদি কেউ দেখতে বাদ থাকেন, আজকেই দেখে নিয়েন! :-) এটার তেলুগু রিমেকের কাজ চলছে। নাগা চৈতন্য, শ্রুতি হাসান থাকবে কেন্দ্রীয় চরিত্রে।
→ ডিরেক্ট ডাউনলোড লিংকঃ http://indishare.co/f1r2gbos1pob
→ টরেন্ট ডাউনলোড লিংকঃ Click This Link
→ বাংলা সাবটাইটেলঃ Click This Link
.
.
.
২। Ohm Shanti Oshana (২০১৪)
→ মূল চরিত্রঃ নিভিন, নাজরিয়া নাজিম।
→ IMDb রেটঃ ৭.৬/১০
→ আমার রেটঃ ৮.৫/১০
→ রোমান্টিক কমেডি সিনেমা। নিভিন-নাজরিয়া নাজিম জুটিটা দারুণ লেগেছে এই মুভিতে! লোকেশনও অনেক ভালো ছিলো। সাধারণ একটি গল্পকে অসাধারণভাবে উপস্থাপন করেছে ডিরেক্টর এন্টনি জোসেফ। সবমিলিয়ে, এটি আমার দেখা নিভিনের ২য় সেরা মুভি। সকলের জন্যেই মাস্ট ওয়াচ!
→ ডিরেক্ট ডাউনলোড লিংকঃ http://indishare.co/qc6zs2al5bug
→ টরেন্ট ডাউনলোড লিংকঃ Click This Link
→ বাংলা সাবটাইটেলঃ Click This Link
.
.
.
৩। Bangalore Days (২০১২)
→ মূল চরিত্রঃ দুলকার সালমান, নিভিন, নাজরিয়া নাজিম, পার্বতী।
→ IMDb রেটঃ ৮.৩/১০
→ আমার রেটঃ ৮.২/১০
→ আমার লিস্টে ৩ নং এ থাকলেও, বেশিরভাগ লোকই এটাকে ১০ এ ১০ দেয়। সবচেয়ে জনপ্রিয় মালায়ালাম মুভি বললেও ভুল হবে না। একবার দেখে তৃষ্ণা মেটা সম্ভব নয়! দ্বিতীয়বার কাজিনদের সাথে নিয়ে দেখার ইচ্ছা হবে। কেননা, কাজিনদের সাথে দেখার জন্য এরচেয়ে ভালো কোনো মুভি হয়না! :-) সম্প্রতি তামিল ভাষায় এটার রিমেক হয়েছে "ব্যাঙ্গালোর নাটকাল" নামে।
→ ডিরেক্ট ডাউনলোড লিংকঃ http://indishare.me/dvsg9dftd8xh
→ টরেন্ট ডাউনলোড লিংকঃ Click This Link
→ বাংলা সাবটাইটেলঃ Click This Link
.
.
.
৪। Neram (২০১৩)
→ মূল চরিত্রঃ নিভিন, নাজরিয়া নাজিম।
→ IMDb রেটঃ ৭.৫/১০
→ আমার রেটঃ ৮/১০
→ নিভিন-নাজরিয়া নাজিম জুটির আরো একটি প্রিয় মুভি। ব্ল্যাক কমেডি-থ্রিলার টাইপের। মুভিটি একইসাথে তামিক ভাষায়ও মুক্তি পায়। পরে মারাঠি ও তেলুগুতে রিমেক হয়েছে। এটিকেও মাস্ট ওয়াচ-ই বলবো।
→ ডিরেক্ট ডাউনলোড লিংকঃ http://indishare.co/oibb44asm52f
→ টরেন্ট ডাউনলোড লিংকঃ Click This Link
→ ইংরেজী সাবটাইটেলঃ উপরের লিংকের ফাইলের সাথে ইনক্লুডেড।
.
.
.
৫। Thattathin Marayathu (২০১২)
→ মূল চরিত্রঃ নিভিন, ঈশা তালওয়ার।
→ IMDb রেটঃ ৭.৪/১০
→ হিন্দু ছেলে ও মুসলিম মেয়ের মধ্যে প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে মুভির কাহিনি। এরকম গল্পের মুভি আরো অনেক থাকলেও, এটাতে অন্য ধরনের ব্যাপার আছে। এই মুভির প্রায় সবকয়টা গানই ভালো। এছাড়া এটার বেশ কিছু সংলাপ মাথায় গেঁথে যাওয়ার মতো। সবমিলিয়ে এটাও নিভিনের ক্যারিয়ারের সেরা মুভি।
→ টরেন্ট ডাউনলোড লিংকঃ Click This Link
→ ইংরেজী সাবটাইটেলঃ উপরের লিংকের ফাইলের সাথে ইনক্লুডেড।
-
-
-
যার যেটা বাদ আছে, দেখে নিবেন আশা করি। ডাউনলোড দিন এখনি, দেখে ফেলুন দ্রুত... মোটামুটি ভালো নয়, খুবই ভালো লাগবে আশা করি। খারাপ লাগলে মেগা ফেরত! :v
.
.
ধন্যবাদ সবাইকে। শীঘ্রই হাজির হবো "সাউথ ইন্ডিয়ান থ্রিলার সাজেশন্সঃ ৩য় পর্ব" পোস্টটি নিয়ে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:২২

রাজীব নুর বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.