নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিন-রাত সাউথ ইন্ডিয়ান মুভি দেখতে ইচ্ছা হয় (দেখিও বটে)। পাশাপাশি কলকাতার মুভিগুলোও অনেক ভালো লাগে। যদিও ভালো মতো লিখতে পারিনা, তাও এগুলো নিয়ে লেখা-লিখি করতে অনেক ভালো লাগে।

ব্লগার আকাশ

দিন-রাত সাউথ ইন্ডিয়ান মুভি দেখতে ইচ্ছা হয় (দেখিও বটে)। পাশাপাশি কলকাতার মুভিগুলোও অনেক ভালো লাগে। যদিও ভালো মতো লিখতে পারিনা, তাও এগুলো নিয়ে লেখা-লিখি করতে অনেক ভালো লাগে।

ব্লগার আকাশ › বিস্তারিত পোস্টঃ

তামিল সাইন্স ফিকশন থ্রিলার "24" (2016)- আজীবন মনে রাখার মতো মুভি!

০৮ ই জুন, ২০১৬ রাত ১১:২১



সুরিয়ার মুভি, বিক্রম কুমারের মুভি, সাইন্সন ফিকশন-থ্রিলার, বক্স অফিসে ঝড়, সব সাইটে দুর্দান্ত রিভিউ..... সবমিলিয়ে মুভিটি দেখার জন্য দারুণ আকারে এক্সাইটেড ছিলাম! আর তামিলরকার্স ওয়েবসাইটটির সুবাদে, থিয়েটারে মুক্তির মাত্র ১ মাস পরেই সাবসহ মুভিটি দেখার সুযোগ পেলাম। মুভিটিকে ঘিরে প্রত্যাশা ছিলো অনেক বেশি, তবে... যতটা ভালো লাগার প্রত্যাশা ছিলো, ততটা নয়... বরংচ তার থেকেও একটু বেশি ভালো লেগেছে!! :D
-
-
-
প্লট ধারণাঃ
ধরুন... হঠাৎ একটা ঘড়ি পেলেন, যেটা দিয়ে টাইম ট্র্যাভেল করা যায়!! অর্থাৎ, চাইলে আপনি আগামীকাল থেকেও ঘুরে আসতে পারেন! চাইলে, গতকালকে ফিরিয়ে আনতে পারেন! অথবা বর্তমানকে থামিয়ে নিজের ইচ্ছামতো মজাও লুটতে পারেন....!! আহ... কি মজাটাই না হতো এমন একটা ঘড়ি পেলে! তাইনা??
.
"24" মুভিতে মানী (সুরিয়া) কিন্তু এমনই একটা ঘড়ি পেয়েছে! বিকালে বৃষ্টি হবে কিনা, তা সে সকালেই জানতে পারছে, ঘড়ির সাহায্যে বিকাল ঘুরে এসে। বর্তমান সময়কে Pause করে, ক্রিকেট খেলায় ক্যাচের বলটিকে ছক্কা বানিয়ে দিচ্ছে অনায়াসেই! সাথিয়া (সামান্থা) নামের মেয়েটিকেও প্রেমের ফাঁদে ফেলে দিলো ঘড়িটির সাহায্যে! :D
.
কিন্তু কোথায় পেলো সে এই ঘড়ি?? কে আবিষ্কার করলো এটি??
.
ঘড়িটির আবিষ্কার হয় আজ থেকে ২৬ বছর পূর্বে। আবিষ্কারকের নাম ডক্টর সেথুরামান (সুরিয়া), বড় একজন বিজ্ঞানি। যে মূলত মানির বাবা। সেথুরামানের বড় ভাই আথ্রেয়া (সুরিয়া) নিতে চাই ঘড়িটি! সেথুরামান দিতে রাজি না হলে, সেথুরামান ও তার স্ত্রী প্রিয়াকে খুন করে আথ্রেয়া। কিন্তু ঘড়িটি হাসিল করার পূর্বেই, কাহিনিবশত সে কোমায় চলে যায়!!
.
........২৬ বছর পর কোমা থেকে উঠলো আথ্রেয়া! সে ফিরে পেতে চায় তার হারিয়ে যাওয়া বছরগুলো, যার একমাত্র উপায় ঐ ঘড়িটি! কিন্তু ঘড়িটি এখন মানির হাতে!
.
.
কি হলো এরপর?? আথ্রেয়া কি পাবে ঐ ঘড়িটি?? মানি কি পারবে আথ্রেয়ার থেকে ঘড়িটিকে নিরাপদে রাখতে?? জানতে হলে দেখতে হবে অসাধারণ এই মুভিটি!
