নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিন-রাত সাউথ ইন্ডিয়ান মুভি দেখতে ইচ্ছা হয় (দেখিও বটে)। পাশাপাশি কলকাতার মুভিগুলোও অনেক ভালো লাগে। যদিও ভালো মতো লিখতে পারিনা, তাও এগুলো নিয়ে লেখা-লিখি করতে অনেক ভালো লাগে।

ব্লগার আকাশ

দিন-রাত সাউথ ইন্ডিয়ান মুভি দেখতে ইচ্ছা হয় (দেখিও বটে)। পাশাপাশি কলকাতার মুভিগুলোও অনেক ভালো লাগে। যদিও ভালো মতো লিখতে পারিনা, তাও এগুলো নিয়ে লেখা-লিখি করতে অনেক ভালো লাগে।

ব্লগার আকাশ › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ লেখার প্রয়াসঃ অরুন্ধতী (২০০৯)

০৩ রা জুন, ২০১৬ রাত ১১:৩০



অনেক খুঁজেও অনলাইনে Arundhati'র কোনো বাংলা রিভিউ পেলাম না! তাহলে কি মুভিটা শুধু আমারই এত্ত ভালো লাগলো?? :-(
.
২০০৯ সালের তেলুগু ফ্যান্টাসি ফিল্ম অরুন্ধতী। প্রথমে অবশ্য আমি এটার বাংলা রিমেক দেখেছিলাম। ২০১৪ সালের কোয়েল মল্লিক অভিনীত "অরুন্ধতী"। দারুণ লেগেছিলো! তবে এটা দেখার পর আবারো প্রমাণ পেয়েছিলাম, অরজিনাল বেস্ট! :-)
-
-
-
রাজ বংশের মেয়ে অরুন্ধতী (আনুশকা)। সামনেই তার বিয়ের তারিখ। এমন সময় সে পরিবারসহ তাদের গ্রামের বাড়ি ঘুর‍তে আসে। গ্রামে এসে সে জানতে পারে, তা চেহারা অবিকল রাণী অরুন্ধতীর মতো। রাণী অরুন্ধতী, জায়জেম্মা নামেও পরিচিত ছিলো; সে হলো বর্তমান অরুন্ধতী দাদুর মা। রাণী অরুন্ধতী মৃত্যুর পূর্বেই বলে যায়, তার মৃত্যুর পর তাদের বংশে প্রথম যে রাণী জন্মাবে, তার নামও যেনো অরুন্ধতী রাখা হয়। কেননা, সে আবার পুনর্জন্ম দিয়ে ফিরে আসবে তার সাম্রাজ্যে!
.
এদিকে, গ্রামে এসেই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে থাকে অরুন্ধতী। ভৌতিক সব কান্ড-কারখানা ঘটতে থাকে! শয়তানের মায়াজালে শহরেও ফিরতে পারেনা সে... এসব ঘটনার কারণ জানতে চাইলে, তাদের বাড়ির পুরাতন চাকরানী চন্দ্রম্মা জানায় রাণী অরুন্ধতী অর্থাৎ জায়জেম্মার জীবনের গল্প। বলা বাহুল্য, চাকরানী হলেও সবাই অনেক সম্মান করে চন্দ্রম্মাকে।
.
যাই হোক... জায়জেম্মার জীবনের গল্প বলে মুভি দেখার মজা নষ্ট করে দিতে চাইনা! প্রচুর ইন্টারেস্টিং কাহিনি। :-)
.
এটুকু জেনে নিন, পাষ্পুতি (সোনু সোদ) হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের খারাপ চরিত্রের একজন ব্যক্তি এবং জায়জেম্মার শত্রু। যাকে জায়জেম্মা দমন করেছিলো তার জীবন দিয়ে, কিন্তু পুরোপুরি দমন সম্ভব হয়নি।
.
নতুন জন্মে অরুন্ধতী কি পারবে পাষ্পুতিকে শেষ করতে?? এদিকে, পাষ্পুতি বিভিন্ন মন্ত্র-তন্ত্র ও জাদু বিদ্যায় দক্ষ লোক। সেও চায় অরুন্ধতীর উপর প্রতিশোধ নিতে...
-
-
-
মুভির ডিরেক্টর কোড়ি রামাকৃষ্ণ। এর আগেও অনেকগুলো মুভি ডিরেক্ট করলেও, এটাই তার সেরা কাজ! অন্যান্য মুভি ডিরেক্ট করার চেয়ে, এই জাতীয় মুভি ডিরেক্ট করা একটু কঠিনই বটে। এই মুভিতে ডিরেকশনের বিন্দুমাত্র ভুল আছে বলে মনে হয়না! :-)
.
মুভির স্টোরি ছিলো চিন্তাপল্লি রামানার। সে এর আগেও বেশ কিছু জনপ্রিয় মুভির স্টোরি লেগেছে। তবে আমার মতে, তার কলম থেকে বেরিয়া আসা বেস্ট প্লট "অরুন্ধতী"! আমার টোটাল লাইফে যত মুভি দেখেছি, তার ভেতর প্রিয় একটি প্লট এই অরুন্ধতী। এরকম দারুণ দারুণ গল্প তাদের মাথায় কিভাবে আসে, এটাও একটা বিস্ময়! :D
.
মিউজিক ডিরেক্টর কোটেশ্বরা রাও। খুব বেশি ভালো গানের নিশ্চয়তা দিতে পারবো না... তবে খারাপ না। ২/১টা হয়তো অতি ভালো লাগবে। তবে ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণ ছিলো! :-)
.
এই মুভির লীড রোলে যে ২ জন ছিলো, আনুশকা ও সোনু সোদ। তারা ২ জনেই আমার অত্যন্ত প্রিয়। আনুশকা তো লেডি সুপারস্টার! যথারীতি দারুণ এক্টিং! সোনু সোদও দারুণ এক্টিং করে এবং এটাতেও করেছে। দুইজনের ক্যারেক্টারই বেশ চ্যালেঞ্জিং ছিলো এবং এই চ্যালেঞ্জে তারা পুরোপুরি সফল বলা যায়। :*
.
পজেটিভ সাইড বলতে মুভির প্লট, অসাধারণ মেকিং, আনুশকা ও সোনুর দারুণ এক্টিং! নেগেটিভ কোনো সাইড আমার চোখে পড়েনি, আপনারা চোখে চশমা দেখতে পারেন... যদি কিছু নেগেটিভ খুঁজে পান! :D
-
-
-
যাই হোক, অনেক কথাই হলো। যারা এখনো দেখেননি, তাদের জন্য মুভিটি সাজেস্ট থাকলো। IMDb রেটিং- ৭.৪/১০, আমার ব্যক্তিগত রেট- ৯.৮/১০!! (আমার অত্যাধিক বেশি ভালো লেগেছে!)
.
বক্স অফিস- ব্লকবাস্টার। মাগাধিরার পর ২০০৯ সালের সর্বোচ্চ আয় করা তেলুগু সিনেমা।
.
ডাউনলোড/ওয়াচ লিংকঃ
হিন্দি ডাবিং- https://m.youtube.com/watch?v=Wqtp7s8SZyw

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১২:০১

অশ্রুকারিগর বলেছেন: এটা কি কলকাতায় রিমেক হয়েছে একই নামে ? সম্ভবত। যদিও এইটাও দেখিনি, ঐটাও দেখিনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.