-
-
-
কাস্টঃ মুভির প্রধান চরিত্রে অভিনয় করেছে সুরিয়া। সুরিয়া সব মুভিতেই দারুণ অভিনয় করেছে! তবে, এটাতে তার চরিত্র ছিলো ৩টি! যার ভেতর ভিলেন চরিত্র অর্থাৎ আথ্রেয়া চরিত্রটির অভিনয় একটু বেশিই ভালো হয়েছে! :-) "24"-য়ে নায়িকা হিসেবে ছিলো সামান্থা। কিউটের ডিব্বা! অভিনয়ও দারুণ করে! বর্তমানে সবচেয়ে ফর্মে থাকা অভিনেত্রী!! :* নিথিয়া মেননও ছিলো এই মুভিতে। তবে তার চরিত্রটি খুব বেশি দীর্ঘ বা উল্লেখযোগ্য নই! মানির মায়ের চরিত্রে ছিলো সরন্না পনবান্নান। নায়কদের মায়ের চরিত্রে সে যথারীতি ভালো করে। এছাড়া তেলুগুর জনপ্রিয় অভিনেতা অজয় ছিলো এই মুভিতে। বাকি চরিত্রগুলোও ভালো করেছে।
.
.
ডিরেক্টরঃ এই মুভির ডিরেক্টর হলেন বিক্রম কুমার। মুভির গল্পটিও তার লেখা। 13B, ঈশক, মানাম এর মতো দারুণ কিছুর মুভির ডিরেকশনেও তিনি ছিলেন। ওগুলোও আমার অনেক ফেভারিট! তবে, "24" তার ডিরেকশনে সেরা মুভি বলে মনে হয়েছে! সম্প্রতি এই মুভিগুলো দিয়ে আমার মতো অনেকেরই মন জয় করে নিয়েছেন এই পরিচালক! এখন অপেক্ষায় আছি, তার পরবর্তী মুভির জন্য! যেটা হবে আল্লু অর্জুনের সাথে! :-)
.
মিউজিকঃ মিউজিক ডিরেক্টর হিসেবে ছিলো এআর রহমান। অরিজিৎ সিং এর গাওয়া "Naan Un" গানটি আমার চরম ফেভারিট! বাকিগুলোও কম-বেশি ভালো লাগে। ব্যাকগ্রাউন্ড মিউজিকও অনেক ভালো ছিলো।
-
-
-
ভারতে এরচেয়ে বেটার সাইন্স ফিকশন হয়তো তৈরি হয়নি! যদি আপনি খুব খুঁতখুঁতে না হন, তবে এটার নেগেটিভ কোনো সাইড খুঁজে পাবেন না। প্লট ভালো, অ্যাক্টিং ভালো, মেকিং ভালো... VFX এর কাজও ভালো ছিলো।
.
অনেকের কাছে এটাকে সুরিয়ার বেস্ট মুভি মনে হতে পারে! কারো প্রিয় তামিল মুভি তালিকার শীর্ষে অবস্থান করলেও অবাক হবো না। সুরিয়া ফ্যানদের জন্য মাস্ট ওয়াচ! যারা ভালো মুভির খোঁজে থাকেন, তাদের জন্য মাস্ট ওয়াচ! তাই, দেরি না করে এখনই দেখে ফেলুন মুভিটি!
.
.
IMDb রেটঃ ৮.৬/১০
আমার পার্সোনাল রেটঃ ৯.৩/১০
.
.
ডাউনলোড লিংকঃ
ডিরেক্ট- http://bit.ly/1Zyiuoy
টরেন্ট- http://bit.ly/1TYlYCp
ইংরেজী সাবটাইটেল- http://bit.ly/1U6YLuu
[বাংলা সাবটাইটেল নেই। হিন্দি ডাব/নারকেল চাহিয়া লজ্জা দিবেন না!]
.
.
হ্যাপি ওয়াচিং...!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৬ রাত ১১:৫০

দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: ধন্যবাদ ডাউনলোড দিলাম । সাথে ইংরেজি সাবটাইটেল আছে ? নাকি হিন্দি ডাব ? হিন্দি ডাব হলেও চলবে ।

আমি অলরেডি ডাউনলোড দিয়েছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.